ইসলামিক কুইজ প্রশ্নোত্তর

কুইজ হলো সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক পরীক্ষা। ইসলামিক প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ইসলামিক কুইজ বলে। এই নিবন্ধটি ইসলামিক কুইজ প্রশ্নোত্তর নিয়ে সাজানো হয়েছে।

ইসলামিক কুইজ প্রশ্নোত্তর
ইসলামিক কুইজ প্রশ্নোত্তর

কুইজের প্রশ্ন জিজ্ঞাসা করা ও উত্তর দেওয়া হলো জ্ঞানীয় ক্ষমতা। কুইজের প্রশ্নগুলি ইসলামকে ভালোভাবে শিখতে ও জানতে সাহায্য করতে পারে। ইসলামিক কুইজে সাধারণত ইসলামিক প্রশ্ন করা হয়। তাই কুইজে অংশগ্রহন করার আগে ইসলামিক জ্ঞান আহরন করা অত্যন্ত জরুরী।

আপনি যদি ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এখানে দেওয়া Islamic Quiz Bangla প্রশ্নগুলো চর্চা করতে পারেন।

ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর প্রতিযোগিতা

এখানে আমরা ৫০ টি ইসলামিক কুইজ প্রশ্নোত্তর প্রকাশ করেছি।

ইসলামিক কুইজ প্রশ্নোত্তর পর্ব ১

প্রশ্ন ১ঃ ইসলাম শব্দের অর্থ কি?
উত্তরঃ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ।

প্রশ্ন ২ঃ পবিত্র কোরআন শরীফে কতটি সূরা রয়েছে?
উত্তরঃ ১১৪ টি সূরা রয়েছে।

প্রশ্ন ৩ঃ হাদীস কত প্রকার ও কি কি?
উত্তরঃ হাদীস ২প্রকার। যথাঃ মাকবূল (গ্রহণযোগ্য) হাদীস ও (মারদূদ) অগ্রণযোগ্য হাদীস।

প্রশ্ন ৪ঃ মানুষ মৃত্যুবরণ করার পর, কবরে কয়টি প্রশ্ন করা হবে? সেগুলো কি কি?
উত্তরঃ কবরে প্রথম ৩টি প্রশ্ন করা হবে। যথাঃ

  • তোমার রব কে?
  • তোমার নবী কে?
  • তোমার দ্বীন কি?

প্রশ্ন ৫ঃ শির্ক কত প্রকার ও কি কি?
উত্তরঃ শির্ক ২ প্রকার। যথাঃ বড় শির্ক ও ছোট শির্ক।

প্রশ্ন ৬ঃ নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কি?
উত্তরঃ পবিত্রতা।

প্রশ্ন ৭ঃ ওজুর ফরয কয়টি ও কি কি?
উত্তরঃ ওযুতে মোট চারটি ফরজ বা অবশ্য করণীয় কাজ রয়েছে।

  • সমস্ত মুখ ভালভাবে ধৌত করা।
  • দুই হাতের কনুইসহ ভালভাবে ধৌত করা।
  • মাথার চার ভাগের এক ভাগ মাসেহ্ করা।
  • দুই পায়ের টাকনুসহ ধৌত করা।

প্রশ্ন ৮ঃ কোন আজানের পরে নামাজ আদায় করা হয় না?
উত্তরঃ সন্তানের জন্মের পর যে আজান দেওয়া হয়।

প্রশ্ন ৯ঃ কোন নামাজের মাঝে সেজদা নেই?
উত্তরঃ জানাযার নামাজে।

প্রশ্ন ১০ঃ জিন জাতি কিসের তৈরী?
উত্তরঃ আগুনের তৈরী।

ইসলামিক কুইজ প্রশ্নোত্তর পর্ব ২

প্রশ্ন ১১ঃ ইবাদতে “রিয়া” বলতে কী বুঝায়?
উত্তরঃ মানুষকে দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করলে।

প্রশ্ন ১২ঃ মানুষ কার বান্দাহ্?
উত্তরঃ মানুষ মহান আল্লাহ তায়ালার বান্দা।

প্রশ্ন ১৩ঃ আল্লাহ তায়ালার শেষ্ঠ সৃষ্টি কি?
উত্তরঃ মানুষ।

প্রশ্ন ১৪ঃ মহান আল্লাহ তা’য়ালা আকাশ ও পৃথিবী মধ্যস্থ যাবতীয় বন্তু কতদিনে সৃষ্টি করেছেন?
উত্তরঃ ৬ দিনে। ( এখানে ৬ দিন বলতে সময়ের ৬টি স্তরকে বুঝানো হয়েছে)

