মানুষ হিসেবে, আমরা প্রায়ই ভুল করি। কখনো কখনো এই ভুলগুলো ছোটখাটো হয়, আবার কখনো কখনো এগুলো আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারে। যখন আমরা কারো মনে আঘাত করি, তখন তার কাছে ক্ষমা চাওয়াটা জরুরি হয়ে পড়ে। একটি ক্ষমা চাওয়ার মেসেজ বা ক্ষমা চাওয়ার স্ট্যাটাস দিয়ে সহজে ক্ষমা চাইতে পারেন।
আপনি যদি কারো কাছে ক্ষমা চাওয়ার জন্য SMS বা স্ট্যাটাস খুজে থাকেন, তাহলে এখান থেকে Sorry sms Bangla নিতে পারেন।
আরও কিছু পোস্ট -
- প্রেমিকার রাগ ভাঙ্গানোর স্ট্যাটাস
- প্রেমিকাকে খুশি করার এসএমএস, মেসেজ ও ছন্দ
- প্রপোজ করার ছন্দ, মেসেজ ও স্ট্যাটাস
ক্ষমা চাওয়ার মেসেজ, এমএসএস (SMS)
আমি আপনাকে আঘাত করতে চাইনি, এবং আমি সত্যিই আমার কর্মের জন্য অনুতপ্ত.. ক্ষমা করে দাও প্লিজ।
ভুল আমিই করেছি,,, তাইতো অবিরত কষ্ট পাচ্ছি। আমি তোমার অপেক্ষায় থাকব। পারলে আমাকে ক্ষমা করে ফিরে আসো।
আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। ভুলটা আমারি ছিলো। আমাকে ক্ষমা করে দিও, প্লিজ।
সব কিছু আমায় শিখিয়ে দিলি কিছুই গ্রহন করলি না, সব কষ্ট আমার কেড়ে নিলি সুখটুকু নিলি না । ধন্যবাদ রে...
আমি কখনই ভাবিনি যে আমি তোমাকে আঘাত করব, আমি অনেক অনুশোচনায় ভুগছি। পারলে আমাকে ক্ষমা করে দিও।
ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া - দুটোই সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসীকতা।
আমাদের ২ জনের মধ্যে তুমি সবসময়ই বেশি ম্যাচিউর আর বুদ্ধিমান...দয়া করে প্রতিবারের মতন এবার ক্ষমা করে দাও..
তুমি আমার উপর রেগে থেকে, তোমার জীবন থেকে প্রতিটি মিনিটে ৬০টি করে সেকেন্ড হারাচ্ছো।
আমার কথা না ভাবলেও, আমাদের এতদিনের সম্পর্কটার কথা ভেবে, আজ আমায় ক্ষমা করে দাও,,,,, আর কোনদিন এমন হবে না।
আমার মন যা বলতে পারছে না, আমার চোখের জল সেই ক্ষমা প্রার্থনার বার্তা দিচ্ছে তোমায়। দয়া করে আমায় ক্ষমা করো।
ক্ষমা চাওয়ার স্ট্যাটাস
ক্ষমা চাওয়ার স্ট্যাটাস |
মিথ্যো বলে তোমায় দিয়েছে অনেক কষ্ট, দেরিতে হলেও বুঝেছি আমি স্পষ্ট.,, কথা দিচ্ছি হবে না কোনদিন এমনটি আর, এবারের মতন মাফ করে দাও প্লিজ সোনা আমার,,,,, অনেক হলো কান্নাকাটি রাগ, এখন ছাড়ো ঝগড়া-ঝাঁটি-বিবাদ! একটু হাসো প্রিয়তমা আমার।
আমার খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ...
তোমার চোখের জল আমায় বুঝিয়ে দিয়েছে আমি কত বড় ভুল করেছি। আমায় ক্ষমা করে দাও, প্লিজ।
তোমার হৃদয়ে আমি আঘাত দিয়েছি এটা সত্য,,, কিন্তু এটাও সত্য যে, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও মিথ্যে নয়।
আমি জানি না যে কি করলে আমাদের মধ্যে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে.. কিন্তু শুরুটা আমি করতে চাই আই আম সরি বলে.... সত্যিই আমি দুঃখিত।
আমি তোমার সাথে যা করেছি, তা নিতান্তই কষ্ট আর রাগ থেকে করেছি। হয়তো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
আমি জানি আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে বেশিক্ষন রাগ করে থাকতে পারবে না... কিন্তু তবুও আমি সরি বলছি। আর রাগ করে থেকো না।
মাফ করে দিলে অতীত হয়তো পরিবর্তন হয়ে যাবে না, তবে ভবিষ্যতটা খুব সুন্দর হয়ে উঠবে...,।
কোন একটা সময় আমার থেকে একাকি কেউ ছিল না,,,, কিন্তু তুই আমার Best Friend হয়ে আমার সব একাকিত্ব কেড়ে নিয়েছিস... Thanks a lot রে।
আর রেগে থেকো না, শুনেছি ঘুমানোর পর সবার সকাল হয় না..!!
