অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট: আস্সালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩ পোষ্টে আপনাদের স্বাগত্বম। আপনি কি অনলাইনে বা মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম জানতে এখানে এসেছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আজকের পোষ্টের মাধ্যমে আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইনে বা বিকাশে ট্রেনের টিকিট কাটতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

২০২৩ সালের বাংলাদেশ রেলওয়ে এমন কিছু সুযোগ-সুবিধা নিয়ে এসেছে যা আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে। এখন আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় বা ইন্টারনেটে রেলের টিকিট কাটতে পারেন।

আজকের পোষ্টে আমরা মোবাইলে বা অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম এবং বিকাশে ট্রেনের টিকিট কাটার নিয়ম নিয়ে আলোচনা করব।


মোবাইলে বা অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে (Bangladesh railway) স্টেশনগুলোতে টিকিট কাটার এত প্রতিযোগিতা হয় যে ৫ - ৬ ঘন্টা অগে স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। বর্তমানে এই কর্মব্যস্ততার মধ্যে প্রতিযোগিতা করে টিকিট সংগ্রহ করাটা আসলেই খুব ঝামেলার। ২০২০ সালের আগে ট্রেনের টিকিট বা রেলের টিকিট সংগ্রহ কররা জন্য প্রয়োজন হতো জাতীয় পরিচয়পত্রের। এখন আমারা ইচ্ছে করলেই ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে আনলাইনে ট্রেনে টিকিট সংগ্রহ করতে পারি।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার সময় কখন এটা হয়তো সকলের কমন প্রশ্ন। আসলে আপনি ২৪ ঘন্টার যেকোন সময় অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। এই পোষ্টে এন্ড্রয়েড মোবাইলে, অনলাইনে এবং বিকাশে টিকিট কাটার পদ্ধতি নিয়ে বিস্তারিত আপনাদের জানাব।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম:

ট্রেনের টিকিট অনলাইনে কিভাবে কাটবো: অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে আপনার প্রয়োজন হবে একটি ইন্টারনেট কানেকশানযুক্ত একটি মোবাইল বা ল্যাপটপ। যদি আপনি বিকাশ দিয়ে রেলের টিকিট ক্রয় করতে চান তাহলে আপনার বিকাশ একাউন্ট থাকতে হবে। এখন আমরা দেখাব রেলওয়ের অফিসিয়াল ওয়েসাইট থেকে কিভাবে ট্রেনের টিকিট কিনবেন? অয়েপসাইট থেকে কোন প্রকার ঝামেলা ছড়াই ট্রেনের টিকিট কিনতে পারবেন। অনলাইনে মোবাইল দিয়ে টিকিট কাটার ধাপগুলো স্টেপ স্টেপ ফলো করুন-

ধাপ - ১। একাউন্ট খোলা:

১। প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট https://esheba.cnsbd.com/ বা https://eticket.railway.gov.bd/  গিয়ে register বাটনে ক্লিক করুন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
২। তারপর নিচের ছবিটির মতো একটি পেইজ দেখতে পাবেন। সেখানে যে ফর্ম টি আসবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
৩। তারপর আপনি যে মোবাইল নাম্বারটি ফর্মে দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি আপনাকে সাবমিট করতে হবে। 

৪। ভেরিফিকেন কোডটি সাবমিট করে দিলেই আপনার একাউন্ট করা শেষ। 

ধাপ - ২। প্রোফাইল আপডেট করা: 

১। একাউন্ট করার পর প্রোফাইল আপডেট করতে হবে। এজন্য সাইটবার হতে Update your prefile এ ক্লিক করবেন। 
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

২। তারপর আপনার জন্মতারিখ এবং পোষ্টাল কোড দিয়ে নিচের Update your prefile বাটনে ক্লিক করবেন। 

প্রোফাইল আপডেট হয়ে গেলেই আপনার যতগুলো ট্রেনের টিকিট প্রয়েজন ততগুলো টিকেট ক্রয় করতে পারবেন। 

ধাপ - ৩। ট্রেনের টিকিট কাটার নিয়ম:

১। অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে ওয়েবসাইটের হোম বা প্রথম পাতায় চলে যেতে হবে। সেখানে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন সে জায়গার নাম বসিয়ে এবং কয়জন যাবেন সেটা ফিলাপ করে Find এ ক্লিক করবেন। 
ট্রেনের টিকিট কাটার নিয়ম
ট্রেনের টিকিট কাটার নিয়ম
২। তারপর আপনি দেখতে পাবেন ট্রেনের টিকিটের মূল্য কত। ট্রেনের লিষ্ট থেকে আপনি যে ট্রেনে যাতায়ন করতে চান সে ট্রেনের নামের পাশে Details বাটনে ক্লিক করবেন।
ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম
ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম
৩। Details দেখার পর আপনি purchase বাটনে ক্লিক করবেন। তারপর Buy Ticket এ ক্লিক করে Agree করে দিন। 

৪। তারপর পেমেন্ট মেথড (বিকাশ, রকেট, নেক্সাসপে এবং ভিসা কার্ড) সেলেক্ট করে পেমেন্ট করে দিলে আপনার টিকিট কাটা হয়ে যাবে। এর পর আপনি কপিটি প্রিন্ট করে নিবেন।

