দাখিল পরীক্ষার রুটিন । Dakhil Routine 2021

দাখিল রুটিন ২০২১: প্রিয় শিক্ষার্থী বন্ধরা, দাখিল পরীক্ষার রুটিন । Dakhil Routine 2021 পোস্টে তোমাদের স্বাগতম। আশা করি তোমাদের দাখিল পরীক্ষার প্রস্তুতি অনেক ভালোভাবে নিয়েছো। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল রুটিন ২০২১ প্রাকশিত করেছে। বাংলাদেশে দাখিল পর্যায়ের লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষার রুটিনের জন্য অপেক্ষা করছে। আপনি কি দাখিল পরীক্ষার সময়সূচী জানতে চান।আজকের পোস্ট হতে Dakhil Exam Routine 2021 ডাউনলোড করতে পারবেন। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রুটিন প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে, চলতি বছরের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাদ্রাসা বোর্ড তাদের নিজশ্ব ওয়েপসাইট http://www.bmeb.gov.bd/ দাখিল পরীক্ষার সময়সূচী আজ প্রকাশিত করেছে।
দাখিল পরীক্ষার রুটিন
দাখিল পরীক্ষার রুটিন

প্রত্যেক বছর দাখিল ও তার সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হয়। এই বছর করোনা ভাইরাস এর কারনে দাখিল বা তার সমমান কোন পরীক্ষাই অনুষ্ঠিত হতে পারে নাই। মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার রুটিন ২০২১ প্রকাশিত করেছে।

দাখিল রুটিন ২০২১

পরীক্ষার রুটিন পত্যেক পরীক্ষার্থদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ দাখিল পরীক্ষার রুটিন 2021 শিক্ষা বোর্ডের ওফিসিয়াল ওয়েপসাইটে প্রকাশিত করা হয়েছে। মন্ত্রনালয় হতে অনুমোদনের পর দাখিল ও তার সমমান পরীক্ষার রুটিন মাদ্রাসা বোর্ড তাদের নিজশ্ব ওয়েপসাইটে প্রকাশিত করা হয়। এবছর পরীক্ষার বিষয় কমিয়ে দিয়েছে মাদ্রাসা বোর্ড

একনজরে দেখে নেওয়া যাক দাখিল রুটিন ২০২১ -
পরীক্ষার নামদাখিল (Dakhil)
দাখিল রুটিন প্রকাশের তারিখ২৩ সেপ্টেম্বর ২০২১
দাখিল পরীক্ষা শুরু১৪/১১/ ২০২১
দাখিল পরীক্ষা শুরু২১/১১/২০২১
দাখিল পরীক্ষার ফলাফল-

দাখিল পরীক্ষার রুটিন ২০২১ 

দাখিল পরীক্ষার রুটিন 2021
দাখিল পরীক্ষার রুটিন 2021

দাখিল পরীক্ষার রুটিন 2021 pdf - ডাউনলোড


দাখিল পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলী

যেহেতু সারাদেশ কোভিড-১৯ এর ভয়াবহ মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে সেহেতু প্রত্যেক শিক্ষার্থীকে বেশ কিছু নির্দেশনাবী মেনে চলতে হবে।

১। কোভিড-১৯ এর মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২। দাখিল পরীক্ষা শুরু হওয়ার ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কক্ষে গিয়ে আসন গ্রহণ করতে হবে।

৩। দাখিল পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। 

৪। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে ৩ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

৫। 20217-2028, 2018-2019, 2019-2020, 2020-2021 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে NCTB এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

৬। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার Roll No, Reg No, Subject Code ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। 


দাখিল পরীক্ষা ২০২১ কবে হবে

২০২১ সালের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর ২০২১ এবং শেষ হবে ২১ নভেম্বর।

দাখিল শিক্ষার্থীদের এ বছর অটো প্রমোশন দেয়ার কোনো সম্ভবনা নেই। এই বছর সব কিছু ঠিক থাকলে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দাখিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো, তবে করোনা ভাইরাস এর কারনে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি।

দাখিল রুটিন ২০২১ (Dakhil Routine 2021)

  • দাখিল পরীক্ষার রুটিন ঢাকা বোর্ড (Dakhil routine 2021 Dhaka Board)
  • দালিল পরীক্ষার রুটিন রাজশাহী বোর্ড (Dakhil routine 2021 Rajshahi Board)
  • দাখিল পরীক্ষার রুটিন কুমিল্লা বোর্ড (Dakhil routine 2021 Comilla Board)
  • দাখিল পরীক্ষার রুটিন  যশোর বোর্ড (Dakhil routine 2021 Jessore Board)
  • দাখিল পরীক্ষার রুটিন চট্রগ্রাম বোর্ড (Dakhil routine 2021 Chittagong Board)
  • দাখিল পরীক্ষার রুটিন বরিশাল বোর্ড (Dakhil routine 2021 Barisal Board)
  • দাখিল পরীক্ষার রুটিন সিলেট বোর্ড (Dakhil routine 2021 Sylhet Board)
  • দাখিল পরীক্ষার রুটিন দিনাজপুর বোর্ড (Dakhil routine 2021 Dinajpur Board)
  • দাখিল পরীক্ষার রুটিন ময়মনসিংহ বোর্ড (Dakhil routine 2021 mymensingh board)


আশা করি, দাখিল পরীক্ষার রুটিন । Dakhil Routine 2021 পোস্টটি আপনাদের ভালো লেগেছে। দাখিল পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের সকলের ভালো ফালাফল কামনা করছি। দাখিল পরীক্ষার সময়সূচী ২০২১ ।
No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url