নগদ একাউন্ট খুলতে পারবেন আপনার মোবাইল থেকে *১৬৭# ডায়াল করে, মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম পোস্টটি পড়ুন।
মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম পোস্টে আপনাদের স্বাগতম। নগদ বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠন। বর্তমানে শত লাখ গ্রাহক রয়েছে নগদে। তাই অনেকে নগদ একাউন্ট খুলতে চায়। আপনি যদি মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে চান তাহলে এই বিস্তারিত পোস্টটি আপনার জন্য।
ডাক বিভাগের নগদ একাউন্ট খোলার নিয়ম অনেকেই জানেন না। এখন বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলা যায়। নগদ একাউন্টের সুবিধার কথা চিন্তা করলে নগদ সবার সেরা বলা যায়। আজকের পোস্টে নগদ একাউন্ট খোলার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
![]() |
মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম |
নগদ একাউন্ট খোলার পদ্ধতি
Nagad account open: মোবাইলে নগদ একাউন্ট খোলার অনেক সহজ ২টি পদ্ধতি রয়েছে। একটি *১৬৭# ডায়াল করে এবং অন্যটি নগদ এন্ড্রয়েড এপ ব্যবহার করে। নগদ একাউন্ট খোলার ২টি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা -
*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম
![]() |
*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম |
- আপনার ফোনের ডায়াল প্যাড থেকে *১৬৭# ডায়াল করুন।
- প্রযোজ্য শর্তাবলি পড়ে এবং সম্মতি জানিয়ে ৪ ডিজিটের পিন সেট করুন।
- পুনরায় পিন টাইপ করে কনফার্ম করুন Send বাটনে ক্লিক করুন।
- এরপর মুনাফা পেতে চান কিনা বেছে নিন।
নগদ এপ দিয়ে একাউন্ট খোলার নিয়মঃ
![]() |
নগদ একাউন্ট খোলার নিয়ম |
- আপনার NID কার্ডের উভয় পাশ আপলোড করুন।
- যার NID কার্ড তার একটি সেলফি তুলুন।
- শর্তাবলি পড়ে আপনার স্বাক্ষর দিন।