নগদ একাউন্ট দেখার নিয়ম ও Nagad কোড

নগদ একাউন্ট দেখার নিয়ম ও Nagad কোড পোস্টে আপনাদের স্বাগতম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নগদ একাউন্ট দেখার কোড জানেন না। আপনি যদি নগদের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে নগদ একাউন্ট কোড জানা খুবই জরুরী।

নগদ একাউন্ট দেখার নিয়ম ও Nagad কোড
নগদ একাউন্ট দেখার নিয়ম
বাংলাদেশে নগদ খুবই লৌকিক ১টি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সংস্থা। নগদ মোবাইল ব্যাংকিং হলো বাংলাদেশ পোস্ট অফিসের একটি উদ্ভাবনী এবং প্রতিশ্রুতিশীল ডিজিটাল আর্থিক পরিষেবা। নগদ শুধুমাত্র আড়াই বছরে প্রায় 5.5 কোটি জনগনকে আর্থিকভাবে অন্তর্ভুক্ত করেছে। খুব অল্প সময়ে নগদ খুবই জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং এ পরিচিতি লাভ করেছে। শুধুমাত্র nagad code ডায়াল করে মোবাইলরিচার্জ, ক্যাশ আউট, সেন্ড মানি পেমেন্ট, বিল পে, EMI পেমেন্ট সহ নগদের যাবতীয় সুবিধা ব্যবহার করা যাচ্ছে।

নগদ গ্রাহক সংখ্যা রয়েছে 5.85 কোটি, নগদ উদ্দোক্তা সংখ্যা 2.40 লাখ এবং প্রতিদিন ৭ শত কোটি টাকার লেনদেন অর্জন করেছে। তাছাড়াও, শুধুমাত্র *১৬৭# ডায়াল করে একটি নগদ একাউন্ট খোলা যায়। গ্রাহকরা নগদ এপ দিয়ে আরও সহজে একাউন্ট খোলাসহ যাবতীয় লেনদেন আরও সহজে করতে পারছে। এই পোস্টে নগদ একাউন্ট দেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

নগদ একাউন্ট দেখার নিয়ম কোড

নগদ মোবাইল ব্যাংকিং এর যাবতীয় সুবিধা গ্রহন করার জন্য নগদ একাউন্ট দেখার নিয়ম জানা থাকতে হবে। উপবৃত্তির টাকা, বয়ষ্ক ভাতার টাকা অথবা নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে হলেও আপনাকে নগদ একাউন্টের কোড জানতে হবে।

২টি সহজ পদ্ধতি অবলম্বন করে নগদ একাউন্ট দেখতে পারবেন -
  1. *১৬৭# ইউএসএসডি কোড এর মাধ্যমে।
  2. Nagad App দিয়ে একাউন্টে প্রবেশ করার মাধ্যমে।

নগদ কোড *১৬৭# দিয়ে একাউন্ট দেখার নিয়ম:

নগদ একাউন্ট দেখার কোড হলো - *১৬৭#

যেকোন মোবাইল ফোনে *১৬৭# ইউএসএসডি কোডটি ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারবেন। মানে, নগদ একাউন্ট দেখার কোড নাম্বারটি হলো *১৬৭#। যেহেতু সকল নগদ গ্রাহকদের এন্ড্রয়েড মোবাইল ফোন নেই তাই নগদ ব্যবহারকরীদের Nagad Account পরিচালনার জন্য একটি ম্যানু কোড রয়েছে। *167# কোডটি ডায়াল করে নগদ মোবাইল ব্যাংকিংয়ের ব্যালেন্স চেকসহ যাবতীয় সুবিধা গ্রহন করতে পারবে।

নগদ একাউন্ট দেখার কোড
নগদ একাউন্ট দেখার কোড
Nagad Code *167# ডায়াল করলে নিচের ছবিটির মতো ৮ টি ম্যানু অপশন আসবে।
  • ক্যাশ আউটঃ নগদ উদ্ধোক্তা হতে টাকা উঠানোর অপশন।
  • সেন্ড মানিঃ এক নগদ গ্রাহক হতে অন্য এক নগদ গ্রাহকের কাছে টাকা পাঠানোর অপশন।
  • মোবাইল রিচার্জঃ মোবাইল অপারেটরে ফেক্সিলোড করার অপশন।
  • পেমেন্টঃ সপিংয়ে অনলাইন অর্থপ্রদানের অপশন।
  • বিল পেঃ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট ইত্যাদি বিল পরিশোধ করার অপশন।
  • স্বাধীন পেঃ কোন সংগঠনে অনুদান করার অপশন।
  • মাই নগদঃ ব্যালেন্স চেক করার অপশন।
  • পিন রিসেটঃ পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন।

