আজ প্রতিটি মানুষ নিজেকে খুব ব্যস্ত মনে করে। এমন পরিস্থিতিতে কিছু মজার জোকস আপনাকে চাপমুক্ত রাখার দায়িত্ব নেয়। হ্যাঁ, আজ আমরা আপনাদের টেনশন দূর করতে প্রেমিক প্রেমিকা, স্বামী-স্ত্রী এবং ছাত্র শিক্ষকের উপর বানানো কতগুলো মজার জোকস নিয়ে এসেছি। এই ফানি জোকস পড়ার জন্য টাইম বের করে ঘণ্টার পর ঘণ্টা পেট ভরে হাসতে থাকুন।
জোকস বা কৌতুক হলো মস্তেষ্কের একটি ব্যায়াম। যখন আমরা হাসি, তখন আমাদের শরীরে দ্রুত অ্যান্টি-ভাইরাল কোষ তৈরি হতে থাকে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। হাসলে মন ও মেজাজ সতেজ থাকে। তাই আপনাকে হাসানোর জন্য আজকের এই বাংলা জোকস ও ছোট জোকস।
হাসির জোকস । রোমান্টিক হাসির জোকস । চরম হাসির জোকস
হাসির জোকস ১ঃ স্বামী স্ত্রীর কথোপকথন
স্বামীঃ (স্ত্রীকে) এই শুনছাে! আমার শার্টটা ধুয়ে রাখবে। নইলে...
স্ত্রীঃ (রেগে গিয়ে) নইলে, নইলে কী করবে?
স্বামীঃ নিজেই ধুয়ে নেব।
হাসির জোকস ২ঃ
অসুস্থ ছােট ছেলে কিছুতেই ট্যাবলেট খেতে চায় না। তাই মা বাধ্য হয়ে সিদ্ধ ডিমের ভেতরে ট্যাবলেট ঢুকিয়ে ছেলেকে খেতে দেয়। কিছুক্ষণ পর মা এসে জিজ্ঞেস করলেন :
বাবা, ডিমটা কি খেয়েছ?
হ্যা মা, খেয়েছি। তবে ডিমের বিচিটা ফেলে দিয়েছ।
হাসির জোকস ৩ঃ ছাত্র শিক্ষাকের কথোপকথন
শিক্ষকঃ বল তাে ছােটন, ঢাকা কোথায় অবস্থিত?
ছােটনঃ খাটের নিচে স্যার।
শিক্ষকঃ এসব কী বল।
ছােটনঃ বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসেন, তখন আম্মু বলেন আব্দু ঢাকা গেছেন। তখন তাে আব্বু খাটের নিচে থাকেন।
হাসির জোকস ৪ঃ স্বামী স্ত্রীর কথোপকথন
স্ত্রীঃ হ্যাগাে, আমি মারা গেলে তুমি কী করবে?
স্বামীঃ আমি পাগল হয়ে যাবাে।
স্ত্রীঃ মিথ্যা কথা। তুমি আবার বিয়ে করবে ।
স্বামীঃ পাগলে কী না করে?
হাসির জোকস ৫ঃ এক বালকের সঙ্গে এক নেতার কথােপকথন
বালক: মামা, ২০টি টাকা দেন তাে, মা চাইছেন!
নেতা: তুমি আমার কোন জন্মের ভাইগ্না হলে। আমার তো কোনাে বােনই নেই ।
বালক: কেন, আপনিই তাে সেদিন জনসভায় ভাষণের শুরুতে বলেছিলেন, প্রিয় ভাই ও বােনেরা ।
নেতা: হ্যা বলেছি, তাতে হয়েছে কী?
বালক: ওই জনসভায় আমার মা উপস্থিত ছিলেন। আর সেদিন থেকেই তাে আপনি আমার মামা হয়েছেন।
হাসির জোকস ৬ঃ এক ভীতু শােক নদীতে গােসল করতে গেছে
ভীতু লোক: ওহে জেলে ভাই, নদীতে সাপ নেই তাে?
জেলে: না ভাই, সাপ নেই।
ভীতু লোক: তাহলে তাে নিশ্চিন্তে গােসল করা যায়।
জেলে: হ্যা, করা যায় কিন্তু সাবধানে গােসল করতে হবে।
ভীতু লােক: কেন?
জেলে: কুমির আছে। এই কুমিরই তাে সব সাপ খেয়ে শেষ করেছে।
হাসির জোকস ৭ঃ দুই বন্ধুর কথােপকথন
ছোটন: বল তো নােমান, ঘড়ি আবিষ্কার না হলে কেমন হতো?
নােমান: ভারি মজা হতাে।
হােটন: (অশ্চির্য হয়ে) ভারি মজা হতাে মানে?
নােমান: কেন, যত ইচ্ছা দেরি করে স্কুলে যেতে পারতাম।
হাসির জোকস ৮ঃ
রাস্তায় এক পথচারী এক পকেটমারকে হাতেনাতে ধরে ফোলে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি লােকটার পকেটে হাত ঢুকাচ্ছিলে কেন?
পকেটমার: জি, হিমেল হাওয়ার স্পর্শে হাত ঠাণ্ডা হয়ে যাচ্ছিল। আমার প্যান্টের তাে পকেট ছিল না,
তাই হাতটা একটু গরম করার জন্য ভদ্রলােকের পকেটে ঢুকাচ্ছিলাম।
হাসির জোকস ৯ঃ
শিক্ষক ছাত্রদের মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে বােঝাচ্ছিলেন। অনেকবার বােঝানাের পর শিক্ষক বললেন, ছােটন বল তাে আম পাকলে আকাশের দিকে না উঠে মাটিতে পড়ে কেন?
ছােটন: স্যার আকাশে তাে খাওয়ার কেউ নেই, তাই!
হাসির জোকস ১০ঃ ভিক্ষুক ও বাড়িওয়ালা
ভিক্ষুক: আম্মা গাে,,,,,, দুগা ভিক্ষা দিবেন।
বাড়িওয়ালী: মাফ কর।
ভিক্ষুক: ঠিক আছে তাই করবাম । তয় ভিক্ষা কিন্তু বাড়াইয় দেয়ন লাগবো।
নতুন মজার জোকস । funny মজার জোকস । মজার মজার জোকস
মজার জোকস ১ঃ বাবা ও ছেলের মধ্যে কথােপকথন :
ছেলে: বাবা, বাবা! ভাইয়া না একটা পােকা খেয়ে ফেলেছে।
বাবা: কী বলিস? সর্বনাশ হয়ে গেছে!
ছেলে: ভয় পেয়াে না বাবা। আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে পােকা মারার বিষ খাইয়ে দিয়েছি।
মজার জোকস ২ঃ শিক্ষক ও ছাত্রের মধ্যে কথােপকথন:
শিক্ষক: রাকিব, বল তাে বাংলায় কাল কত প্রকার ও কী কী?
রাকিব : স্যার চার প্রকার।
শিক্ষক : কী কী?
রাকিব : ১) গতকাল, ২) সকাল, ৩) বিকাল ও ৪) আগামীকাল। তবে এর বাইরে আছে ক্ষণকাল ও মহাকাল।
মজার জোকস ৩ঃ ছেলে ও মায়ের মধ্যে কথা হচ্ছে:
ছেলে: মা, মা, ভাইয়া না একটা পোকা খেয়ে ফেলেছে।
মা: কি বলিশ, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে।
ছেলে: ভয় পেয়ানা মা, আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি।
মজার জোকস ৪ঃ
দু বন্ধু পরীক্ষা শেষে রুম থেকে বের হয়ে বাড়ি ফিরছে। পথে একজন আর একজনকে জিজ্ঞেস করছে - কিরে, পরীক্ষা কেমন হয়েছে?
দ্বিতীয় বন্ধু : কোনাে প্রশ্নই কমন পড়ে নি। তাই সাদা খাতা জমা দিয়ে এসেছি।
প্রথম বন্ধু: সর্বনাশ করেছিস। আমিও তো সাদা খাতা জমা দিয়েছি। স্যার তো মনে করবেন, আমি তোরটা নকল করেছি।
মজার জোকস ৫ঃ
তিন পাগল বসে একসঙ্গে গল্প করছে ।
প্রথম পাগল: পুরাে এশিয়া মহাদেশ আমার।
দ্বিতীয় পাগল: পুরাে পৃথিবীটাই আমার ।
তৃতীয় পাগল: সবকিছু তােদের বলছিস। আমি কি তােদের কাছে এগুলো বিক্রি করেছি?
মজার জোকস ৬ঃ স্ত্রী ও স্বামীর মধ্যে কথােপকথন
স্ত্রী: ওগো জানাে, আজ একটি বিশেষ দিন?
স্বামী: কিসের বিশেষ দিন?
স্ত্রী: আজ আমাদের ১০ম বিবাহবার্ষিকী। তাই তুমি আজ ১০টা মুরগি এনাে, জমিয়ে পার্টি দেব।
স্বামী: Sorry, ১০ বছর আগে করা আমার ১টা ভুলের জন্য এত টাকা খরচ করতে পারবনা?
মজার জোকস ৭ঃ
শিক্ষক: বল তাে সার্ক (SHARC) কী?
ছাত্র: সার্ক (SHARK) একটা হাঙ্গর।
শিক্ষক: কি কস ভূলবাল। পারলে না। এবার বল সার্ক এর জন্মদাতা কোন দেশ?
শিক্ষক: Sir, সার্কের বেশি জন্ম হয় Africa মহাদেশে।
মজার জোকস ৮ঃ ডাক্তার ও রােগীর মধ্যে কথােপকথন
ডাক্তার: আপনি চিন্তা ছেড়ে দিন, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
রােগী: কিন্তু সেটা কি আসলেই সম্ভব?
