এটিটিউড ক্যাপশন শব্দটি শুনলেই আমাদের মনে একজন আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা ও অনন্য ব্যক্তিত্বের ছবি ভেসে উঠে। ফেসবুকের যুগে এই Attitude Caption গুলো কেবল একটি শব্দ নয়, বরং মানুষের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। আপনি যদি নিজের অ্যাটিটিউড প্রকাশ করতে চান, তাহলে Attitude স্মার্ট ফেসবুক স্ট্যাটাস গুলো আপনার দরকার হবে।
যারা নিজেকে আত্নবিশ্বাসী প্রকাশ করতে চান, তারা ফেসবুকে অ্যাটিটিউড ক্যাপশন ও স্ট্যাটাস শেয়ার করতে পারেন। এখানে আমরা 70+ Attitude Caption Bangla প্রকাশ করেছি।
এটিটিউড ক্যাপশন বাংলা - Attitude Caption Bangla |
আরও কিছু ক্যাপশন ও স্ট্যাটাস -
অ্যাটিটিউড ক্যাপশন
১। নিজের কাছে নিজে সৎ থাকার মতো মানসিক শান্তি আর আনন্দ দ্বিতীয় কিছুতেই নেই।
২। বার মন মতো হয়ে ওঠা কখনোই সম্ভব না,তাই আমি আমার মতো।
৩। আমার আমি,,,,,আমার মতো।
৪। কেউ আমাকে গুরুত্ব না দিলে, আমিও ক্রমশ চেপে যাই! কেউ আমার সাথে অন্যায় কিছু করলে, তাকে ক্ষমা করি আর থাকে এড়িয়ে চলি। কাউকে বিরক্ত করা, মনে ক্ষোভ পুষে রেখে প্রতিশোধের সুযোগ খোঁজা- এসব কোনকিছুই আমার পছন্দ না। আমি হয় মানুষকে মূল্য দিই, অথবা তার অস্তিত্বটাই Ignore করি। তাদেরকে তাদের মতো বাঁচতে দিই, আর আমি আমার মতো বাঁচি।❤️🌸
৫। হুশিয়ার করে দিচ্ছি,,,, ভদ্রো ভাবে আছি জন্য নরম ভেবো না ছোট।
৬। ব্যস্ততা আমাকে দেয়না অবসর। তাই বলে ভেবো না আমায় স্বার্থপর....।
৭। পুরুষ মানুষ জন্ম নেয় সফল হওয়ার জন্য,,,, ব্যর্থ হওয়ার জন্য একেবারে নয়।
৮। ৮০% ছেলের গার্লফ্রেন্ড আছে… আর বাকি ২০% এর মস্তিষ্ক আছে।
৯। অনেকেই যদি তোমাকে পেতে চায় তবে এজন্য গর্ব করার কিছু নেই। কেননা সস্তা আইটেমে বেশি ক্রেতা আছে।
১০। এখন এই কবুতরগুলোকে উড়তে দাও, আমরা এলে পুরো আকাশ আপনা আপনিই ফাঁকা হয়ে যাবে।
এটিটিউড ক্যাপশন ২০২৫
এটিটিউড ক্যাপশন |
১১। সস্তা জিনিস এবং খারাপ মানুষ,,,, শুরুতে সবসময় ভালো দেখায়।
১২। আমি আমার শত্রুদের কুকুরের মত মনে করি। যখনই সে ঘেউ ঘেউ করে, আমি তাকে রুটি দিয়ে আসি..🔥🔥
১৩। আমি আমার অতীতের জন্য অনুশোচনা করি না! আমি শুধু সেই সময় অনুশোচনা করি, যা আমি মানুষের সাথে নষ্ট করেছি।
১৪। যতক্ষণ আমি চুপ থাকি ততক্ষণ শব্দ কর। কারণ, যখন আমার পালা, তখন তুমি একটা শব্দও করতে পারবে না।
১৫। পৃথিবী হল সেই বই যা কখনো পড়া যায় না, কিন্তু। পৃথিবী হল সেই গুরু যিনি সব কিছু শেখান।
১৬। জন্ম নিয়েছি কারো মনের মতহয়ে বাচার জন্য নয়নিজের মতো বেঁচেনিজের সপ্ন পুরন করার জন্য।
১৭। তুই হতাশ হয়ে যাবি উকিল খুঁজতে খুঁজতে,,, আরে আমি তো জজ-কেই কিনে রাখছি।
১৮। মিষ্টি কথা নয়, পরিষ্কার কথা বলতে ভালোবাসি! এতে কে থাকে আর কে যায় তাতে আমার কিছু যায় আসে না😎🔥
১৯। সুন্দর বলতে কিছু নেই 🌸আমার গল্পে আমিই সুন্দর..!🙂
২০। তুমি আমার সাথে না থাকলে কিছু যায় আসে না, তোমার চলে যাওয়ার পর আমি কাঁদব, তোমার এত ক্ষমতা নেই।
নিজেকে নিয়ে এটিটিউড ক্যাপশন
২১। নিজের পূণ্যের কথা বললে সে পূণ্য ক্ষয় হয়, কীর্তির কথা বললে সে কীর্তির বুনিয়াদে ফাটল ধরে, নিজের বেদনার কথা বললে নিজের আপমান করা হয়; নিজের সুখের কথা বললে অহংকারের পাপ স্পর্শ করে।
২২। ভাগ্য যেভাবে চাইলো ঠিক সেভাবেই বদলে গেলাম।🙂 আমি আমার মতো চললাম তার পরেও পিচলে গেলাম.. কেও বিশ্বাস ভাঙলো, আর কেউ মন... আর যারা বলতো আমি এমনি এমনি বদলে গেলাম..একসময় তারাই ছিলো আমার আপনজন! 🙂
২৩। স্যার, আমার চেহারা যতটা নিষ্পাপ, আপনার মাথার খুলিও ততটাই খারাপ।
২৪। আপনি যদি মনে করেন আমি খারাপ তাহলে আপনি ভুল,, আমি খুব খারাপ!
