মেহেদি ডিজাইনঃ সাম্প্রতিক বছরগুলোতে Mehndi Design খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিয়ে থেকে শুরু করে ঈদ এবং পূজায় মেয়েরা মেহেদির ডিজাইন করে হাত-পা সাজিয়ে থাকে। আপনি যদি নতুন মেহেদি ডিজাইন পেতে চান তাহলে, মেহেদী ডিজাইন ৩৫+ মেহেদির ডিজাইন ছবি নিবন্ধটি আপনার জন্য।
মেহেন্দি, বাংলাদেশে মেহেদি ডিজাইন নামে পরিচিত। ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই ২টি ঈদ উৎসবে মানুষ মেহেদি দিয়ে তাদের হাত রাঙ্গাতে মেতে ওঠে। তাছাড়াও বিয়ের সাজ সাজতে মেহেদি ডিজাইন প্রয়োগ করা হয়। তাই, আমরা কিছু মেহেদী ডিজাইন ছবি প্রকাশ করেছি। যেগুলো দেখে দেখে আপনিও মেহেদি প্রয়োগ করতে পারবেন।
আজকের এই নিবন্ধটি সাজানো হয়েছে কিছু মেহেদি ডিজাইনের ছবি “মেহেদি পিক” নিয়ে।
মেহেদী ডিজাইন মেহেদি
বিভিন্ন উৎসবে সাজগোজের জন্য মেহেদি একটি আবশ্যকীয় অনুষঙ্গে পরিনত হয়েছে, যা সাধারণত হাত-পা সজ্জিত করতে প্রয়োগ করা হয়। মেহেদী ডিজাইন বা মেহেদির বিভিন্ন ধরনের নকশা রয়েছে। তবে বেশিরভাগ মানুষ গর্জিয়াস ডিজাইন পছন্দ করে। আবার অনেকেই মেহেদি প্রয়োগ করতে সহজ ও সিম্পল ডিজাইন খুজে থাকে। তাই আমরা, সকলের কথা চিন্তা করে সব ধরনের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি।
|
Mehndi Design |
|
মেহেদি ডিজাইন |
|
মেহেদির ডিজাইন |
|
মেহেদী ডিজাইন |
|
মেহেদীর ডিজাইন |
নতুন মেহেদি ডিজাইন
যুগ যুগ ধরে মানুষ সবকিছুতেই নতুন কিছু খুজে, আরও বেটার কিছু পেতে চায়। এমনকি, মেহেদী দিয়ে ডিজাইন করার ক্ষেত্রেও মেহেদির নতুন ডিজাইন খুজে। তাই এখানে আমরা কিছু নতুন ডিজাইন প্রকাশ করেছি।
|
নতুন মেহেদি ডিজাইন |
|
নতুন মেহেদী ডিজাইন ছবি |
|
মেহেদির নতুন ডিজাইন |
গর্জিয়াস মেহেদি ডিজাইন
ইংরেজি শব্দ গর্জিয়াস, যার অর্থ আড়ম্বরপূর্ণ; চমৎকার; জমকালো। প্রতেকেই নিজেকে আকর্ষনীয় করতে চায়। তাই, এখানে আমরা মেহেদির গর্জিয়াস ডিজাইন গুলো শেয়ার করেছি।
|
গর্জিয়াস মেহেদি ডিজাইন |
|
গর্জিয়াস মেহেদী ডিজাইন |
|
সুন্দর মেহেদি ডিজাইন গর্জিয়াস |
সহজ মেহেদি। সিম্পল মেহেদি ডিজাইন । নরমাল মেহেদী ডিজাইন
আপনার কাছে যদি Mehndi Design কঠিন মনে হয় তাহলে এখানে দেওয়া ছবিগুলো দেখুন। অনেকেই মেহেদি দিতে জানেনা। যারা জটিল মেহেদি ডিজাইনে অভিজ্ঞ নয় তাদের জন্য এই নমুনাগুলো আদর্শ।
|
সহজ মেহেদি ডিজাইন |
|
সিম্পল মেহেদি ডিজাইন |
|
নরমাল মেহেদী লাভ ডিজাইন |
|
হালকা মেহেদি ডিজাইন ছবি |
ঈদ ও বিয়ের মেহেদি ডিজাইন
ঈদুল ফিতর ও
ঈদুল আজহা এই দুটি ঈদের মেহেদি ডিজাইন। বাংলাদেশে সাধারণত ঈদ বা বিয়েতে মেহেদির প্রয়োগ বেশি দেখা যায়।
|
ঈদের মেহেদি ডিজাইন |
|
ঈদের নতুন মেহেদি ডিজাইন |
|
ঈদ মেহেদী ডিজাইন |
অনুষঙ্গী নিবন্ধ -
ঈদ মোবারক পিকচার |
বিয়ের মেহেদি ডিজাইন |
|
বিয়ের মেহেদী ডিজাইন ছবি |
|