প্রশ্ন ১৫ঃ আল্লাহ শব্দটি কোরআন শরীফে কতবার উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ৩৬০ বার উল্লেখ করা হয়েছে। (সহীহ মত অনুযায়ী )

প্রশ্ন ১৬ঃ জুমার নামাজে ফরজ সালাত কত রাকাত?
উত্তরঃ দু’রাকাত।

প্রশ্ন ১৭ঃ নামাজ ভঙ্গের কারণ গুলো কি কি?
উত্তরঃ নামাজ ভঙ্গের কারণগুলো হলো -

  • নামাযে অশুদ্ধ পড়া।
  • দেখে দেখে কুরআন শরীফ তিলাওয়াত করা।
  • পানাহার করা।
  • সালাম দেওয়া।
  • সালামের উত্তর দেওয়া।
  • কোন শব্দ করা।
  • বিনা প্রয়োজনে কাশি দেওয়া।
  • হাচির উত্তর দেওয়া।
  • ইন্নালিল্লাহ পড়া।
  • আলহামদুলিল্লাহ বলা।
  • কেবলা দিক হতে সীনা ঘুরে যাওয়া
  • নাপাক স্থানে সেজদা করা।
  • পার্থিব জিনিস প্রার্থনা করা।
  • আমলে কাসীর করা।
  • দুগ্ধ পান ও চুম্বন করা।
  • নামাযের কোন ফরজ বাদ পড়া।
  • নামাযের কোন ওয়াজিব ছেড়ে দেওয়া।
  • হাঁটাহাঁটি করা।
  • নামাযের মধ্যে কথা বলা।
  • অচেতন হয়ে পড়লে।
  • ইচ্ছা পূর্বক কাশি দিলে।
  • কোন লেখা মুখে উচ্চরণ করে পড়লে।
  • অট্রহাসি দিলে।
  • অন্যদিকে ঘুরে দাড়ালে।
  • দুঃখের জন্য ক্রন্দন করলে।

প্রশ্ন ১৮ঃ কালেমা “লাইলাহা ইল্লাল্লাহু’ এর অর্থ কি?
উত্তরঃ আল্লাহ্‌ ছাড়া সত্য কোন মা’বূদ নেই।

প্রশ্ন ২০ঃ নবীজী কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন?
উত্তরঃ ২৭টি।

ইসলামিক কুইজ প্রশ্নোত্তর - পর্ব ৩

প্রশ্ন ২১ঃ সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন?
উত্তরঃ আবু বকর (রাঃ)।

প্রশ্ন ২২ঃ পবিত্র কুরআনে কতবার ‘দুনিয়া’ শব্দটি এসেছে?
উত্তরঃ ১১৫ বার।

প্রশ্ন ২৩ঃ ফরজ ইবাদতের মধ্যে সর্ব প্রথম ফরজ কি?
উত্তরঃ সালাত (নামায)।

প্রশ্ন ২৪ঃ কোন কোন সময়ে নামায আদায় করা নিষেধ?
উত্তরঃ তিন সময়ে নামায আদায় করা নিষেধ। যথাঃ

  1. সূর্যোদয়ের সময়।
  2. দ্বিপ্রহর। (মাথার উপর সোজা সূর্য থাকার সময়)
  3. সূর্যাস্তের সময়।

প্রশ্ন ২৫ঃ পবিত্র কুরআনের প্রথম সূরা কোনটি?
উত্তরঃ সূরা ফাতেহা।

প্রশ্ন ২৬ঃ প্রশ্নঃ সবচেয়ে দীর্ঘ সূরা কোনটি?
উত্তরঃ সূরা আল-বাকারা।

প্রশ্ন ২৭ঃ সবচেয়ে ছোট সূরা কোনটি?
উত্তরঃ সুরা আল-কাওসার।

প্রশ্ন ২৮ঃ কোন সূরার আগে বিসমিল্লাহ রাহমানির রাহীম নেই?
উত্তরঃ সূরা-আত তাওবা।

প্রশ্ন ২৯ঃ পবিত্র কুরআনে কতটি আয়াত আছে?
উত্তরঃ ৬২৩৬টি।

প্রশ্ন ৩০ঃ কোন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না?
উত্তরঃ যার স্ত্রী বেপর্দায় চলে।

ইসলামিক কুইজের প্রশ্ন ও উত্তর - পর্ব ৪

প্রশ্ন ৩১ঃ হালাল কাজের মধ্যে সর্ব নিকৃষ্ট কাজ কি কি?
উত্তরঃ স্ত্রী তালাক দেওয়া ও ভিক্ষা করা।

