ফোনের লক ভুলে গেলে কিভাবে ফোনের লক খোলা যায় - ajkerfact

ফোনের লক ভুলে গেলে কিভাবে ফোনের লক খোলা যায়। android tips

কিভাবে ফোনের লক খোলা যায়
কিভাবে ফোনের লক খোলা যায়

পাসওয়ার্ড ভূলে গেলে ফোনের লক খোলার উপায়: হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছে। তোমরা নিশ্চই তোমাদের ফোনের লক ভুলে গেছ অথবা পাসওয়ার্ড বা পিন ভুলে গেছ। তোমরা হয়তো ভাবেছো যে ভুলে যাওয়া লক বা পাসওয়ার্ড কিভাবে খুলব। এন্ড্রয়েড ফোনের পাসওয়াড বা পিন যদি ভুলে যাও তাহলে চিন্তা করো না। লক খোলার অনেক পদ্ধতি আছে। সে পদ্ধতিটিগুলো নিয়ে আজ আলোচনা করব।

আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আজকাল এন্ড্রোয়েড ফোনের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে । কোনো কোনো মানুষ শখে আবার কোনো মানুষ বিলাসসিতা করে। অনেকে এই ধরনের এন্ড্রয়েড সেট চালাতে পারদর্শি না হওয়া সত্ত্বেও ব্যাবহার করে এবং নিজেদের গোপনীয়তা রক্ষার জন্য লক করে রাখে । এই লক যদি আপনি ভুলে যান তবে ‍তুমি কি করবে? যদি পাসওয়ার্ড বা পিন ভুয়ে যাও তাহলে চিন্তার কোনও কারন নেই। সহজেই খুলে নিতে পারবে সেই লক।

আরও দেখুন - মোবাইলোর ব্যাটারি ভালো রাখার টিপস

মোবাইলের পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক ভুলে গেলে কিভাবে খুলবো ?

Android Tips: অ্যান্ড্রয়েড মোবাইলের  প্রাইভেসির জন্য আমরা অনেকেই পাসওয়ার্ড বা লক ব্যবহার করি। কিন্তু এই লক কোন কারনে ভুলে গেলে আফসোসের শেষ থাকে না। তবে একটু জানা থাকলে ভুলে যাওয়া পাসওয়ার্ড বা লকের বিষয়টি আপনি নিজেই সমাধান করতে পারবেন। লকের সমস্যা সমাধানের জন্য স্মার্টফোনটি রিসেট করতে হয়। এখন তবে দেখে নেওয়া যাক কিভাবে ভুলে যাওয়া লক খোলবেন।

Android phone unlock

ফোন লক খোলার ১ম পদ্ধত:

আপনি যদি স্যামসাং বা সেম্পনি বা অন্যন্য ফোনের লক ভুলে যান তবে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিটি বেশিরভাগ এন্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে প্রযোজ্য।

প্রথমেই ফোনের ব্যাটারি খোলে মেমরি কার্ড এবং সিম কার্ড বের করে সেটটি সুইচঅফ করে নিন, আবার ব্যাটারি লাগিয়ে একসঙ্গে 'আফ ভলিয়ম বাটন + পাওয়ার বাটন একসাথে চেপে ধরতে হবে যতক্ষণ না পর্যন্ত Recovery Mode Screen আসে।

এরপর ভলিউম বাটনে ক্লিক করে করে কার্সর নিচে নামিয়ে 'wipe data/factory reset' অপশনে নিয়ে আনুন এবং সিলেক্ট করার জন্য হোমে বাটনে ক্লিক করুন। তারপর কনফার্ম করার জন্য আরেকটি স্ক্রিন আসবে সেখানে 'Yes' সিলেক্ট করবেন। এখন কিছুসময় অপেক্ষা করুন রিসেট হওয়ার পর আপনার মোবাইল অটোমেটিক চালু হবে।

ফোন লক খোলার ২য় পদ্ধতি:

এন্ড্রয়েড মোবাইলের লক খোলার ক্ষেত্রে আপনার জিমেইল মুখ্য ভুমিকা পালন করবে । আমরা সাধারণত এন্ড্রোয়েড ফোস চালানোর সময় ইমেইলের একটি একাউন্টের সাথে নিজের সেটটি যুক্ত কিংবা ইন্টিগ্রেড করে থাকি ।ঐ ইমেইল আপনাকে ভবিষ্যতে অনেক সমস্যা থেকে বের হতে হেল্প করবে।

ভুৃলে যাওয়া লক খোলার ক্ষেত্রে আপনি পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলেন তখন আপনি আপনার ফোনে তিনবার লক দেওয়ার পার ৩০ সেকেন্ড সময় চাইবে। তখন আপনি একটু নিচের দিকে স্ক্রিনের নিচের এক কোনায় দেখতে পাবেন “Forgot Pattern” বা “Forgot Password” । ঐ খানে আপনাকে প্রেস করতে হবে। সেখানে যদি আপনার ফোনটি টি আপনার ইমেইল দ্বারা ইন্টিগ্রেড করা থাকে তবেআপনার সেই প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড ঐ জিমেইলে পাঠিয়ে দিওয়া হবে।

মোবাইল অতিরিক্ত গরম হলে করনীয়

ট্যাগ: ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়, ফোন লক, বাটন মোবাইল পাসওয়ার্ড ভুলে গেলে, যে কোন ভুলে যাওয়া লক, নোকিয়া ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে, যে কোন মোবাইলের লক খুলুন, মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন, স্কিন লক, জিও ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে খুলবো, যে কোন মোবাইলের লক খুলুন, বাটন মোবাইল পাসওয়ার্ড ভুলে গেলে, ফোনের লক খোলার পদ্ধতি, ফোনের লক খোলার নিয়ম, ফোনের লক ভুলে গেলে খোলার উপায়, জিও ফোনের লক খোলা, যে কোন ফোনের লক খোলা, কিভাবে ফোনের লক খোলা যায়, আই ফোনের লক খোলা, এন্ড্রয়েড ফোনের লক খোলা, বাটন ফোনের লক খোলা, স্কিন টাচ ফোনের লক খোলা, how to unlock android phone password, how to unlock android phone with google account, how to unlock android phone password without factory reset, how to unlock android phone pattern lock if forgotten, how to unlock android phone pattern lock, how to unlock android phone pattern lock, how to unlock android phone password without factory reset, how to unlock android phone pattern lock without losing data, steps to unlock android phone, how to reset andriod phone, factory reset android phone.
Previous Post Next Post