১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা
সবাইকে মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা সবাই জানি, ১৬ ডিসেম্বর কি দিবস? ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস (bijoy dibosh)। আমাদের জাতীয় জীবনে বিজয় দিবস সবচেয়ে আনন্দ ও গৌরবের একটি দিন। প্রতি বছর বাংলাদেশে বিজয় দিবস ১৬ ডিসেম্বর দিনটি বিশেষভাবে পালিত হয়।
![]() |
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা |
প্রতিবছর ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষের জাতীয় জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। আজকের পোস্টটি সাজানো হয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, উক্তি, বিজয় দিবস নিয়ে ছন্দ, বিজয় দিবস ছবি ডাউনলোড।
১৬ ডিসেম্বর বিজয় দিবস নিয়ে শুভেচ্ছা
১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছবি ও পিকচার
![]() |
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা ছবি |
![]() |
বিজয় দিবসের শুভেচ্ছা ব্যানার |
![]() |
বিজয় দিবস এর পিক |
১৬ ডিসেম্বর বিজয় দিবসের স্ট্যাটাস । বিজয় দিবস উপলক্ষে স্ট্যাটাস
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজাপ্রাণএবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণতুল্য মাতৃভূমি, বাংলাদেশ।
আপনার পরিবারের অসম্মানে আপনার যতটা কষ্ট হবে তার চেয়ে অনেক বেশি কষ্ট এবং রাগ হবে যখন দেশের অসম্মান হবে। তাই সর্বদা দেশকে সম্মান করতে হবে এবং দেশের সম্মান রক্ষায় ব্রতী থাকতে হবে।
বিজয় মানেই স্বাধীনতা, মুক্ত পাখির ডানা নীল আকাশে উড়তে কভু থাকবে নাকো মানা,,, শুভ বিজয় দিবস।
বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে একটা লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫২ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।
বিজয় দিবস তুমি বাঙ্গালীর অহংকার.... তুমি কোটি জনতার, বিজয় নিশান স্বাধীন বাংলার স্বাক্ষর।
মহান বিজয়ের জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে,,,,, সকলকে মহাণ বিজয় দিবসের অভিনন্দন।
সব কটা জানালা খুলে দাও না,,,, আমি গাইবো, গাইবো বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা বাংলাদেশকে ভালোবেসে দিয়ে গেছে প্রান,,,,,
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা, এসএমএস, মেসেজ । বিজয় দিবস নিয়ে ছন্দ
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,,,, আমরা গর্বিত বাংলাদেশী। শুভ বিজয় দিবস।
বিজয় দিবসে মন,,,,, খুশিতে উচ্ছ্বসিত! স্বাধীন দেশের জন্মলগ্নে চঞ্চল হয় চিত্ত ! সবাইকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা।
অসংখ্য মানুষের জীবনের বলিদানের জন্যে আমাদের দেশ এই দিনটা আমাদের দেখতে পায়,,,, বিজয় দিবসে জানাই গর্বিত অভিনন্দন !
পড়ুন - সরকারি ছুটির তালিকা ক্যালেন্ডারবিজয় দিবসে এটা জানার সবথেকে ভালো সময় যে, আমরা কে এবং আমাদের অস্তিত্ব কতটা মূল্যবান। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
Tumar Majai Sopner Suro, Tumar Majai Sesh. Tobu Vhalo Laga Valobasamoy tumi, Amr Bangladesh. bijoy dibosher shuvacha
প্রশ্নবিদ্ধ বিজয়কে উত্তরে মেলাবার আজ ই তো সময়, লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রানের আস্বাদ. সবাইকে মহান বিজয় দিবস শুভেচ্ছা।
আসুন সবাই সেই সাহসী বীরদের শ্রদ্ধা জানাই, যারা আমাদের বাংলাদেশের জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছে। যারা সকল দেশবাসীর নিকট গর্বিত, যারা সমস্ত জাতিকে শক্তিশালী করে তুলেছে তাদের লক্ষ কোটি প্রণাম।
লক্ষ শহীদের জীবনের বলিদানের বিনিময়ে আমাদের দেশ এই দিনটা আজ দেখতে পেয়েছি। বিজয় দিবসে জানাই গর্বিত অভিনন্দন !
স্বাধীনতা মানে,,,,, পরাধীনতার শিকল ভাঙ্গা,,,,, স্বাধীনতা মানে,,, লাল-সবুজ সদা জয়গান। সবাইকে মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা।