|
রোমান্টিক কবিতা |
৫০+ রোমান্টিক কবিতা । Romantic kobita পোস্টে আপনাদের স্বাগতম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রোমান্টিক ছোট কবিতা পছন্দ করেন। আপনি যদি প্রেম ভালোবাসার জন্য রোমান্টিক কবিতা খুজে থাকেন তাহলে এই পোস্ট টি আপনার জন্য।
ভালোবাসা মানব জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, এটি জীবনকে সুখী এবং সুন্দর করে তোলে। যেখানে একজন ব্যক্তি যে সত্যিকারের কাউকে ভালবাসে, তার সুখের জন্য যে কোনও কিছুর মধ্য দিয়ে যেতে প্রস্তুত। সবার হৃদয়ে ভালোবাসা যে এক রকম হয় তা নয়, প্রত্যেকের হৃদয় আলাদা। সমস্ত মানুষ তাদের নিজস্ব উপায়ে ভালবাসে, কেউ কেউ খুব রোমান্টিক হয় এবং যাকে সে ভালবাসে তার সাথে অনেক রোমান্টিক কথা বলতে পারে। কিছু মানুষ আছে যারা তাদের ভালবাসাকে রোমান্টিকভাবে প্রকাশ করতে পছন্দ করে। আপনার প্রেমিকাকে খুশি করার জন্য রোমান্টিক কবিতা ও ছন্দ উপহার দিতে পারেন।
যারা কখনও তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না এবং তাদের অনুভূতি কেউ মনে রাখে না। তাদের জীবনে কখনও কখনও এই কারণে ঝুঁকি নিতে হয়। হতে পারে এর কারণে তাদের প্রেম ব্যর্থ হতে পারে। আপনিও যদি সেই ব্যক্তিদের একজন হন, তাহলে আপনি এই ধরনের প্রেমের রোমান্টিক কবিতা গুলোর মাধ্যমে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন।
রোমান্টিক কবিতা
প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কবিতা । বউকে নিয়ে রোমান্টিক কবিতা । কাশফুল নিয়ে রোমান্টিক কবিতা। রোমান্টিক কবিতার লাইন । রোমান্টিক কবিতা হুমায়ূন আহমেদ । রাতের রোমান্টিক কবিতা । নতুন সুন্দর সুন্দর রোমান্টিক
প্রেমের কবিতা নিয়ে আজকের বিস্তারিত পোস্ট টি সাজানো হয়েছে।
ভালোবাসার রোমান্টিক ছোট কবিতা:
শ্রাবনে ওই বৃষ্টি ধারায়
আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই
যদিও তুমি অনেক দূরে
তবুও রেখেছি তোমায় মন পাঁজরে
নীরবে তোমায় মিস করি সারাক্ষণ
অথচ তা তোমার কাছে আজও গোপন,,,,।
চোখে আছে কাজল কানে আছে দুল
ঠোট যেন রক্তে রাঙা ফুল।
মুখে মিষ্টি হাঁসি,,,,,,,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
খুঁজিনি কারো মন,
তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালবাসি বলে।
তুমি যদি না বুঝো বুঝবে আমায় কে?
তুমি যদি পর ভাবো আপন ভাববে কে?
তুমি যদি কষ্ট দাও,,,,,, সুখ দিবে কে?
যদি তুমি ভুলে যাও মনে রাখবে কে।
যত দূরেই যাইনা কেনো থাকবো তোমার পাশে।
যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে।
সকল কষ্ট মুছে দেবো মুখের হাসি,,,,
হৃদয় থেকে বলছি তোমাকেই ভালোবাসি।
ফুলের বুকে মধু থাকে,
নদীর বুকে ঢেউ।
তুমি ছাড়া এ ভুবনে নেই যে আর কেউ।
আকাশের বুকে চাঁদ থাকে,,,
চাঁদের বুকে আলো।
তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো।”
তুমি যদি পাখি হও আমি হবো খর।
২ জন মিলে এক সাথে.... থাকবো জীবন ভর।
তুমি যদি চাঁদ হও, আমি আমি হবো তারা।
তোমায় দেখে দেখে আমি হবো দিশাহারা।
তুমি যদি বাতাস হও আমি হবো ধুলো,
২ জন মিলে সব সময় এক সাথে পথ চলবো।”
তোমার কথা ভেবে আমার দিন কেটে যায়।
তোমার মুখ ভেসে ওঠে স্বপ্নের পর্দায়।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমার ছবি আঁকি।
তুমি আমার মনের মাঝের মিষ্টি কোকিল পাখি।
ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে।
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে
আর তোমায় সাজাবো,,,
শুধু আমার ভালোবাসা দিয়ে।
ভুলিনিত আমি তোমার মুখের হাসি,
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।
আসো আবার পাশে,,,
হাতটা ধরে চলো আবার সেই নদী তীরে।
মেঘ চায় বৃষ্টি,,,,,,,,
মন্দের মাঝেও ভালো থাকি পেলে তোমার দৃষ্টি।
তোমায় ছাড়া শূন্য ভূবন মহাকাশের মতো,
নেই পাশেও তবু তোমায় ভাবছি অবিরত।
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধুই তোমাকে।
নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।
চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না।
এত সুন্দর লাগছে তোমায় হয় না তুলনা।
কি সুন্দর ঠোঁট তোমার কি সুন্দর আঁখি।
যে দেখবে সেই বলবে আমি তোমায় ভালোবাসি।
আকাশেতে তুমি মোর সোনালি আলো,
জানিনা তোমায় কেন লেগেছে ভালো।
আমি হলাম সাগর, তুমি হলে ঢেউ।
চুপি চুপি করবো প্রেম জানবে নাতো কেউ।
বিদেশেতে বন্ধু তুমি
আমার প্রীতি নিও,
আমার কথা মনে হইলে
আমায় চিঠি দিও।
এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন।
জানিনা যে এই জীবনে,
কে হবে আপন জন।
মনের মত চাই তারে,
চাই তার মন,,,,
হবে কি তুমি আমার কাছের একজন??