প্রশ্ন ৩২ঃ কোন তিনটিও লোক জান্নাতে যাবে না?
উত্তরঃ জুলুমকারী, জুলুমে সাহায্যকারী ও জুলুম সহ্যকারী।

প্রশ্ন ৩৩ঃ কেয়ামতে কোন ব্যক্তির মুখে মাংস থাকিবে না?
উত্তরঃ পবিত্র কোরআন শিখিয়া উহা দ্বারা টাকা আয় করিলে।

প্রশ্ন ৩৪ঃ কোন গুনাহ আল্লাহ মাফ করিবেন না?
উত্তরঃ শিরিক করিলে।

প্রশ্ন ৩৫ঃ কোন ব্যক্তি সারা জীবন রোজা রাখিয়াছেন?
উত্তরঃ হযরত নুহ (আঃ) ।

প্রশ্ন ৩৬ঃ কোন ব্যক্তি নিদ্রাকালে সাপে বাতাস করিত?
উত্তরঃ হযরত মালেক বিন দিনার (রাঃ) ।

প্রশ্ন ৩৭ঃ কোন দিকে ইচ্ছাকৃত তাকাইলে ৭০ হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে?
উত্তরঃ বেগানা স্ত্রী লোকের দিকে তাকালে।

প্রশ্ন ৩৮ঃ কোন ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হবে না?
উত্তরঃ গীবত কারীর।

প্রশ্ন ৩৯ঃ সবচেয়ে নিকৃষ্ট চোর কে?
উত্তরঃ নামাজের মধ্যে যে চুরি করে।

প্রশ্ন ৪০ঃ পৃথিবীর কোথায় ১টি বেহেস্তী বাগান আছে?
উত্তরঃ মসজিদে নববীর নিকট কওমী শরীফে।

ইসলামিক কুইজ প্রতিযোগিতা - পর্ব ৪

প্রশ্ন ৪১ঃ কে নিজের জান নিজেই কবজ করিবে?
উত্তরঃ হযরত আজরাঈল (আঃ)।

প্রশ্ন ৪২ঃ আল্লাহ তাআলা বান্দার কোন পাপটি ক্ষমা করিবে না?
উত্তরঃ অহংকার জনিত পাপ।

প্রশ্ন ৪৩ঃ কোন ব্যক্তির সাথে খানা খেলে ৭০ বছরের ইবাদত নষ্ট হইয়া যায়?
উত্তরঃ বেনামাজীর সাথে।

প্রশ্ন ৪৪ঃ কোন ব্যক্তি পানির উপর জায়নামাজ বিছাইয়া নামাজ পড়িতেন?
উত্তরঃ হাসান বসরী (রাঃ)।

প্রশ্ন ৪৫ঃ কোন নারী মা আছিয়ার সঙ্গে জান্নাতে যাবে?
উত্তরঃ যে নারী স্বামীকে দ্বীনের উপর চলার তাগিদ দেয়।

প্রশ্ন ৪৬ঃ কোন মহিলার ঘরে আল্লাহর নূরে আলোকিত হইত?
উত্তরঃ হযরত রাবেয়া বসরী।

প্রশ্ন ৪৭ঃ কি কারণে ২ লক্ষ ৮৮ হাজার বছর জাহান্নামে থাকিতে হবে?
উত্তরঃ বিনা ওজরে ১ ওয়াক্ত সালাত কাজা করিলে।

প্রশ্ন ৪৮ঃ মৃত্যু কালে কোন ব্যক্তির মুখে কালেমা আসে না?
উত্তরঃ যে ব্যক্তি পিতা-মাতাকে কষ্ট দিয়েছে।

প্রশ্ন ৪৯ঃ কোন মহিলার গায়ের চামড়া তুলে লবণ দেওয়ার পরও আল্লাহকে ভুলেন নাই?
উত্তরঃ ফেরাউনের স্ত্রী আছিয়া (আঃ)।

প্রশ্ন ৫০ঃ কোন রমণীর গলায় কিয়ামতের দিন রশি লাগাইয়া ঝুলাইবে?
উত্তরঃ যে রমণী স্বামীর হুকুম ব্যতিত অন্যের সন্তানকে দুধ খাওয়াইবে।

আরও কিছু সম্পর্কিত নিবন্ধ - ইসলামিক স্ট্যাটাস

আশা করি, ইসলামিক প্রশ্ন ও উত্তর কুইজ গুলো আপনাদের ভালো লাগবে। ইসলামিক কুইজ প্রশ্নোত্তর গুলো শুধু প্রতিযোগিতার ক্ষেত্রে নয়, এগুলো আপনাকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখাবে।

Previous Post Next Post