coronavirus নভেল করোনা ভাইরাস কি, সর্তকতা, লক্ষন, বাচার উপায়
Coronavirus নভেল করোনা ভাইরাস সর্তকতা, লক্ষন, বাচার উপায়। Coronavirus Symptoms.
![]() |
করোনা ভাইরাস coronavirus |
নভেল করোনা ভাইরাস: নভেল করোনা ভাইরাস (coronavirus) মারাত্নক একটি চিনা (coronavirus) ভাইরাসের আতঙ্কে রয়েছে সারা পৃথিবী। পুরো পৃথিবীতে নভেল করোনা ভাইরাসের সর্তকতা সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। চিনে প্রথম (coronavirus) করোনাভাইরাসের প্রকোপ দেখা গেলেও, ধীরে ধীরে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ছে এই নভেল করোনা ভাইরাস (coronavirus)। এই করোনা ভাইরাস চীনের হুওয়ান সহ বেশ কিছু শহরে মহামারি আকার নিয়েছে। চীনের স্বাস্থ্য কর্মিরা জানিয়েছেন যে এই করোনাভাইরাসের লক্ষণ হল- নিউমোনিয়ার মতো হয়ে পড়া।
গত শনিবার চীনা কর্তৃপক্ষ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ৪১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আর করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১২০০’ ছাড়িয়েছে।
coronavirus করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে মাত্র ১০ দিনে এক হাজার শয্যার হাসপাতাল তৈরী করছে র্চীনারা। চীনের এই হাসপাতালের আয়তন হবে প্রায় আড়াই লাখ বর্গফুটের বেশি।
নভেল করোনা ভাইরাস বিস্তারিত
ইতিমধ্যে চীনের হোবে শহরে হুওয়ান শহরে শ্বাস–প্রশ্বাসজনিত (coronavirus) করোনাভাইরাসের এ রোগটি প্রথম চিহ্নিত হয়। এই (coronavirus) ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে Austalia। সম্প্রতি করোনা রোগে আক্রান্ত হয়ে ন’জনের মৃত্যু ও কমপক্ষে ৪৪০ জন মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। মারাত্নক (coronavirus) নোবেল করোনা ভাইরাস coronavirus মানুষ থেকে মানুষের দেহে সংক্রমণের কথা বলেছেন চীন সরকারের একটি বিশেষজ্ঞ দলের প্রধান। তবে বাংলাদেশে নভেল করোনা ভাইরাসের কোনো রোগী পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের Health Emergency Center ও পরিচালক ডা. Aisa Acther। ফলে এই (coronavirus) করোনা ভাইরাস দ্রুততার সঙ্গে এবং ব্যাপকভাবে চারদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।নভেল করোনা ভাইরাস কিঃ What is coronavirus:
Coronavirus- করোনা ভাইরাসটির আন্য নাম এনসিওভি। এটি হলো এক প্রকার (coronavirus) করোনাভাইরাস coronavirus। করোনাভাইরাসটির অনেক রকম প্রজাতি রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র ৭টি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে।what is coronavirus
বিজ্ঞানীরা বলছেন, (coronavirus) ভাইরাসটি মানুষের দেহকোষের ভেতরে সম্প্র্রতি ‘মিউটেট করছে’, অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং বিশেষ করে সংখ্যাবৃদ্ধি করছে। ফলে এই Virus টি আরও বেশি মারাত্নক হয়ে উঠতে পারে।করোনাভাইরাসের লক্ষণঃ
- নভেল করোনা (coronavirus) ভাইরাস প্রধান লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট হওয়া।
- নভেল করোনার (coronavirus) লক্ষন নিইমুনিয়ার মতো।
- নভেল করোনা ভাইরাস (coronavirus) এর সাথে জ্বর এবং কাশি থাকে।
- নভেল করোনা ভাইরাস (coronavirus) এর লক্ষন দেহের বিভিন্ন প্রত্যঙ্গ Damage হয়ে যাওয়া।
- করোনা ভাইরাসে (coronavirus) আক্রান্ত হলে নিউমোনিয়া হতে পারে।
করোনা ভাইরাস হতে বাচার উপায়:
- করোনা ভাইরাস (coronavirus) হতে বাচতে সচেতনতা অবলম্বন করুন।
- সফরের সময় করোনা ভাইরাস (coronavirus) হতে বাচার জন্য এই ভাইরাস হতে সাবধান থাকুন।
- করোনা ভাইরাস (coronavirus) হতে বাচতে Mask ব্যবহার করুন্
- অসুস্থ মানুষের কাছ হতে দুরে থাকুন।
- করোনা ভাইরাস (coronavirus) হতে বাচার জন্য যাদের সর্দি, কাশি অথবা নিউমোনিয়া রোগ রয়েছে তাদের কাছ থেকে দুরে থাকুন।
- নভেল করোনা (coronavirus) ভাইরাসের লক্ষন যদি আপনার শরীরে প্রকাশ পায় তাহলে আপনি দ্রুত doctor পরামর্শ নিন।
নভেল করোনাভাইরাসের প্রতিকার:
এই (coronavirus) করোনা ভাইরাসটি যেহেতু নতুন, তাই এই করোনা ভাইরাসের কোন টিকা বা Vactin এখনো আবিষ্কার হয় নাই যা এ রোগ হতে বাচাতে পারে। তবে-- করোনা ভাইরামের (coronavirus) হাত থেকে রক্ষার একমাত্র উপায় হলো, যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে বা করোনা ভাইরাস বহন করছে- তাদের সংস্পর্শ এড়িয়ে চলা।
- নভেল করোনা ভাইরাসের (coronavirus) হাত হতে বাচতে Doctor পরামর্শ দিয়েছেন ভালোভাবে হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা, ঘরের বাইরে ঘুরতে গেলে মাক্স পরিধান করা।