জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২৫ |
আসসালামু আলাইকুম, জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড ২০২৫ পোস্টে আপনাদের স্বাগতম। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড । এই পোস্টটি জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম বা jonmo nibondhon online copy download নিয়ে সাজানো হয়েছে।
আপনারা সবাই জানেন যে, জন্ম নিবন্ধন কতটা গুরুত্বপূর্ন। স্কুল ভর্তি থেকে শুরু করে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ন কাজে জন্ম নিবন্ধন সনদ খুবই গরুত্বপূর্ন। অনলাইন সুবিধার কারণে নিজের অথবা অন্য কারোর জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা খুবই সহজ। আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম জানতে চান তাহলে এই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2025 পোস্টটি আপনার জন্য।
হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ ২০২৫ সালে বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে হালনাগাদ করা হয়েছে, অর্থাৎ ডিজিটাল হয়ে গিয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট https://everify.bdris.gov.bd/ থেকে আপনার Birth Registration Number এবং Birth Of date দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন - নগদ একাউন্ট দেখার নিয়ম
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়মঃ
ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড খুবই সহজ। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে একটি ইন্টারনেট কানেকশান যুক্ত এন্ড্রয়েড মোবাইল ফোন বা কম্পিউটার। আর অবশ্যই যার জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবেন তার জন্ম নিবন্ধনের Registration নম্বর এবং জন্ম তারিখ জানা থাকতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে নিন।
ধাপ ১ঃ প্রথমেই আপনাকে বাংলাদেশ সরকারের Barth Regestration ওয়েবসাইট https://everify.bdris.gov.bd/ ব্রাউজ করতে হবে। নিচের চিত্রের মতো একটি পাতা পদির্শিত হবে।
জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড |
ধাপ ২ঃ উপরের চিত্রের ১ নং চিহ্নিত করা ঘরে 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর (হাতে লেখা জন্ম নিবন্ধন কার্ড দেখে টাইপ করুন) লিখুন। ২নং চিহ্নিত ঘরে আপনার জন্ম তারিখ (বছর-মাস-দিন) প্রথমে বছর, পরে মাস, তারপর দিন টাইপ করতে হবে। এবার ৩ নং চিহ্নিত ঘরে অংকটি (ক্যাপচা) সমাধান করে Search করলে আপনার তথ্য সহ জন্ম নিবন্ধন অনলাইন কপি দেখতে পাবেন।
জন্ম নিবন্ধন ডাউনলোড |
ধাপ ৩ঃ এবার জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করার জন্য ব্রাউজারের 3 Dot অবশনে Click করে Print বাটনে ক্লিক করবেন। তারপর Destination অবশন থেকে Save as PDF সিলেক্ট করে Save এ চাপ দিলে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে।
জন্ম নিবন্ধন নম্বরটি অবশ্যই 17 টি অক্ষরের হওয়া লাগবে। উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে Birth Certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।
Read More - বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম । অনলাইনে জন্ম নিবন্ধন চেক ২০২৫
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক পদ্ধতিঃ আপনার জন্ম সনদ কার্ডটি অনলাইন কিনা জানা খুবই প্রয়োজন। বর্তমানে জন্ম নিবন্ধন অনলাইন করা না হলে তা গ্রহনযোগ্য হয় না। সুতরাং এখান থেকে জেনে নিন কিভাবে জন্ম নিবন্ধন যাচাই বা চেক করবেন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি যাচাই করতে হলে প্রথমে Barth Regestration এর ওয়েবসাইট https://everify.bdris.gov.bd/ বা https://bdris.gov.bd/br/search চলে যেতে হবে। সেখানে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে। জন্ম নিবন্ধন যাচাই কপি হতে আপনার সকল ইনফরমেশন সঠিক রয়েছে কিনা তা চেক করুন।
বুঝার সুবিধার্থে ভিডিও টিউটোরিয়াল - https://youtu.be/wkSe4IfNu6s?si=1vvpuYx6DjTnU_IR
প্রশ্ন ১ঃ অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট কি?
উত্তরঃ অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট হলো https://everify.bdris.gov.bd/ ।
প্রশ্ন ২ঃ Jonmo nibondhon online copy Download করবো কিভাবে?
উত্তরঃ জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে https://everify.bdris.gov.bd/ এই লিংক কে গিয়ে ১৭ অক্ষরের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে।
প্রশ্ন ৩ঃ হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ হতে কিভাবে ডিজিটাল করব?