আশা করি, আপনারা এখন ঘরে বসেই মোবাইল দিয়ে অনলাইনে ট্রেনের টিকিট কিনতে পারবেন। এই পদ্ধতি ছাড়াও অগ্রিম টিকিট কাটার জন্য রয়েছে বাংলাদেশ রেলওয়ের মোবাইল এপ। মোবাইল এপ ব্যবহার করেও সহজে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন। বর্তমানে বিকাশ এপ দিয়েও সহজে অগ্রিম টিকিট কিনতে পারবেন। 

বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম:

বিকাশ এপ থেকে ট্রেনের টিকিট বুকিং করা একদম সিম্পল। বিকাশ এপ আমাদের অনেক সুযোগ সুবিদা দিচ্ছে। বিকাশ এপ এর মাধ্যমে এখন বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। তাছাড়াও অনেক সুবিধাজনক অফার নিয়ে বিকাশ এপ। তাহলে এবার জানা যাক কিভাবে বিকাশে ট্রেনের টিকিট কাটার নিয়ম:

১। প্রথমেই বিকাশ এপ এ আপনার বিকাশ নাম্বার এবং পিন দিয়ে লগ-ইন হবে। 

২। তারপর বিকাশ এপ থেকে Train সিলেক্ট করবেন। পরে আপনাকে বাংলাদেশ রেলওয়ে অপশনে এ ওকে চাপলেই এসে যাবে ”বাংলাদেশ রেলওয়ে ই-টিকেটিং সার্ভিস”।

৩। এরপর একটি ফর্ম চলে আসবে সেখানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন সেট পূরণ করবেন এবং তারিখ, যাত্রী সংখ্যা দিয়ে Train নাম ও সময় দিয়ে পারচেজ বাটনে ক্লিক করে দিবেন। 

৪। তারপর বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে রেজিস্টারকৃত ইউজার নাম অথবা E-mail আইডি ও পাসওয়ার্ড দিয়ে টিকিট নিশ্চিত করতে হবে। Bangladesh Railway এর টার্ম অ্যান্ড কন্ডিশনে Agree করতে হবে।

৫। Agree করতেই চলে আসবে patyment অপশন সেখানে বিকাশ নাম্বার দিলেই পাওয়া যাবে একটি 6 সংখ্যার Verification  কোড। কোডটি লিখে Bkash পিন নাম্বার দিয়ে Conform করলেই হয়ে গেল ট্রেনের টিকিট কাটা।

কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় কখন?

উত্তর; অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় হলো ২৪ ঘন্টা। তবে একটি নির্দিষ্ট টাইমে টিকিট ছাড়ে। বেশিরভাগ সময় সকাল ৮ হতে রাত ১০ টা পর্যন্ত টিকিট কাঁটা যায়, টিকিট এর availability সাপেক্ষে।

ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায়?

উত্তর: ১০ দিন আগে থেকেই আপনি চাইলে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারবেন।

কিভাবে মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটব?

উত্তর: মোবাইলে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে ফোনের ক্রোম বাউজারটি ব্যবহার করে অগ্রিম টিকিট কাটতে পারবেন। উপরের স্টেপগুলোর মাধ্যমেই টিকিট ক্রয় করতে পরবেন।

বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যায় কি?

উত্তর: অবশ্যই, আপনি বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এজন্য আপনাকে বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে।

ট্রেনের টিকিটের মূল্য কত?

উত্তর: ট্রেনের টিকিটের মূল্য তালিকা ২০২৩ তাদের ওয়েবসাইটে রয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ট্রেনের মূল্য তালিকা দেখুন

ট্রেনের টিকিট কাটার জন্য মোবাইলে কোন এপ আছে কি?

উত্তর: হ্যা আছে। মোবাইলে ট্রেনের টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের নিজশ্ব এন্ড্রয়েট মোবাইল এপ রয়েছে। এই এপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন।

নতুন নিয়মে ট্রেনের টিকিট ক্রয় করতে হলে কোন ওয়েবসাইটে যেতে হবে?

উত্তরঃ নতুন নিয়মে ট্রেনের টিকিট ক্রয় করতে হলে আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট https://eticket.railway.gov.bd/ এ যেতে হবে।

সহজ ডট কম থেকে কি ট্রেনের টিকিট কাটা যায়?

সহজ ডট কম থেকে ট্রেনের টিকিট কাটা আরও সহজ, যা কিছুদিন আগে আরও উন্নত করেছে। গত কয়েকবছর ধরে CNSBD নামক একটি অনলাইন সেবা থেকে ট্রেনের টিকিট ক্রয় করা হতো। কিন্তু ২৪ শে মার্চ এর পর থেকে সহজ বিডি.কম এর দ্বারা নিয়ন্ত্রিত ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কাটতে হবে।


শেষকথা: অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম(railway ticket online booking) পোষ্ট টি আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের পোষ্ট থেকে আপনারা শেখতে পেরেছেন বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার পদ্ধাতি। এই পোষ্টটি পড়ে আপনারা সহজেই অনলাইনে বা মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম জানতে পেরেছেন। তাছাড়াও বিকাশে ট্রেনের টিকট কাটার পদ্ধতিও আপনারা জানতে পেরেছেন। কোনকিছু বুঝতে যাদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন। আমরা ১ ঘন্টার ভিতরে রিপ্লে করার চেষ্টা করি। ধন্যবাদ।
Previous Post Next Post