বৃষ্টি নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস ফেসবুক ২০২৫ পোস্টে আপনাদের স্বাগতম। বৃষ্টি হল প্রকৃতির দেওয়া একটি উপহার, যা পৃথিবীকে পুষ্ট করে। হালকা কুয়াশা হোক বা মুষলধারে, বৃষ্টি আমাদের জীবনের প্রাকৃতিক চক্রের সাথে সংযুক্ত করে। বৃষ্টির দিনে ছবি তোলার শখ অনেকের থাকতে পারে। কিন্তু সেই ছবিগুলো ফেসবুকে শেয়ার করার সময় একটি সুন্দর বৃষ্টির ক্যাপশন ছবিটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
বৃষ্টি নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস ফেসবুক |
এখানে আমরা ৩০+ বৃষ্টি নিয়ে ক্যাপশন (Bristi Niye Caption) শেয়ার করেছি।
আরও কিছু পোস্ট -
বৃষ্টি নিয়ে ক্যাপশন । বৃষ্টির ক্যাপশন
১. বৃষ্টির একটি ফোঁটা যেভাবে মাটিতে পড়ে শান্ত হয়,,,, তেমনি আমার মনকেও এই বৃষ্টি শান্ত করে দিচ্ছে।
২. বৃষ্টি আসলে শুধু প্রকৃতিই নয়, মনটাকেও নতুন করে ভিজিয়ে দেয়।
৩. বৃষ্টি না এলে, নিখুঁত বাড়ির গর্তগুলি কোথায় তা বোঝা যায়না। খারাপ সময় না এলে বােঝা যায়না, কার ভেতরে কি আছে।
৪. বৃষ্টি হোক বা না হোক, ক্ষতি নেই! প্রত্যাশা ছেড়ে দিন, দেখবেন জীবনে কোনো দুঃখ নেই।
৫. প্রচন্ড বৃষ্টি হলে ভিজতে হবে, আর খুব কান্না পেলে কাঁদতে হয়।
৬. ওহে বৃষ্টি এবার তুমি ফিরে যাও,☔ বউ আসলে আবার আসিও 😑
৭. আকাশটা মেঘে মেঘে হয়ে গেছে কালো,, এলেণ বৃষ্টি বুঝি লাগতো বেশ ভালো। আকাশের দিকে চেয়ে প্রতিক্ষায় আছে এই মনটা, বৃষ্টি এসে যদি ভেজাতো মনের এই শহরটা।
৮. তুমি ভাবছো মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ, আসলে তো মেঘ করেনি, মন খারাপের বিজ্ঞাপন! ~ রুদ্র গোস্বামী।
৯. আবার বৃষ্টি এলে ভিজে যাবো !!☔স্পর্শ গুলো সব ধুয়ে ফেলবো 💔🥀
১০. বৃষ্টির পরে পৃথিবীর পুনজন্ম হয়।
বৃষ্টি নিয়ে রোমান্টিক ক্যাপশন, ছন্দ
১১. হঠাৎ বৃষ্টি হয়ে আসলে কেন আমার দুয়ারে, তোমার কথা ভাবলে আমার হৃদয় কেঁদে উঠে।
১২. যেদিকে তাকাই,,, শুধু তোমার ছবি ভাসে! বৃষ্টি এলে ভিজব ২জন রেখো..........আমায় পাশে 🥀❤️
১৩. বৃষ্টি নামুক তোমার ঘরে! বৃষ্টি নামুক বনে মেঘ জমলেই আসবো আমি থাকে যেনো মনে 🌸
১৪. আমার নামে বৃষ্টি নামুক তোমার শহর জুড়ে 💥
১৫. মেঘ জমুক তোমার আকাশে,,,, বৃষ্টি হলেই আসবো আমি থাকে যেন মনে।
আরও লেখা - রোমান্টিক মেসেজ, এমএসএস ও বার্তা
১৬. আমার চোখের পাপড়িতে,,, পড়লো হঠাৎ এক ফোঁটা বৃষ্টি, তাকিয়ে দেখি আমার চোখেই তোমার অনড় নিবদ্ধ দৃষ্টি!
১৭. বৃষ্টি হলে তোমার চোখ ছুঁয়ে যেতাম, চোখে জমা অশ্রু টুকু এক নিমিষে মুছে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় কাছে নিতে, দুঃখগুলো আর পারতো নাকো অকারণে তোমায় ব্যাথা দিতে..!
১৮. হোকনা বৃষ্টি,,,, বৃষ্টির প্রতিটি কণায় আমি যেন খুঁজে পাই, তোমার হৃদয়ের কম্পন।
১৯. মেঘ জমেছে তোমার শহরে,,,,, আমার শহরে বৃষ্টি। প্রেমের মায়ায় আগলে রাখবো তোমায়, দাও যদি তোমার চোখের দৃষ্টি।
২০। আমিও ১ দিন বৃষ্টিতে ভিজবো 😇 হাজার হাজার লাশের মাঝে কোন ১টা কবরস্থানে🙂
বৃষ্টি নিয়ে স্ট্যাটাস ফেসবুক
২১. বৃষ্টি আসলে সবাই পড়বেন : আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ
২২. দুই সময়ের দোয়া ফেরানো হয় নাহ!💕 আযানের সময় আর🕌 বৃষ্টি পড়ার সময়🌧 -সুবহানআল্লাহ🖤🥀
২৩. বৃষ্টি দিয়ে যদি চলে যাওয়ার ছিল, তবে রোদ্দুর কেন দেখালে?
২৪. হটাৎ বৃষ্টি নামলে জানলার বাইরে দিও দুটি হাত, আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমায় ছোয়াঁর অজুহাত🌸
২৫. কষ্ট গুলো যদি বৃষ্টি হয়ে ঝড়ে যেত তবে, জীবনটা বৃষ্টি শেষে মেঘহীন ঐ , _নীলাকাশ-টার মতই সুন্দর হতো।
২৬. যখন বৃষ্টি হয় তখন প্রকৃতি তোমার হয়ে কাঁদে, তাই তোমার দুঃখ পাওয়ার দারকার নেই, তোমরা খুশি থেকো আনন্দে থেকো ভালো থেকো।
২৭. প্রত্যেকটা মানুষ হাসতে চায় কান্না😭 ছাড়া,,,,, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া,,,,,,,,💙
২৮. আমি বৃষ্টির নেশায় তোমার অব্যক্ত কান্না দেখতে পাচ্ছি। তুমি কি বোঝো আমার একাকী কান্না?
২৯. কাঁচের গায়ে বৃষ্টি ফোটা,⛈*༄ চিত্র আর আঁকবে না? জমানো অনেক গল্প ছিলো༄ থাক! তুমি কখনও বুঝবে না,,,,♡।
৩০. হঠাৎ বৃষ্টি তে পাওয়া ভেজা স্মৃতির রা, এমনই ভিজে হয়ে থাকুক আজীবন তোকে নিয়ে বাকি বৃষ্টি দের থেকে আলাদা হয়ে,.....।
সম্পর্কিত নিবন্ধ - রোমান্টিক পিকচার
বৃষ্টির দিনের অনুভূতি প্রকাশ করার জন্য বৃষ্টি নিয়ে ক্যাপশন গুলো ফেসবুকে শেয়ার করতে পারেন। এখান থেকে Bristi Niye Caption কপি করে আপনার প্রিয়জনের কাছে পাঠাতে পারেন।