২৫। কারো প্রাসাদ দেখে নিজেকে গরিব ভাববেন না। কারণ সবার কবর একই।
২৬। সবাই তো পিছে পিছে সমালোচনা করে,.. কিন্তু শত্রুর প্রশংসা শুনলে ভালো লাগে।🔥🤠
২৭। একটি মেয়ের মনোভাব একটি পুরুষের সামনে দীর্ঘস্থায়ী হয় না।
২৮। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো।
২৯। একদিন টুকুস করে Block করে দেবো,,,, প্রোফাইল পিকচার দেখে চরিত্র বিচার করা বের করে দেবো। 😈
৩০। সামনে তালি পিছনে গালি দেওয়ার অভ্যাস গালি আমার নেই, আমি যা বলার সামনা সামনি বলে দিই ।😈
এটিটিউড ক্যাপশন বাংলা স্টাইলিশ
৩১। 𝘿𝙤𝙣'𝙩 𝙟𝙪𝙙𝙜𝙚 𝙖 𝙗𝙤𝙤𝙠 𝙗𝙮 𝙞𝙩’𝙨 𝙘𝙤𝙫𝙚𝙧.........
আমি আমার মতো😇!!....
কারো মতো না। আর কারো মতো হতেও আমি চাই না😎!
৩২। অহংকার নেই⚚, শো-অফ নেই, আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করি না।⚜️
৩৩। যারা সাগরে সাঁতার কাটে তারা কূপ ও পুকুরে ডুব দেয় না।
আরও কিছু - ছেলেদের পিক তোলার স্টাইল ছবি
৩৪। জীবনের কাহিনী থেকে গল্প তৈরী করা যায় কিন্তু গল্পের কাহিনী দিয়ে - জীবন সাজানো যায়না💔
৩৫। রংধনু ঘেরা এই শহরে হয়তো সব কিছু পাওয়া যায় …!!😊 তবে বিশ্বাসী মানুষ আর সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া যায় না ....…!🖤
৩৬। ღসুন্দর আর অসুন্দর বলতে কিছুই নেই.....!!😊~যাকে যে ভালোবাসে... 💞তার থেকে সুন্দর আর দুনিয়াতে নেই..... !!🖤🥀
৩৭। আমার✿মনে তোমার জন্য যে জায়গাটা আছে সেটা কেউ নিতে পারবেনা।ღ😌
৩৮। রাতে কারেন্ট নিয়া চিনিমিনি করবেন না
হাতপাখা দিয়ে বাতাস করার মতো
বেডী নাই⚜️
৩৯। সুন্দর রূপ একদিন বৃদ্ধ হয়ে যায়
কিন্ত সুন্দর চরিত্র সারা জীবন রয়ে যায়।
৪০। যার মধ্যে নিজেকে খুঁজে পাই,,🤘
তাকেই আঁকড়ে ধরে রাখতে চাই.....༊༎💞
বেস্ট ক্যাপশন বাংলা Attitude Boy
৪১। সমালোচনা করতে যোগ্যতা লাগেনা,তবে সমালোচিত হতে যোগ্যতা লাগে। আবার সমালোচিত হওয়ার যোগ্যতা পাগলের ও থাকে। মানুষ কিন্তু পাগলকে ও ভালোবাসে।
৪২। আজ পর্যন্ত এমন কোনো রানী আসেনি যে, এই বখাটেকে তার দাস বানাতে পারে!
৪৩। আমাদের শালীনতার সুযোগ নেওয়া বন্ধ করুন, যেদিন আমরা বখাটে হব, কেয়ামত আসবে!
