বিকাশ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট ও হেল্পলাইন নাম্বার

বিকাশ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট ও হেল্পলাইন নাম্বার
বিকাশ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট ও হেল্পলাইন নাম্বার

বিকাশ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট ও হেল্পলাইন নাম্বার পোস্টে আপনাদের স্বাগতম। বিকাশ বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সুবিধার আওতাধীন একটি প্রতিষ্ঠান। বর্তমানে ৫০ মিলিয়ন বিকাশ ভেরিফাইড একাউন্ট এবং ২ লক্ষ বিকাশ এজেন্ট একাউন্ট রয়েছে। আপনি যদি বিকাশ লাইভ চ্যাট অথবা বিকাশ হেল্পলাইন নাম্বার জানতে চান তাহলে এই পোস্ট টি আপনার জন্য।

বিভিন্ন কারনে একজন বিকাশ গ্রাহকের প্রয়োজন হতে পারে বিকাশ কাস্টমার কেয়ার এ যোগাযোগ করা। কোন বিকাশ গ্রাহক পিন ভুলে গেলে অথবা সেন্ড মানি, কেশ আউট, কেশ ইন, মোবাইল রিচার্জ, বিকাশ একউন্ট ব্লক - যেকোন সমস্যার সম্মুখীন হলে বিকাশ হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করা লাগতে পারে। বিকাশ গ্রহকরা যেকোন মোবাইল অপারেটর থেকে বিকাশ কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবে।

Bkash customer care number: বিকাশ আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এখন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলা যায়। তাছাড়াও বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ডিসকো বিল, শপিং ও মোবাইল রিচার্জ সহ নানা সুযোগ রয়েছে বিকাশে। বিকাশ হেল্প লাইনে যোগাযোগ করা নিয়ে বিস্তারিত আলোচনা -

বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার হলো - 16247 বা 02-55663001

বিকাশ গ্রাহকরা বিকাশ হেল্পলাইন নাম্বার এ কল দিয়ে সরাসরি বিকাশের প্রতিনিধির সাথে কথা বলতে পারে। বাংলাদেশের যেকোন মোবাইল অপারেটর (গ্রামিনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, টি এন্ড টি, সিটিসেল নাম্বার থেকে যোগাযোগ করা যাবে। আপনি যদি বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে মিনিট দিয়ে যোগাযোগ করতে চান তাহলে ০২-৫৫৬৬৩০০১ ডায়াল করে কল করতে হবে। ১৬২৪৭ নম্বরে কল করা হলে ২.৩০ টাকা/মিনিট চার্জ করা হবে।

বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট বাংলাদেশ

বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করার অন্য একটি বিকল্প পদ্ধতি রয়েছে। আপনি যদি সরাসরি বিকাশ প্রতিনিধির সাথে লাইভ চ্যাট করতে চান তাহলে https://livechat.bkash.com/ ওয়েব এড্রেসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও বিকাশ লিমিটেড এর ফেসবুক ফ্যান পেজ https://www.facebook.com/bkashlimited এ ম্যাসেঞ্জারের মাধ্যমে লাইভ চ্যাট করতে পারেন।

বিকাশ কাস্টমার কেয়ার হেল্প লাইন (ইমেইল)

বিকাশে যোগাযোগ করতে অথবা আপনার বিকাশ একাউন্টের কোন সমস্যা বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধিকে জানাতে তাদের ইমেইল এড্রেসে আপনার একাউন্টের সমস্যার কথা লিখে পাঠাতে পারেন।

বিকাশের ইমেইল এড্রেস হলো - support@bkash.com।

বিঃদ্রঃ বিকাশ কখনও আপনার একাউন্টের পিন অথবা এসএমএস এ আসা ৬ ডিজিটের নাম্বার জানতে চাইবে না। কখনও মোবাইলে কাউকে আপনার গোপনীয় তথ্য দিবেন না।

আরও পড়ুন -
আশা করি, বিকাশ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট ও হেল্পলাইন নাম্বার পোস্ট হতে 16247 ও 02-55663001 বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার জানতে পেরেছেন। গ্রাহক সেবা কেন্দ্র অফিসে না গিয়ে উপরের ৪ টি উপায়ের মধ্য থেকে যেকোন একটি উপায় অবলম্বন করে বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url