উত্তরঃ আপনি যদি পৌরসভার আন্ডারে থাকেন তাহলে পৌরসভায় চলে যাবেন বা সিটি কর্পোরেশনে চলে যাবেন। আর যদি আপনি ইউনিয়নের আন্ডারে থাকেন তাহলে আপনাকে ইউনিয়ন পরিশধে যেতে হবে। যাওয়ার সময় আপনি হাতে লেখা জন্ম নিবন্ধন কার্ডটি সাথে করে নিয়ে যাবেন এবং সেখানে যে কম্পিউটার অপারেটর বয় থাকে তার কাছে গিয়ে বলবেন আপনার হাতে লেখা কার্ডটি অনলাইন করতে হবে। তখন তিনি জন্ম নিবন্ধন কার্ডটি সার্ভারে সার্চ করে একটি আবেদন পত্র প্রিন্ট করে দিবে এবং আপনার মোবাইল নাম্বারটি যুক্ত করে দিবে। আবেদন পত্রটি ফিলাপ করে আপনার স্বাক্ষর এবং ইউনিয়নের চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে আবার ইউনিয়ন পরিশদে জমা দিয়ে দেতে হবে। কিছুদিন পর আপনাকে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড দিয়ে দেওয়া হবে।
প্রশ্ন ৪ঃ কোন মহিলার বিবাহের আগে jonmo nibondhon যদি করা না হয়ে থাকে তবে এখন স্বামীর ঠিকানায় জন্ম নিবন্ধন করা যাবে কি?
উত্তরঃ আগে নিবন্ধন না হয়ে থাকলে আইনের ৪ ধারা অনুযায়ী বিবাহিত মহিলার বিলম্বিত জন্ম নিবন্ধন স্বামীর স্থায়ী ঠিকানায় করা যাবে। সে চাইলে তার জন্ম স্থানের ঠিকানাতেও জন্ম নিবন্ধন করতে পারবে। জন্ম নিবন্ধনের করার সময় বাবা ও মার নাম টাইপ করতে হবে, সেখানে স্বামীর নাম দেওয়ার কোনরকম সুযোগ থাকে না।
প্রশ্ন ৫ঃ জন্ম নিবন্ধন হেল্পলাইন নাম্বার কত?
উত্তরঃ ১৬১৫২।
প্রশ্ন ৬ঃ একজন ব্যক্তি কয়টি জন্ম নিবন্ধন করতে পারবে?
উত্তরঃ একজন ব্যক্তি ১ বার Jonmo Nibondhon করতে পারবে। জন্ম ও মৃত্যু আইন 2004 এর ২১ ধারা অনুযায়ী একই ব্যক্তির স্বপক্ষে একাধিকবার জন্ম নিবন্ধন করা দন্ডনীয় অপরাধ।
প্রশ্ন ৭ঃ : কোন শিশু বিদেশে জন্ম নিলে দেশে জন্ম নিবন্ধন করা যাবে?
উত্তরঃ কোন বাচ্চা যদি বিদেশে জন্মগ্রহণ করে তখন তাকে দেশের Jonmo nibondhon করার জন্য অবশ্যই তাকে দেশের স্থায়ী নাগরিক প্রমাণ করা লাগতে পারে এবং স্থায়ী ঠিকানা নিয়ে জন্ম নিবন্ধন কার্ড এর আবেদন করতে হবে।
প্রশ্ন ৮ঃ জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি Download করে কিভাবে প্রিন্ট করবো?
উত্তরঃ মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন কিন্তু প্রিন্ট করতে পারবেন না। সুতরাং কোন কম্পিউটার প্রিন্টিং এর দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে।
প্রশ্ন ৯ঃ জন্ম নিবন্ধনের ওয়েবসাইট লোড না করলে কি করব?
উত্তরঃ জন্ম নিবন্ধনের সরকারি ওয়েবসাইট সবসময় ঠিকমতো লোড করে না। অনেক সময় Server busy দেখায়। এজন্য আপনাকে কিছুক্ষন অপেক্ষা করার পর আবার চেষ্টা করতে হবে।
প্রশ্ন ১০ঃ জন্ম নিবন্ধন সনদ হারিয়ে ফেললে কি অনলাইন কপি ডাউনলোড করা যাবে?
উত্তরঃ যদি আপনার জন্ম নিবন্ধনের নম্বর এবং জন্ম তারিখ জানা থাকে তাহলে উপরের নিয়ম অনুসারে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
আরও কিছু -
আশা করি, জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড ২০২৫ পোস্ট হতে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন চেক করার নিয়ম জানতে পেরেছেন। অনলাইনে ডাউনলোড করা জন্ম সনদটি শুধুমাত্র একটি অনুলিপি। যে অফিসে আপনি রেজিস্টেশন করেছিলেন সে অফিস থেকে আসল জন্ম নিবন্ধন কপি সংগ্রহ করতে হবে।