দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস ও মেসেজ

দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস ও মেসেজ পোস্টে আপনাদের স্বাগতম। আপনি কি ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস খুঁজছেন, যেগুলো দুই লাইনের? আজকের পোস্টে আমরা কিছু ২ লাইনের Romantic Status Bangla প্রকাশ করবো।

দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস ও মেসেজ

ভালোবাসা হলো একটি চিরন্তর মানব অনুভূতি। ভালোবাসা দিয়ে লাইলি-মজনু, রোমিও-জুলিয়েট, শিরি-ফরহাদ তৈরি করেছেন কালজয়ী গল্প। ভালোবাসা চিরন্তর হলেও পৃথিবী জুড়ে ভালোবাসাকে বিভিন্নভাবে প্রকাশ করা হয়। আর অনেকের কাছে ভালোবাসা প্রকাশের সবচেয়ে পছন্দের উপায় হলো দুই লাইনের স্ট্যাটাস। আর রোমান্টিক স্ট্যাটাস ও রোমান্টিক মেসেজ দিয়ে প্রেমিকাকে খুশি অভিনব উপায় খুবই কার্যকর।

দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস

স্পর্শে নয় অনুভবেও, ভালোবাসা যায়।
হোক না সেটা দূরত্ব তাতে কি আসে যায়।

তুমি কাছে থাকো আর না থাকো,,,,,,!
তোমার  প্রতি ভালোবাসা সবসময় থেকে যাবে।

I,m addicted to my favorite parson...
আমি আমার প্রিয় মানুষের প্রতি আসক্ত।

সবাই তো খুশি চাই আর,,,
আমি প্রতিটা খুশিতে শুধু তোমাকে চাই প্রিয়

রেখে দাও না আমাকে তোমার করে 
আমি থাকতে চাই সারাজীবন তোমার পুরোটা শহর জুড়ে।

সবাই তো খুশি চাই,
আর আমি তো - প্রতিটা খুশিতে তোমাকেই চাই।

ভালোবাসা থাকলে.......!!️
শতবার বিচ্ছেদের পরেও এক হওয়া যায়..!

আমি.....
তোমার শূন্য থেকে শেষ অব্দি থাকতে চাই প্রিয়।️

দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস
দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস

আমি সত্যি খুব ভাগ্যবান যে..!!
তোমার মতো একজনকে পেয়েছি

সাব ধানে থেকো প্রিয়, নিজের খেয়াল রেখো ️‍️‍
তুমি আমার অনেক সখের একটা মানুষ

মাঝে মাঝে হয়তো তোমাকে একটু বেশি রাগ দেখায়,
তবে বিশ্বাস করো, তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালবাসি।

🌼খুব বেশি নয়,,,,, আমি অল্পতে'ই অনেক খুশি💚🌻
🙂আর প্রকৃত ভাবে আমি আপনাকে অনেক ভালোবাসি🌺🥀🌹

আরও পড়ুন - ফেসবুক স্ট্যাটাস

রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন - দুই লাইনের

🌺 যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন শক্ত করে ধরে রাখুন...!
কারণ প্রিয় মানুষের শূন্যতা অনেক কাঁদায়। 😅

🌺 I Wish,,,,, 
কেউ এসে বলবে, তুমি শুধু আমার, আমি শুধু তোমাকে চাই।

🌺 হাত ধরাটা বড় নয়! বড় হলো সারা জীবন হাত ধরে রাখা! 
এমন কাওকে পেলেই জীবন সুন্দর আলহামদুলিল্লাহ ।🥀

🤗তোমাকে ঠিক ততটাই ভালোবাসি
যতটা ভালোবাসলে,,, এক জীবনে আর নতুন করে কাউকে ভালোবাসার আগ্রহ জন্মাবে না। 😘

🌺 একান্ত নিজের একটা মানুষ থাকলে
আর কিছু লাগে নাহ।

🦋প্রিয়ღ তুমি হয়তো জানো না🙂
তোমার মায়াতে আমি কতটা আসক্ত। 🌺🖤

🌺 যে থাকার সে শত কুৎসিত হলেও পাশে থাকবে! কারন
শখের জিনিস ক্ষুদ্র হলেও 🎊মায়া বেশি। 🤗🦋