সরি এসএমএস - Sorry sms Bangla
মন যদি কাঁদে, আমি আসবো বর্ষা হয়ে।
মন যদি হাসে, আমি আসবো চাঁদ হয়ে।
যদি মন খোঁজে,,,,😔
আমি আসবো তোমার মনের মানুষ হয়ে।
হে সৃষ্টিকর্তা তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও,🌸 আমিন।🕋
আরও পড়ুন - কষ্টের স্ট্যাটাস। কষ্টের sms
কিছু লোক আছে যাদের স্বভাবই হল জেনেশুনে ভুল করা এবং তারপরে একটা sorry তে কাজ মিটিয়ে নেওয়া... তারা জানেই না যে Sorry শব্দটির আভ্যন্তরীণ তাত্পর্য কতটা গুরুত্বপূর্ণ...
হয়তো তোমার কাছে কোনকিছু চাওয়ার অধিকার আমার আর নেই। তুমি আমাকে শুধু ক্ষমা করে দিও। তোমার প্রতি ভালোবাসা আগে যতোটুকু ছিলো এখনও ঠিক ততটাই আছে।
যে ব্যক্তি কোন ভুল করলে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইতে জানে, সেই ব্যক্তির হৃদয় সত্যিকারের ভালবাসতেও জানে।
তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেও তো খুব কষ্ট পাচ্ছি বাবু🌸...প্লিজ আমায় বোঝার চেষ্টা কর...এবারকার মতন ক্ষমা করে দাও...😔
তোমার ভালোবাসার স্মৃতি আজ আমার পথ আটকে দিয়েছে। আমাদের মধ্যে এমন হওয়ার কথা ছিল না। কেন তুমি এমন করলে, আমি জানি না। হয়তো তুমি এর উত্তর দিতে পারবে না। তবুও, আমি চাই তুমি ভালো থাকো, যেখানেই থাকো।
তোমায় আমি ভালোবাসি সত্যি ভালোবাসি......তুমি আমার জীবনের একমাত্র সাথী... আমার কোনো কথায় যদি সত্যি আযাত পাও... পারলে এই হতভাগ্য মানুষটাকে খমা করে দাও.... এই কতাদিন আমি শুধু কঁদেছি অঝোর ধারায়.... তুমি ছাড়া আমার জীবনে নেই কেও এই ধরায়....
প্রিয়জনের চলে যাওয়া বা সম্পর্কের বিচ্ছেদ কষ্টকর। তুমাকে হারিয়ে কতটা কষ্ট পেয়েছি বলে বুঝাতে পারবো না,,,, কিন্তু শিক্ষা পেয়েছি প্রচুর... আমাকে মানসিকভাবে এতটা শক্ত করে দেওয়ার জন্য ধন্যবাদ।
সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটিও সেই শব্দগুলোকে ধরতে পারবে না যেটা রাগের মাথায় বলা হয়ে যায়... তাই আমি জানি আমি দোষী...আমার ভুল ছিল.... কিন্তু এবারকার মতন ক্ষমা করে প্লিজ আমাকে সুযোগ দাও নিজেকে শুধরে নেওয়ার...
🥀কখনো কারো কাছে তোমার কোনো অনুভুতি বা ভাবনার জন্যে Sorry বলো না....😣 সেটা অনেকটা সঠিক হয়েও ক্ষমা চাওয়ার মতন শোনাবে....।🖤🌸
প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার sms
তুমি হয়তো জানো না, তোমার কিছু না বলাটা আমাকে আরও বেশি কষ্ট দেয়..., Please কথা বল জান.., আর কষ্ট দিও না আমায়...।
যে বিনা প্রশ্নে সবাইকে ক্ষমা করতে পারে, তার হৃদয় সত্যিকারের বড়।
দুখের বোঝা আমার ঘারে চাপিয়ে দিয়ে তুমি যদি সুখী হতে পারো তবে সুখে থেকো,,ম,,, আমি তোমার সুখ দেখতে চাই।
দুখের বোঝা আমার ঘারে চাপিয়ে দিয়ে তুমি যদি সুখী হতে পারো তবে সুখে থেকো,,,, আমি তোমার সুখ দেখতে চাই,,,,,, আর তাও যদি তোমার আমায় দোষী মনে হয়ে থাকে,তাহলে Im sorry
রাগ অভিমান আমারও হয়, কিন্তু তোমাকে এতোটা ভালোবাসি যে, তোমার উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না।
রাগ করো না লক্ষি সোনা, শোন আমার কথা,🌸
বুঝিনি পারিনি আমার কথায় পাবে তুমি ব্যাথা।♥️
ভুল করে যদি কোনো ভুল করে থাকি, তাহলে তা ভুল মনে করেই ভুলে যেও,,,,,,, আর শুধুমাত্র ভুলটাকেই ভুলে যেও, ভুল করেও আমাকে ভুলে যেও না,,,,,।
Sorry😔, ভুল হয়ে গেছে সোনা! এবারকার মতন ক্ষমা করে দাও।🖤🥀
প্রিয় স্বামী, পারলে এই পাগলীটাকে ক্ষমা করে দিও,,,!
হয়তো আজ আছি কাল নাও থাকতে পারি।
কারন অকারনে তোমার উপর অনেক রাগ করি,,,
কিন্তু এই রাগের আড়ালে আমি তোমাকে অনেক
ভালোবাসি।
শেষ কথাঃ কারো সাথে খারাপ ব্যবহার করলে অথবা কারো মনে কষ্ট দিলে, যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে ক্ষমা চাওয়া উচিৎ। ক্ষমা চাওয়া দুর্বলতা নয় বরং একটি বড় মনের পরিচয় দেয়। আশা করি, ক্ষমা চাওয়ার মেসেজ ও স্ট্যাটাস গুলো আপনাকে অনেক সাহায্য করবে।