৪৪। নিজেকে যতটা পেরেছি বদলে ফেলেছি, এখন যার অভিযোগ আছে তার পথ বদলানো উচিত।
৪৫। ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য কোনো এটিটিউড ক্যাপশন লাগেনা!🌼 আমার স্টাইল আমার এটিটিউড 🌸
৪৬। আহত সিংহের নিঃশ্বাস তার গর্জনের চেয়েও বেশি বিপজ্জনক।
৪৭। আমি নীরব,,, কিন্তু বাকরুদ্ধ নই,,,,,। আমি শিকারী,,,,, কারো শিকার নই।
৪৮। যে ছেলের Life এ মেয়ে মানুষ নামক কোন প্যারা নাই। সেই ছেলে হলো মহাপুরুষ।
তার দেহে থাকে নবাব এর তেজ🌺🥀
৪৯। আমার মধ্যে অনেক ভুল থাকতে পারে, তবে আমার ১টি গুণও আছে। তা হলো - অন্যায়কে পশ্রয় দেই না।
৫০। যদি আমাকে কারো পছন্দ না হয়, I don’t care, সবার চয়েস তো ভালো হয় না।
ফেসবুক এটিটিউড ক্যাপশন
৫১। আমি আমার মতো থাকতে ভালোবাসি❤️। তাই আমি নিজেকে বড্ডো ভালোবাসি ❤️❤️আমি অন্যের জিনিস নিই না,,,,, আর আমার জিনিস কাউকে দিই না। এটাই আমি 👈তাই জেদটা আমার খুব বেশি।
৫২। আরে আমার এটিটিউড ক্যাপশন এর প্রয়োজন হয় না, আমি নিজেই একটা ব্রেন্ড।
৫৩। কারো Extra Attitude সহ্য করি না আর কাউকে Impress করার চেষ্টাওকরি না Yah It's Me.
৫৪। যাদের চোখে আমরা খারাপ, তাদের চোখের চিকিৎসা করানো উচিত।
৫৫। কথা না বললে অহংকারী,,, একটু বেশি কথা বললে বাচাল,,,,, কম কথা বললে ঘ্যাম,,, তাহলে আমি করবোটা কি, শুনি?
৫৬। যদি তুমি আমার উপকারে না আসো তাহলে Friendlist থেকে বিদায় হও। এসব বা*লের লোক আমার প্রয়োজন নাই।
৫৭। Aƚƚιƚυԃҽ, Eɠσ দেখিয়ে মানুষকে 𝕀𝕘𝕟𝕠𝕣 করাটা 𝘚𝘮𝘢𝘳𝘵𝘯𝘦𝘴𝘴 নয়!🥀
-বরং সবার সাথে মিশতে পারা এবং গুছিয়ে কথা বলতে পারাটাই 𝘚𝘮𝘢𝘳𝘵𝘯𝘦𝘴𝘴।🥀
৫৮। কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই.😊🍁"
হয় প্রচন্ড লাভ করবো,,,,
নয়তো চুপ"চাপ দূরে সরে যাবো-🖤It’s My Attitude.
৫৯। আমি কোন রাজপুত্র না,,, তবে আমার চলাফেরা রাজপুত্রের থেকেও কম না।
৬০। কাউকে তেল মারতে পারি না। এজন্যই আমাকে মানুষ ভালো পায় না।
Attitude স্মার্ট ফেসবুক স্ট্যাটাস, ছেলেদের স্ট্যাটাস
৬১। আমি আমার মতো, আমাকে নিজের স্কেলে পরিমাপ করো না!
৬২। আমি আমার মতো,,,.. আমি কারুর মতো না,,,,,So কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না...... কারণ মানুষ আমাকে দেখে জ্বলে.....!!
৬৩। প্রতিবাদের ভাষা বা অধিকার কারুর বাপের সম্পত্তি নয়। আমি আমার মতো করে প্রতিবাদ করব। আমার মতো করেই। কারুর সম্মতি বা নির্দেশ অনুযায়ী নয়।
৬৪। আপনারা দয়া করে আমার নামে কারো কাছে সমালোচনা করবেন না, ওরা এসে আমাকে বলে দেয়!
৬৫। Status দেখে যদি friendship করতাম,,,, তবে তুমি আমার আশেপাশেও যেতে পারতে না।
৬৬। আমি সবার মত ধোয়া তুলসী পাতা নই। আমি নিম পাতা!! খেতে তেতো লাগলেও,,, কারো ক্ষতি হয় না।
৬৭। কিছু লোক মনে করে আমি তাদের ঘৃণা করি। না ভাই তোমাদের কথা চিন্তা করার সময় টুকুও আমার নাই।😐
৬৮। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কোথায় তো সার্কাসের বাঘও নাচে।♕
৬৯। নাটক কম করো পিও,,,,,,, তুমি যে অন্য কারো আসক্ত, তা তোমাকে দেখলেই বোঝা যায়।
৭০। আমি আমার নিজের সবচেয়ে সেরা বন্ধু।
সম্পর্কিত নিবন্ধ - নিজেকে নিয়ে স্ট্যাটাস
আমরা আশা করি, এটিটিউড ক্যাপশন গুলো আপনাদের ভালো লেগেছে। বর্তমানে Attitude Status Caption FB ব্যক্তিত্ব প্রকাশের জন্য শক্তিশালী হাতিয়ার হয়ে দাড়িয়েছে। উপরের ক্যাপশনগুলো থেকে আপনার পছন্দ মতো ক্যাপশন Copy করে যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।