প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি রেজাল্ট ২০২৪ । HSC Result পোস্টে তোমাদের স্বাগতম। তোমারা ইতিমধ্যে জানতে পেরেছো এইচএসসি পরীক্ষার রেজাল্ট ১৫ অক্টোবর প্রকাশিত হবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না 2024 সালের HSC পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করতে হবে।
![]() |
এইচএসসি রেজাল্ট ২০২৪ |
তোমাদের সকলের জন্য এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের মুহূর্তটি অবশ্যই অপেক্ষার। আগামী ১৫ অক্টোবর ১১ টায় এইচএসসি রেজাল্ট ২০২৪ নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে এবং অনলাইনে একযোগে পাবলিশ হবে।
কিছু প্রয়োজনীয় পোস্ট -
এইচএসসি ২০২৪
এবছর মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। সাতটি পরীক্ষা হওয়ার পর বাংলাদেশে কোটা আন্দোলন ছড়িয়ে পড়ে। এ অবস্থায় কয়েকবার পরীক্ষা স্থগিত করা হলেও ৬টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল এবং ব্যবহারিক পরীক্ষাও। এক পর্যায়ে ছাত্র আন্দোলনে সরকার পতনের রূপ নেয়।
ছাত্র আন্দোলনে গত ৫ই আগস্ট সরকারের পতন হয়ে যায়। তারপর সিদ্ধান্ত হয় যে, আগস্টের ১১ তারিখ হতে নতুন এইচএসসি রুটিনে পরীক্ষা নেওয়া হবে। যদিও শিক্ষার্থীদের একাংশের দাবির মুখে সরকার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে।
এইচএসসি রেজাল্ট ২০২৪
আগামী ১৫ অক্টোবর (মঙ্গরবার) HSC result প্রকাশ করা হবে। কিন্তু এবছর অন্যবারের চেয়ে একটু ব্যতিক্রম পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা ফল ঘোষনা করবেন না! প্রতিটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বোর্ডের Result প্রকাশ করবেন।
প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পেজে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে। এবছর তোমরা SMS পদ্ধতিতে খুব সহজে এইচএসসি রেজাল্ট বের করতে পারবে।
sms এর মাধ্যমে hsc রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরে, নিম্নলিখিত উপায়ে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যেতে পারে: HSC বোর্ডের নাম (প্রথম 3 অক্ষর), রোল, বছর - টাইপ করে 16222 নম্বরে পাঠাবে।
উদাহরণ: HSC Dha 438433 2024 - এভাবে লিখার পর পাঠাতে হবে 16222 নম্বরে।
ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৪
প্রতিটি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মার্কশিট সহ ফলাফল দেখতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখতে পারবে। নিচের ওয়েবসাইটগুলোর লিংক দেওয়া হয়েছে -
- www.dhakaeducationboard.gov.bd
- www.educationboardresults.gov.bd
- www.eduboardresults.gov.bd
- eboardresults.com/en/ebr.app/home
তোমাদের নিজস্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Reault কর্নারে ক্লিক করে তোমার ফলাফল বের করে নিবে। প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট ডাউনলোড করতে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN দিতে হবে।
সম্পর্কিত নিবন্ধ - HSC Result marksheet with number Download
আশা করি, HSC result 2024 (এইচএসসি রেজাল্ট) চেক করতে কোন অসুবিধা হবে না। তোমরা যদি রেজাল্ট বের করতে না পারো, তাহলে আমাদের ফেসবুক পেইজে তোমার রোল আর রেজিঃ নাম্বার দিয়ে দিবে। আমরা রেজাল্ট বের করে তোমাকে দিয়ে দিবো।