প্রেমিকা বা বউকে নিয়ে রোমান্টিক কবিতার লাইন:
ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা তো যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।
SMS হয়ে থাকবো আমি,,,
তোমার হৃদয় জুড়ে।
রিংটোন হয়ে বাজবো আমি,
মিষ্টি মধুর সুরে।
কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে।
বেশি কিছু চাই না আমি,
অল্প হলেই চলবে!
রোজ সকালে নিয়ম করে,,,,
ভালোবাসি বলবে।
অনুভবে তুমিই থেকো,
হোক গ্রীষ্ম বর্ষা বা শীত,
আমি প্রেম দিয়ে ভুলিয়ে দেবো,,
তোমার কষ্টের অতীত।
আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি।
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি।
শরতের ফুল তুমি, হৃদয়ের হাঁসি.....
মন চায় তোমাকে আরো ভালোবাসি।
ভালোবেসে এই মন,
তোকে শুধু চায় সারাক্ষন।
আছিস তুই আমার মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।
হঠাৎ বৃষ্টি নামলে,,,
জানলায় বাড়িয়ে দিও তোমার দুটি হাত!
আমি বৃষ্টি হয়ে খুঁজবো....
তোমায় ছোঁয়ার অজুহাত।
যে গান কানে যায় না শোনা।
সে গান কোথায় নিত্য বাজে,
প্রাণের বীণা নিয়ে যাবো,
সেই অতলের সভা মাঝে।
বাসি ভাতে কাঁচা লঙ্কা,
গরম ভাতে ঘী..
তুমি আমি প্রেম করবো পারার লোকের কি?
মন চাই তোমায় ভালোবাসি।
মন চাই তোমার কাছে আসি।
মন চাই তোমার মুখের হাঁসি।
মন চাই শুধু থাকতে তোমার কাছাকাছি!
তোমাকে দেখার পরে এই জানলাম,
যাকে মন চেয়ে ছিল তাকেই পেলাম।
চোঁখে স্বপ্ন ছিল শুধু যাকে ঘিরে,
অনেক খোঁজার পর তাকেই পেলাম।
তুমি যদি হও নীলকণ্ঠ পাখি,
আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনব না কারো মানা।
বাংলা সেরা রোমান্টিক কবিতা সমগ্র
রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ূন আহমেদ বিখ্যাত কবিদের রোমান্টিক কবিতা গুলো পড়লে আপনার মনে রোমান্টিক ভাব চলে আসবে।
অনন্ত প্রেম
-রবীন্দ্রনাথ ঠাকুর
তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রুপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হ্রদয়, গাঁথিয়াছি গীতহার-
কত রুপ ধরে পরেছ গলায়, নিয়েছ যে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
যত শুনি সেই অ*তীত কাহিনী,,, প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলন কথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে।
কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে
চিরস্মুতিময়ী ধ্রুবতারকার বেশে।
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে
অনাদি কালে হ্রদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে-
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
আজি সেই চির-দিবসের প্রেম অবসান লভিয়াছে,
রাশি রামি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সূখ, নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি-
সকল কালের সকল কবীর গীতি।
যদি মন কাঁদে
-হুমায়ূন আহমেদ
যদি মন কাঁদে, তুমি চলে এসো,
চলে এসো, এক বরষায়...
এসো ঝর ঝর বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়।
চলে এসো, তুমি চলে এসো, এক বরষায়,,,
যদিও তখন আকাশ থাকবে বৈরি,
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজলী আলো
তুমি চলে এসো, এক বরষায়...
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘমল্লা বৃষ্টিরও মনে মনে।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
চলে এসো, চলে এসো, এক বরষায়।
আরও কিছু -
আশা করি, ৫০+ রোমান্টিক কবিতা । Romantic kobita পোস্ট হতে সুন্দর সুন্দর ভালোবাসা প্রেমের রোমান্টিক কবিতা গুলো পড়ে ভালো লেগেছে।