রোমান্টিক ছন্দ ও কবিতা । romantic chondo kobita 2024 পোস্টে আপনাদের স্বাগতম। রোমান্টিক অনুভুতি যা বলে সহজে প্রকাশ করা যায় না। তাই ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য রোমান্টিক ছন্দ বা রোমান্টিক কবিতা দিয়ে এসএমএস করতে পারি।
রোমান্টিক ছন্দ ও কবিতা |
রোমান্টিক ছন্দ ও কবিতা কে না পড়তে ভালোবাসে? আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে রোমান্টিক শব্দটির সাথে আপনি খুব ভালোভাবে পরিচিত। আপনি যদি প্রেমে পড়ে থাকেন এবং আপনার অনুভূতিগুলি প্রকাশ করতে রোমান্টিক ছন্দ ও কবিতা সন্ধান করে থাকেন তাহলে আপনি সঠিক পৃষ্ঠায় এসেছেন।
আজকের পোস্টে ২০২৪ সালের অসম্ভব সুন্দর নতুন বাংলা রোমান্টিক প্রেমের কবিতা, ভালোবাসার রোমান্টিক ছন্দ, বউকে নিয়ে রোমান্টিক কবিতা ছন্দ, ভালোবাসার রোমান্টিক ছন্দ কবিতা, প্রেমের রোমান্টিক ছন্দ কবিতা নিয়ে বিস্তারিত পোস্টটি সাজানো হয়েছে।
রোমান্টিক ছন্দ ও কবিতা ২০২৪
নিচে কিছু রোমান্টিক ছন্দ কবিতা শেয়ার করা হয়েছে। যে ছন্দ বা কবিতার লাইনটি আপনার পছন্দ হয় সেটি কপি করে আপনার বউ / প্রেমিকা / ভালোবাসার মানুষের কাছে পাঠাতে পারেন।
বাংলা রোমান্টিক ছন্দ
আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক। তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।
তোমায় দেখে মনে হয় কত পরিচিতা। জানি না তোমার নাম কি ওগো পরিনিতা।
প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা। প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।
সুন্দরী গো- রূপ যে তোমার অপরুপা, ভুলতে পারি না সেই এক পলকের দেখা।
গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর। এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।
তোমায় আমি দেখেছি স্বপ্নে হাজার বার। কখনো তো ভাবিনি তুমি হবে যে আমার।
পথে-ঘাটে পুকুরপারে অনেক মেয়ে দেখেছি। দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি।
তোমার মতো পেতাম যদি আমি জীবনসাথী, আমার চেয়ে কে আর বেশি হতো বলো সুখী।
প্রেম সাম্রাজ্যের রানী তুমি, আমি হলাম রাজা। কেউ থাকে না এই সাম্রাজ্যে মোরা দুজন একা।
মিষ্টি তোমার মুখখানি, সুন্দর তোমার রূপ। তাই না দেখে এ মন আমার দিয়েছে প্রেমে ডুব।
আরও পড়ুন - রোমান্টিক স্ট্যাটাস
ভালোবাসার রোমান্টিক ছন্দ, প্রেমের রোমান্টিক ছন্দ
প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা। প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।
মুখটি তোমার ফুলের মতোন, চাঁদের মতোন হাঁসি। সেই কারণে ওগো প্রিয়া, তোমায় ভালোবাসি,,,,।
তোমার আমার প্রেম ফুলের সৌরভ ছড়াবে। আমাদের প্রেম ওগো, সুরের জাল বুনবে।
তুমি থাকবে মোর হৃদয়ে, চিরদিনের তরে। কোনও বাধা টিকবে নাকো, মোদের মিলন অভিসারে।
ভালোবাসার ছন্দ রোমান্টিক |
নিজেকে আড়াল করে রেখো না আর লুকিয়ে, এবারে ধরা দাও আমার এ হৃদয়ে...
সকল বাধা তুচ্ছ করে, পাহাড় যেমন দাঁড়িয়ে রয়। তোমার আমার মিলন স্মৃতি তেমন যেন অটুট রয়...
