CPA Marketing কি এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়

CPA Marketing কি এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়, সিপিএ মার্কেটিং করে আয় জেনে নিন বিস্তারিত।

সি পি এ মার্কেটিংঃ আস্সালামু আলাইকুম। CPA Marketing কি এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয় পোষ্টে আপনাদের স্বাগত্বম। এই পোষ্টে আপানাদের সাথে সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে, সিপিএ মার্কেটিং কৌশল, সিপিএ মার্কেটিং করে আয় এবং একটি সিপিএ মার্কেটিং পিডিএফ বই শেয়ার করবো।

সিপিএ মার্কেটিং
সি পি এ মার্কেটিং
আপনি নিশ্চয়ই Affiliate Marketing সম্পর্কে শুনেছেন, তবে আপনি কি CPA Marketing সম্পর্কে জানেন? এটি Cost Per Acquisition এ কাজ করে। সিপিএ মার্কেটিং সম্পূর্ন আলাদা হলেও এফিলিয়েট মার্কেটিংয়ের মতো ধরা যেতে পারে। অনলাইন থেকে আয় করার একটি ভালো মাধ্যম হলো সিপিএ মার্কেটিং।

সিপিএ মার্কেটিং

সবার আগে আপনার জানা উচিত CPA Marketing কি এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়। বিস্তারিত নিচে অলোচনা করা হলোঃ

সিপিএ মার্কেটিং কি? What is CPA Marketing bangla:

CPA marketing ki: সিপিএ মানে হলো (CPA) Cost Per Acquisition, যা Cost Per Action এবং Pay Per Acquisition (PPA) নামেও পরিচিত।

এটি একটি অনলাইন Digital Marketing মডেল, যেখানে বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট অধিগ্রহণের জন্য অর্থ প্রদান করে। উদাহরণস্বরূপ বিক্রয়, ক্লিক বা ফর্ম জমা (কন্টাক্ট রিকয়েষ্ট, নিউজলেটার সাইনআপ, রেজিস্টেশন ইত্যাদি) 

Direct response advertisers প্রায়ই CPA অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার সর্বোত্তম উপায় বলে মনে করেন। কারণ এতে বিজ্ঞাপনদাতা কেবল বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করেন।

CPA Marketing এস মধ্যে PPL, CPL (Cost Per Lead) মধ্যে অর্ন্তভুক্ত রয়েছে। অনলাইন এবং অফলাইনে বিজ্ঞাপন প্রদানের মডেল যেখানে লিড বিতরণের ভিত্তিতে টাকা দেওয়া হয়। অর্থ্যাৎ বিজ্ঞাপনদাতার পণ্য বা পরিষেবাতে আগ্রহী ব্যক্তির যোগাযোগের তথ্য সংগ্রহ করার জন্য অর্থ প্রদান করা হয়।

সিপিএ মার্কেটিং করতে কি কি লাগেঃ

সিপিএ মার্কেটিং করার জন্য কোন ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং বা প্রশিক্ষন নেওয়ার কোন প্রয়োজন পড়ে না। যদি ইন্টারনেট সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি CPA Marketing মার্কেটিং করতে পারবেন। তবে কোন অভিজ্ঞতা ছাড়া সিপিএ মার্কেটিং করা একদমই সম্ভব না। 

CPA Marketing করতে যা যা প্রয়োজন পড়ে তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
  1. একটি সাধারন ল্যাপটপ বা ভালো স্পেসিফিকেশনের মোবাইল। 
  2. ভালো ইন্টারনেট কানেকশান বা Wifi। 
  3. আপনার একটি ওয়েপাসইট / ফেসবুক পেইজ বা গ্রুফ / অন্যান্য ট্রাফিক সোর্স।
  4. ইংরেজি পারদর্শি। 
  5. ইন্টারনেট ব্রাউজিং করার ন্যূনতম দক্ষতা। ইত্যাদি। 

সিপিএ মার্কেটিং করে আয়: 