এপ দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম:

নগদ গ্রাহকদের আরও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য নগদ এপ চলে এসেছে। নগদ অ্যাপ হলো একটি সেইফ ডিজিটাল আর্থিক পরিষেবা App যা নগদ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ ইত্যাদির মতো আপনার প্রতিদিনের আর্থিক লেনদেনের প্রয়োজনগুলি অনেক সহজ করে দিয়েছে।

Nagad App দিয়ে নগদ একাউন্ট দেখার অরেকটি বিকল্প পদ্ধতি রয়েছে। আরও সহজভাবে নগদ একাউন্ট চেক করার জন্য নগদ অ্যাপ ব্যবহার করতে পারেন।

নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়মঃ

  • নগদ এপটি ওপেন করে ৪ সংখ্যার গোপন পিনটি দিয়ে আপনার নগদ একাউন্টে প্রবেশ করবেন।
  • Tap for balance বাটনে চাপ দিলে আপনার একাউন্টে কত টাকা আছে তা দেখতে পাবেন। 
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ এপ ব্যবহার করে ক্যাশ আউট, ক্যাশ ইন, মোবাইল রিচার্জ, বিল পে, এড মানি, লেনদেনের হিসাব ইত্যাদি খুব সহজে দেখতে পারবেন। নগদ একাউন্ট দেখার নিয়ম ও Nagad কোড

মোবাইল ব্যাংকিং নিয়ে আরও কিছু পোস্ট -

প্রশ্ন ১ঃ *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খুলতে পারবো কি?

উত্তরঃ হ্যা, নগদ একাউন্ট *১৬৭# ডায়াল করে খোলতে পারবেন।

প্রশ্ন ২ঃ কিভাবে নগদ একাউন্ট চেক করে?

উত্তরঃ নগদ একাউন্ট চেক করার জন্য আপনার মোবাইলের ডায়ার প্যাড হতে *১৬৭# ডায়াল করতে হবে।

প্রশ্ন ৩ঃ নগদ একাউন্ট দেখার কোড কত?

উত্তরঃ নগদ একাউন্ট দেখার কোড *১৬৭#

প্রশ্ন ৪ঃ নগদ হেল্পলাইন নাম্বার কত?

উত্তরঃ ১৬১৬৭ বা ০৯৬০৯৬১৬১৬

প্রশ্ন ৫ঃ নগদের কোড ডায়াল করে কি কি করতে পারবো?

উত্তরঃ নগদের সকল সুবিধা গ্রহন করতে পারবেন।

প্রশ্ন ৬ঃ একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি Nagad Account খোলা যাবে?

উত্তরঃ একটি এনআইডি কার্ড দিয়ে একটি Nagad Account নিবন্ধন করা যাবে।

প্রশ্ন ৭ঃ নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম কিভাবে?

উত্তরঃ যেকোন মোবাইল ফোন থেকে *১৬৭# USD কোডটি ডায়াল করে নগদ একাউন্ট টাকা দেখতে পারবেন এবং সকল লেনদেন করতে পারবেন। অথবা নগদ এপে লগিন করে ব্যালেন্স চেক সহ যাবতীয় সুবিধা গ্রহন করতে পারবেন।

প্রশ্ন ৮ঃ নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম কি?

উত্তরঃ বর্তমানে স্কুল বা কলেজের উপবৃত্তির টাকা নগদ এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। তবে অনেকেই জানি না নগদ একাউন্টে উপবৃত্তির টাকা আসলে কিভাবে চেক করতে হয়। নগদে উপবৃত্তির টাকা দেখতে *১৬৭# ডায়াল করতে হবে। তারপর My Nagad এ যাওয়ার জন্য 7 টাইপ করে Send করতে হবে। সবশেষে গোপন পাসওয়ার্ড দিলে ব্যালেন্স দেখতে পারবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম ও Nagad কোড পোস্টে Nagad Code দিয়ে ব্যালেন্স চেক এবং নগদ একাউন্ট দেখার কোড *১৬৭# নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। *১৬৭# কোডটি বাংলাদেশের মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক থেকে থেকে ব্যবহারযোগ্য। নগদের পিন অথবা OTP কাউকে শেয়ার করবেন না।

No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url