🌺 FEEL THIS LINE:
মন থেকে ভালোবেসে দেখো,,,,,😻শুধুমাত্র তোমার প্রিয় মানুষটি ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না 😘

🦋 ভালোবাসা কখনো গায়ের রং দিয়ে হয় না,,,,,❤️
🥀ভালোবাসতে হলে সুন্দর একটি মনের দরকার হয় ।🌺🖤

🦋তুমি আমার সেই প্রিয় 🍂
যাকে দেখলে ღ আমার মুখে হাসি ফুটে ।🌺🥀

দুই লাইনের রোমান্টিক মেসেজ

চোখ থেকে আড়াল করা যায়, কিন্তু মন থেকে নয়, মন যে আমার সারক্ষণ তোমার কথা কয়, মনকে যদি প্রশ্ন করো তোমার প্রিয়| কে? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে !! !

পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো আমি তোমায়..... আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায় । বড় বেশী ভালবাসি তোমায় !

শীতের চাদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত ২টো দাও বাড়িয়ে, শিশিরের ঠান্ডা স্পর্শে যদি, হয় শিহরিত মন। বুঝেনিও আমি পাশে আছি সারাক্ষণ।

প্রেমের সম্পর্ক সর্বদা অনুভূতিতে বিরাজমান,
সেই সম্পর্কের কোনো নাম থাক বা না থাক।

জীবনে প্রতিটি সম্পর্ক
তালা এবং চাবির মতো হওয়া উচিত, একে অপরের পরিপূরক।

আরও দেখুন - রোমান্টিক মেসেজ, এমএসএস ও বার্তা

ভালোবাসাটা দামি হয় না,
দামি হয় ভালোবাসার মানুষটি।

ছোট্ট ঘরেও সুখ থাকে,
যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে।

কারও অবহেলায় মরার চেয়ে,
কারও ভালোবাসায় বেঁচে থাকা অনেক ভালো।

তাকেই ভালোবাসো,
যে তোমার দুর্বলতার জায়গা গুলো জেনেও কখনও আঘাত করে না।

কারোর সঙ্গ তুমি যদি জীবনভর চাও,
তাহলে কোন দিওই প্রকাশ করোনা তুমি তাকে কতটা চাও।

দুই লাইনের রোমান্টিক কবিতা ছন্দ

ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমুর দিব্যি , শুধু তোমাকেই চাই!

তুমি স্বপ্নের পরী, আমি স্বপ্নের রাজা, 
একসঙ্গে রচনা করি জীবনের রূপকথার গল্প।

তুমারে যেন ভালোবাসিয়াছি, শত রুপে শত বার
জনমে জনমে যুগে যুগে অনিবার।

যে চোখ সৌন্দর্যের উপর দৃষ্টিপাত হয় প্রতিনিয়ত,
সে চোখে ভালোবাসা নয় উপভোগ থাকে অবিরত।

কিছু অভিমান বন্দী করেছি ছোট নীল খামে,
সময় হলেই পাঠিয়ে দিবো তোর ডাক নামে।

আমি পুড়ে যাই মরে যাই, তোমার হাসির শূন্যতায়।
আমি ভেসে যাই হেসে যাই, তোমার স্বপ্নের পূর্ণতায়।

তুমি আমার দূরে থাকা, ভীষণ কাছের কেউ। 
যাকে পাওয়ার আকাঙ্কা ভীষণ, কিন্তু তাতে বাঁ'ধা ৭ সাগারের ঢেউ!

প্রহর শেষে আলোয় রাঙা  সেদিন চৈএমাস ।।
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ 😶

তুমি হলে আমার ১ম সকাল,,,,, একাকী বিকেল, ,,,,, ক্লান্ত দুপুর বেলা।
তুমি আমার সারাটা দিন, তুমি আমার সারা বেলা❤️❤️

তুমি ছন্দ হয়ে থেকে যেও, আমার কবিতা জুড়ে...
আমি খুঁজে নেবো তোমায় শত কাব্যের ভীড়ে...!

সম্পর্কিত নিবন্ধ - ভালোবাসার ছন্দ । ভালোবাসার এস এম এস

আশা করি, দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস ও মেসেজ গুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা এখান থেকে কপি করে সরাসরি আপনার প্রিয়জনের কাছে মেসেজ পাঠাতে পারেন।

Previous Post Next Post