ডাক্তার: হ্যা সম্ভব, আপনি ইচ্ছে করলেই পারেন।
রােগী: ঠিক আছে, আপাতত আপনাকে ভিজিটটা দিতে হচ্ছে না বলে চিন্তামুক্ত হলাম।
মজার জোকস ৯ঃ
গার্লস স্কুলের এক শিক্ষিকা ক্লাসরুমে এক ছাত্রীকে প্রশ্ন করছেন -
শিক্ষিকা: পুষ্প বল তাে, তোমার নামের অর্থ কী?
পুষ্প: ফুল, ম্যাডাম ।
শিক্ষিকা: শুড! এবার পাঁচটি চুলের নাম বল তাে।
পুষ্প: বিউটিফুল, ওয়ান্ডারফুল, গ্রেটফুল, হাউসফুল এবং আশরাফুল।
মজার জোকস ১০ঃ
এক সেলুনের চারদিকেই লাগানাে শুধু ভূতের ছবি। তা দেখে এক লােক জিজ্ঞেস করল : দাদা, আপনার দোকানে এত ভূতের ছবি কেন লাগিয়েছেন?
নাপিত: দাদা চুপচাপ। পাশ থেকে সেলুনের ছেলেটি বলল, ভয় পেয়ে চুল খাড়া হয়ে কাটতে সুবিধা হয় তাে ভাই।
লাভ জোকস । বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জোকস । প্রেমিক প্রেমিকা রোমান্টিক জোকস
লাভ জোকস ১ঃ দীর্ঘদিন প্রেম করার পর প্রেমিকা আর বিয়ে করবে না জেনে -
প্রেমিকঃ বিয়ে করবে না বলে যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তাহলে আমার সব চিঠি আমাকেত ফেরত দাও।
প্রেমিকাঃ ওগুরো তোমাকে দেওয় যাবে না। আমি পড়িয়ে ফেলব।
প্রেমিকঃ না এটা করতে যেও না। আমি আর ২য় বার চিঠি লিখতে পারবো না। ওগুলো দিয়েই নতুন একটি প্রেম করবো।
লাভ জোকস ২ঃ প্রেমিক প্রেমিকা রোমান্টিক জোকস:
প্রেমিকা: আজ তো ভালোবাসা দিবস। তুমি পকেটে হাত দিয়ে কি ভালোবাসা খুঁজছো?
প্রেমিক: না, আমার পকেট ফুটো হয়ে গেছে। তাই দেখছি।
লাভ জোকস ৩ঃ প্রেমিক প্রেমিকা জোকস
প্রেমিকা: আমার জন্য প্লাস্টিকের এই নকল ফুল আনলে কেন?
প্রেমিক: আসল ফুল যে বেশিক্ষণ তাজা থাকে না, তোমার জন্যে নিচে অপেক্ষা করতে কএতই শুকিয়ে যায়।
লাভ জোকস ৪ঃ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জোকস
গার্লফ্রেন্ড: এখন পর্যন্ত আমার বাবার কাছে আমাদের বিয়ের কতা বলছোনা কেন?
বয়ফ্রেন্ড: বলিনি? বত্রিশবার বলতে গিয়ে হ্যা করেছি অমনি বক্তব্য বলবার আগেই এই দেখ বত্রিশটা দাঁত তোমার বাবার কাছে রেখে আসতে হয়েছে।
লাভ জোকস ৫ঃ
প্রেমিকা: আমি আগে মরে গেলে তুমি কাঁদবে?
প্রেমিক: নিশ্চই কাঁদবো। অনেক দিন কাদিনি তো।
প্রেমিকা: কিভাবে কাদবে, দেখাও।
প্রেমিক: তার আগে তুমি মরে দেখাও।
কমেডি জোকসঃ
জজ সাহেবক আসমীকে বললেন, তুমি তোমার স্বামীকে চেয়োর ছুড়ে মেরেছো কেন?
মহিলা আসামী বলল, কি করবো হুজুর টেবিলটা যে এতো ভারী তুলতে পারলাম না।
কিভাবে জোকস বলে মানুষকে হাসাব?
জোকস মানুষকে হাসায়, আর হাসি মানুষকে সতেজ রাখে। আপনি যদি কাউকে জোকস বলে হাসাতে চান তাহলে জোকসটি সুন্দর অঙ্গভঙ্গির সাথে তুলে ধরতে হবে।
কৌতুক বা জোকস দিয়ে কি টিকটক বানাতে পারবো?
বর্তমানে অনেক টিকটকার আছে যারা কৌতুক বা জোকস উপস্থাপন করে অনেক জনপ্রিয় হয়ে গেছেন। আপনি ইউটিউব বা টিকটকে এসব জোকস দিয়ে কন্টেন্ট তৈরি করে অনেক সহজে জনপ্রিয় হয়ে উঠাতে পারেন।
আরও পড়ুন -
আশা করি, ২৫ টি জোকস | হাসির জোকস | মজার জোকস গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। অনেকে জোকস খুব পছন্দ করেন। তারা এই পোস্ট হতে সুন্দর, মজার মজার জোকস পড়তে পারেন।