বর্তমান যুগে সিপিএ মার্কেটিং (CPA Marketing) হলো অনলাইন বা ইন্টারনেট থেকে আয় করার সেরা একটি উপায়। যেহেতু সিপিএ হলো- Sell, ‍Survey Complete, Click or Form Submit (Contact Request, Newsletter Signup, Registration ইত্যাদি নিয়ে কাজ। 

আপনি এটি বিশ্বাস করবেন না তবে সিপিএ মার্কেটিং, গুগল অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চেয়ে অনেক ভাল। কারণ বিজ্ঞাপনদাতাদের এতে কেবলমাত্র ব্যবহারকারী ক্রিয়াতে অর্থ প্রদান করতে হবে।

এজন্য বিজ্ঞাপনদাতারা বেশি মূল্য দেন। এটি, এটি CPM- এ কাজ করে, যখন অ্যাডসেন্স CPC তে কাজ করে যা খুব কম টাকা প্রদান করে। 

সিপিএ মার্কেটিং করে আপনারা প্রতিটি লিড কনভার্শন- এ 0.10$ বা 10$ আয় করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে প্রতিটি লিড কনভার্শন এ ৫০ ডলারের উপরেও আয় করতে পারেন। 

এখন আসুন CPA Marketing কিভাবে করবেন -

সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়

সিপিএ মার্কেটিং করাতে কি কি লাগবে তা উপরে বলা হয়েছে। সিপিএ মার্কেটিং করার জন্য ভালো কোন থ্রাষ্টেড CPA Network নির্বাচন করতে হবে। অনেক CPA Network কম্পানি রয়েছে যেগুলো প্রতারণা করে। সিপিএ মার্কেটিং করার আগে অবশ্যই কোন ভালো এবং লিজিট কোন সিপিএ নেটওয়ার্ক নির্বাচন করুন। 

নিচে কিছু CPA Network এর নাম দেওয়া হলো: 
  • cpalead.com
  • cpagrop.com
  • peerfly.com
  • Dr. Cash
বর্তমানে বাংলাদেশের জন্য সেরা কিছু সিপিএ নেটওয়ার্ক হলো - cpagrip.com, ogads.com, cpafull.com, adverten.com।

উপরের সিপিএ এড নেওয়াওর্ক গুলো দিয়ে আপনি ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন। আপনার ব্লগ সাইট বা এপ্লিকেশন থাকে, যদি সেখানে ভালো পরিমান ট্রাফিক আসে তাহলে সহজেই সিপিএ মার্কেটিং করে আয় করতে পারবেন। যদি কোন ভিজিটর আপনার ব্লগ সাইট থেকে ক্লিক করে কাজটি কম্পিট করে তাহলে আপনি টাকা পাবেন। 

আমি আগেই বলেছি, মোবাইল দিয়েও সিপিএ মার্কেটিং করা সম্ভব। প্লে-স্টোরে বিভিন্ন এপ রয়েছে যেগুলো থেকে আপনার সিপিএ অফার প্রমোট করতে পারবেন।

সিপিএ মার্কেটিং কৌশলঃ

আমরা এখানে আপনার সাথে সিপিএ মার্কেটিং করার কৌশল শেয়ার করেছি। আপনি শুরুতে সেগুলো অনুসরণ করে সিপিএ মার্কেটিং করে অর্থ উপার্জন করতে পারেন।

সিপিএ অফার প্রচার করার জন্য, আপনার একটি সঠিক ট্র্যাফিক কৌশল থাকতে হবে। আপনার যদি ইতিমধ্যেই একটি ব্লগ বা সোশ্যাল মিডিয়া পেজ থাকে, আপনি সেখানে CPA অফার প্রচার করে কমিশন উপার্জন করতে পারেন। অথবা আপনি পেইড PPC মার্কেটিং এর মাধ্যমে CPA অফার প্রচার করতে পারেন।

সিপিএ অফার প্রচারের জন্য কিছু সেরা CPA traffic source নিচে দেওয়া হল -
  • SEO: আপনি সার্চ ইঞ্জিন ওপটিমাইজেশন করে করে আপনার ওয়েবপেজগুলিকে একটি কীওয়ার্ডে স্থান করে ট্রাফিক আনতে পারেন।
  • PPC মার্কেটিং: এটি একটি পেইড মার্কেটিং যেখানে আপনি লক্ষ্য দর্শকদের কাছে সিপিএ অফার পৌঁছাতে পারেন। পিপিসি মার্কেটিংয়ে সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন দেখা যায়।
  • Social Media: আপনি যে কোন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি প্রফেশনাল পেজ তৈরি করতে পারেন এবং সেখানে আপনার ফলোয়ার বাড়িয়ে সিপিএ অফার প্রচার করতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের মাধ্যমে সিপিএ অফারও প্রচার করতে পারেন।

আশা করি, CPA Marketing কি এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয় পোষ্টটি পড়ে সিপিএ মার্কেটিং সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। ইউটিউবে অনেক ফ্রি ভিডিও রয়েছে যেগুলো দেখে সিপিএ মার্কেটিং এ একজন ভালো এক্সপার্ট হতে পারেন। নিচে একটি ফ্রি সিপিএ মার্কেটিং কোর্স পিডিএফ বই শেয়ার করেছি। যেটি পড়ে আরও ভালো ধারনা অর্জন করতে পারবেন।

সিপিএ মার্কেটিং কোর্স পিডিএফ বই - ডাউনলোড করুন

সিপিএ মার্কেটিং নিয়ে যদি অপনার কোন প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট অপশনে কমেন্ট করে আমাদের জানন।
Name

21 February,1,airtel new sim,1,Ajker Rashifal,1,Android Tips,7,Bangla caption,27,Bangla Jokes,2,Bangla quotes,83,Bangla SMS,57,Bangla Status,6,Banglalink sim offer,4,beauty tips,1,bkash,4,blogger 2020,2,blogging,8,blogspot,7,boka bananor sms,1,Bondho sim offer,3,Bongobondhu chobi,1,computer,3,coronavirus,3,Dakhil result,2,dhadha,2,digital marketing,2,E-services,2,Education,30,Eid SMS,20,email marking,1,English Article,5,entertainment,1,Gp internet offer,4,GP sim offer,6,graphic design,4,health tips,8,hsc result,9,Islamic,30,Islamic names,10,Islamic SMS,5,JSC,1,JSC board challenge result,1,JSC rescrutiny process,1,JSC result,2,koster SMS,11,lifestyle,27,Love SMS,9,make money online,10,mehndi design,3,Mobile Banking,2,movement pass,1,Nagad,2,Picture,46,PSC result,1,result,28,romantic picture,3,routine,5,Script,7,SEO,2,Sim offer,20,Social media,14,software,1,SSC,11,SSC result,7,SSC result 2020,4,SSC routine 2020,1,SSC Suggestion,4,Suggestion,3,Suvo jonmodin SMS,4,technology,13,valentine,3,vuter golpo,1,windows 10,2,youtube downloader,2,
ltr
item
AjkerFact - BD result, Bangla SMS, SIM offer and Health tips: CPA Marketing কি এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়
CPA Marketing কি এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়
CPA Marketing কি এবং সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়, সিপিএ মার্কেটিং করে আয় জেনে নিন বিস্তারিত।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJOI2JT0rTxwTXU-Y8xNXJ9GtmeJ3CECcxNu3aCfHSLYYRahblN-iIRaYuAGXKncyfxgTe2AdIT0wxZ1AOf1iMgA-I9XG65wmCP6ODRb6WImKoZF3BIZ9BJipscqBZ2FQ3JvQWlkzhjbin/w640-h322/cpa-markting.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJOI2JT0rTxwTXU-Y8xNXJ9GtmeJ3CECcxNu3aCfHSLYYRahblN-iIRaYuAGXKncyfxgTe2AdIT0wxZ1AOf1iMgA-I9XG65wmCP6ODRb6WImKoZF3BIZ9BJipscqBZ2FQ3JvQWlkzhjbin/s72-w640-c-h322/cpa-markting.jpg
AjkerFact - BD result, Bangla SMS, SIM offer and Health tips
https://www.ajkerfact.com/2021/03/cpa-marketing.html
https://www.ajkerfact.com/
https://www.ajkerfact.com/
https://www.ajkerfact.com/2021/03/cpa-marketing.html
true
894244828904692107
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content