পায়ের মেহেদি ডিজাইন বিয়ের |
নমুনা দেখে দেখে মেহেদি ডিজাইন করার জন্য আমরা বেশ কিছু ছবির তালিকা প্রকাশ করেছি। যেগুলো মেয়ে বা ছেলে উভয়ই প্রয়োগ করতে পারবে। ছোট বাচ্চাদের মেহেন্দি প্রয়োগের ক্ষেত্রে সহজ ডিজাইনগুলো নির্বাচন করতে পারেন।
মেহেদি ডিজাইন করার নিয়মঃ
নিচে ধাপে ধাপে মেহেদি ডিজাইন করার নিয়ম বলা হয়েছেঃ
- আপনার শরীরের যে স্থানে মেহেদি লাগাতে চান সে জায়গাটি ভালোকরে পরিষ্কার করে নিন।
- এবার সঠিক ডিজাইনের নমুনা নির্বাচন করুন। উপরে আমারা যে নমুনাগুলো দিয়েছি সেগুলো থেকে আপনার পছন্দ মতো একটি নমুনা নির্বাচন করতে পারেন।
- কলম দিয়ে আপনার পছন্দের নমুনাটি দেখে দেখে আউটলাইনগুলো আঙ্কঁন করে নিন, এতে আপনার ডিজাইন নিখুত হবে।
- তারপর আপনি মেহেদি প্রয়োগ করুন। মেহেদির রঙ দীর্ঘস্থায়ী করতে লেবুর রস ও চিনি লাগাতে পারেন।
- মেহেদি লাগানো হয়ে গেলে শুকাতে দিন, সাধারণত ১-৬ ঘণ্টা সময় লাগে। মেহেদি শক্ত হয়ে গেলে ঘষে তুলে ফেলুন।
সম্পর্কিত নিবন্ধ - হাতের কাজের জামার ডিজাইন ছবি
প্রশ্ন ১ঃ কোন মেহেদি সবচেয়ে ভালো?
উত্তরঃ বাজারে সাধারণত যেসব মেহেদি পাওয়া যায় সেগুলোর মাঝে কোন মেহেদি সবচেয়ে ভালো তা বলা খুবই কঠিন। এখনকার বাজারে কিছু ভালো ব্র্যান্ড এর মেহেদি হলো মমতাজ, স্মার্ট, রাঙ্গাপরি, আলমাস, এলিট গোল্ড ইত্যাদি।
প্রশ্ন ২ঃ মেহেদি পায়ে দেওয়া যায় কি?
উত্তরঃ ইসলামী শরিয়তে, মেয়েদের মেহেদি প্রয়োগের ক্ষেত্রেকোনো নিষেধাজ্ঞা নেই। সুবিখ্যাত ফতোয়াগ্রন্থ রদ্দুল মুখতারে রয়েছে, নারীদের হাতে এবং পায়ে মেহেদি লাগানো মুস্তাহাব। তবে, অনেকেই পায়ে মেহেদি দেওয়ার ব্যাপারে আপত্তি করে থাকেন। এরও কোনো দলিল বা প্রমাণ, হাদিস ও কিতাবে পাওয়া যায়নি। তবে পুরুষের ক্ষেত্রে মেহেদি ব্যবহার করা জায়েজ নেই।
প্রশ্ন ৩ঃ মেহেদী কতক্ষণ স্থায়ী হয়?
উত্তরঃ মেহেদী কতক্ষণ স্থায়ী হবে তা নির্ভর করে বিভিন্ন কারণের উপর। যেমন মেহেদি পেস্টের গুণমান, প্রয়োগের পুরুত্ব এবং আপনি কতক্ষণ সময় ত্বকে রেখেছেন। সাধারণত, মেহেন্দি ৫-৮ দিন স্থায়ী হয়, সময়ের সাথে দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায়।
প্রশ্ন ৪ঃ হাতে মেহেদী দেওয়া কি নিরাপদ?
উত্তরঃ প্রাকৃতিক মেহেদি সাধারণত বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ বলে মনে করা হয়। তবে বাজারে যে মেহেদি পাওয়া যায় সেগুলোতে ক্যামিক্যাল থাকতে পারে। অনেকেই ত্বকে মেহেদি দেওয়ার পর এলার্জির সমস্যা হয়ে থাকে।
আমরা আশা করছি, মেহেদী ডিজাইন ৩৫+ মেহেদির ডিজাইন ছবি গুলো আপনাদের পছন্দ হবে। মেহেন্দি ডিজাইন একটি নিরবধি শিল্প রূপ, যা সারা বিশ্বের মানুষকে বিমোহিত করে চলেছে। আপনার সৃজনশীলতাকে বিকশিত করতে এই নমুনাগুলো অনেক সাহায্য করবে। আরও সুন্দর সুন্দর মেহেদি দেওয়ার ডিজাইন পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।