বাংলালিংক সব ইন্টারনেট অফার 2023 - ajkerfact
বাংলালিংক ইন্টারনেট অফারঃ আস্সালামু আলাইকুম, বাংলালিংক সব ইন্টারনেট অফার 2023 পোষ্টে আপনাদের স্বাগত্বম। আপনি নিশ্চেই banglalink offer internet 2023 কোড জানতে এখানে এসেছেন। আজকের পোষ্টে আপনাদের সাথে ২০২৩ সালের সকল বাংলালিংক ইন্টারনেট অফার, বাংলালিংক ফ্রি এমবি অফার এবং বাংলালিংক রিচার্জ ইন্টারনেট অফার কোড আপনাদের সাথে শেয়ার
বাংলালিংক সব ইন্টারনেট অফার 2023 |
২০২৩ সালে বাংলালিংক অনেক কম মুল্যে ইন্টারনেট অফার দিচ্ছে। আপনি যদি বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তাহলে এই পোষ্ট থেকে বাংলালিংকের চমৎকার সব অফার সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও আজকে থাকবে বাংলালিংক ফ্রি ইন্টারনেট অফার।
বাংলালিংক ইন্টারনেট অফার 2023
বাংলালিংক ইন্টারনেট অফার, banglalink internet offer এবং বাংলালিংক ১ জিবি অফার গুলো নিয়ে আজকের পোষ্টটি সাজানো হয়েছে। আশাকরি আজকের পোস্টের ইন্টারনেট অফারগুলো আপনারদের অনেক কাজে আসবে। তাছাড়াও বাংলালিংক ......
বাংলালিংক ১৪ টাকায় ১ জিবি কোড:
বাংলালিংক ১৪ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারটি কিনতে ডায়াল করতে হবে *5000*314#। এই অফারটির মেয়াদ ৭ দিন। কোড ডায়াল করার পর 1 রিপ্লে দিয়ে অফারটি ক্রয় করবেন।
বাংলালিংক ১৮ টাকায় ১ জিবি অফার কোড:
বাংলালিংক ১৮ টাকায় ১ জিবি অফারটি সবচেয়ে ব্যপক ব্যবহ্রত একটি ইন্টারনেট অফার। এই অফারটি বেশিরভাগ সিমের জন্যই প্রযোজ্য। ১ জিবি ১৮ টাকার অফারটি নিতে ডায়াল করতে হবে *৫০০০*২৯৭#। মেয়াদ ৭ দিন। বাংলালিংকের এই এমবি অফারটি যত খুশি ততবার নিতে পারবেন।
বাংলালিংক ৩০ টাকায় ২ জিবি কোড:
৩০ টাকায় ২ জিবি অফারটি বাংলালিংকের বেস্ট অফার। বাংলালিংক দিচ্ছে ৩০ টাকায় ২ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদে। এই অফারটি পেতে ডায়াল করতে হবে *5000*298#। এই অফার প্রথম নেওয়ার পর ৬০ দিনের মধ্যে যতবার খুশি ততবার নিতে পারবেন।
বাংলালিংক ইন্টারনেট অফার ৩০ দিন ২০২৩
- বাংলালিংক ২০ জিবি ইন্টারনেট ৩৯৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল *১২১*৩৯৯#
- বাংলালিংক ২৫ জিবি ইন্টারনেট ৪২৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল *১২১*৪২৯#
- বাংলালিংক ৪০ জিবি ইন্টারনেট ৪৯৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল *১২১*৪৯৯#
- বাংলালিংক ৪৫ জিবি ইন্টারনেট ৫৪৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল *১২১*৫৪৯#
- বাংলালিংক ৫৫ জিবি ইন্টারনেট ৫৯৯ টাকায়, মেয়াদ ৩০ দিন - ডায়াল *১২১*৫৯৯#
আপনার বাংলালিংক সিমের ইন্টারনেট অফার দেখার জন্য *৮৮৮# ডায়াল করুন।
বাংলালিংক ফ্রি এমবি অফার ২০২৩
২০২৩ সালে বাংলালিংক সিমে ফ্রি এমবি অফারগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। ফ্রি ইন্টারনেট অফার নিতে আপনার যদি ৩ জি একটি সিম থাকে এবং ৩ জি থেকে ৪ জি তে রিপ্লেস করেন তাহলে ১ জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন। ১ জিবি ফ্রি নিতে নিচের স্টেপ গুলো অবলম্বন করুন।
- প্রথমে ডায়াল করবেন *১২১*।
- তারপর ৩ রিপ্লে দিবেন এবং ১০ নম্বর অফশনে সেটিং সিলেক্ট করবেন।
- ৩জি সিমটিকে ৪ জি রিপ্লেস করতে এবর ১ রিপ্লে করুন। রিপ্লে করার পর আপনার সিমটি ৪জি তে রিপ্লেস হবে।
- বাংলালিংক এ ১ জিবি ইন্টারনেট পাওয়ার জন্য *১৬৬*১১১# ডায়াল করবেন। যদি এই অফারটি আপনার সিমের জন্য প্রযোজ্য হয় তাহলে মেসেজ চলে আসবে।
বিঃদ্রঃ উপরের অফারগুলো সকল বাংলালিংক সিমের জন্য প্রযোজ্য নাও হতে পারে। যেসব অফার অপনার সিমের জন্য পযোজ্য সেই অফারগুলো এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হয়। এই কোডগুলো আপনারা ডায়াল করে দেখতে পারেন। যদি কোন অফার আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে চলে আসবে।
পড়ুন - রবি বন্ধ সিম অফার
বাংলালিংক সব ইন্টারনেট অফার 2023 পোস্টটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। নতুন অফাররের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।