কথা দিলাম তোমার কাছে, ওগো আমার প্রিয়া। তোমায় যদি না পাই আমি করবো নাকো বিয়া।
আরও পড়ুন - কষ্টের ছন্দ
রোমান্টিক ছন্দ কবিতা ২০২৪
দু চোখ ভোরে দেখি শুধু তোমার সুন্দর মুখখানা। পাগল হয়ে দেখে আঁখি, পলক আর পরে না।
এসো প্রিয় সাজাবো রানী, দেব খোঁপায় তারার ফুল। কানেতে তোমার পরাব গো প্রিয় স্বর্ণচাঁপা ফুলের দুল।
তোমার ক্লান্ত মনের বেহাতে আমি তোমার প্রেমের রাগিনী। তুমি যে গো মরীচিকা শুধু, তুমি মোর প্রেমের কাহিনী।
ভালোবাসার পাল তুলে চলো মোরা ভেসে যাই। অচীন দেশে বাঁধবো বাঁসা, যে দেশে আর কেউ নাই,,,,,।
আম খাবে, জাম খাবে, তেঁতুল খেও না। আমার কথা মনে রেখো, ভুলে যেও না।
জানি না আজ কেন হায়.. তোমার কাছে এ মন ছুটে যায়। কত মধু রাত বৃথা যায়, তোমার লাগি হতাশার দিন বয়ে যায়।
আমি যে পাগল, প্রিয় তোমার আশায়, এসো প্রাণসখী মোর আঙিনায়। প্রেমের প্রদীপ জ্বেলে করিব আরতি, এসো প্রাণ প্রিয় শুধু একটাই মিনতি।
তুমি আমার রঙিন স্বপ্ন.,,, শিল্পীর রঙে ছবি। তুমি আমার চাঁদের আলো.,,, সকাল বেলার রবি। তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কূল.,,., তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল----।
আরও পড়ুন - প্রেমের ছন্দ
রোমান্টিক কবিতা
তোমার কষ্টটা আমাকে দাও দুহাত মেলে,,, উদার প্রাণে আকাশের মতো। দেখবে জ্বলছে সেখানে মিটি মিটি অগণিত তারা। অনুভবের ছোঁয়াটা ছড়িয়ে দাও মনের দুকূল প্রান্ত জুড়ে.,,, খেলা করে ফিরুক জীবনেরা বয়ে যাক অকুতোভয় শান্তিধারা।
তুই যে আমার জলসা ঘরের সপ্তপদী সুর, তুই যে আমার জ্যোৎস্না রাতের ব্যাকুল সমুদ্দুর। তুই থাক তোর সংসারে, আমার তাতে কি যায় আসে? আমি তো হই জাত যাযাবর, ঘুরে মরি তোর উদ্দ্যেশ্যে।
রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা,,,,,,, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা। বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত,,,,,, আমার কাছে তুই যে বন্ধু ওই আকাশের চাঁদ,,,,,,।।।।
তুই কি ঝড় নাকি,.,?? এত কেন ঝাপটা দিস..,,?? আমি কি প্রেয়সী নাকি? এত কেন কাছে আসিস,,..,? সাগর সেঁচে অমৃত সব তোর হাতে দিলাম তুলে,,,, আমি না হয় গরল নিলাম,,, ভালোবাসায় সবই চলে।
গাছের ডালে বসে কোকিল মাতিয়ে তোলে গানে,,,, তারই সাথে হৃদয় আমার ভোরে গানে গানে। আজকে এই মন মাতানো মধুর সমীরণে,,..,, এ লগনে এসো প্রিয়..,.., থাকো আমার মনে,,,,,।
পূর্ণিমা রাতে মোর মনে লাগে ঢেউ। বসে আছি আমি একা.,,, আসবে নাকি কেউ?? যৌবন নদীতে ভাঁটা.,,, কেউ তো এলোনা। কি আছে ভাগ্যে তাও জানি না,,,,!!!
প্রিয়তমা, হাসির ঝঙ্কার তোর মুগ্ধতা ছড়াই,,,,, শতগুনে তোর করা সাজে বড়াই,,,, কঙ্কন তোর যখন তোলে ঝঙ্কার,,,,, হৃদয় আমার যেন তৃষ্ণিত কঙ্কার।
তুমি আমার আধার ঘরের প্রদীপ শিখার আলো,,,, তুমি ছাড়া আমি একা, থাকতে পারি না ভালো।
আরও পড়ুন -
আশা করি, রোমান্টিক ছন্দ ও কবিতা । romantic chondo kobita 2024 পোস্টটি হতে সুন্দর সুন্দর রোমান্টিক ছন্দ এবং রোমান্টিক কবিতা সংগ্রহ করতে পেরেছেন। ভালোবাসার রোমান্টিক ছন্দ । প্রেমের রোমান্টিক ছন্দ । রোমান্টিক কবিতার লাইন ।