প্রত্যেক মানুষ কখনও না কখনও কষ্টের সম্মখীন হয়ে থাকে। কষ্ট এমন এক অনুভূতি, যা মানুষের মনে হতাশার সৃষ্টি করে। ছেলেদের ক্ষেত্রে, কষ্ট প্রকাশ করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল কষ্টের স্ট্যাটাস। ইমোশনাল ছেলেরা সাধারণত ফেসবুকে স্ট্যাটাস দিয়েই তাদের কষ্টগুলো প্রকাশ করতে চায়।
কষ্ট বিভিন্ন কারনে হতে পারে! প্রেমে ব্যর্থ হলে কিংবা আর্থিক অসচ্ছলতা কারনে। যেকারনেই কষ্ট হোক না কেনো, কষ্টের কথাগুলো কারো কাছে প্রকাশ করতে না পারলে তা সারক্ষণ কষ্টই দিতে থাকে। তাই অনেকেই ছেলেদের ফেসবুক স্ট্যাটাস দিয়ে কষ্টগুলো শেয়ার করতে চায়।
এখানে আমরা মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস, ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস, কষ্ট নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন প্রকাশ করেছি।
ছেলেদের কষ্টের স্ট্যাটাস
১। ছেলেদের মন খারাপের কারণ ৩টি। প্রথমত যখন পকেটে টাকা থাকে না, দ্বিতীয়ত তার পিতা-মাতা যখন বেশি অসুস্থ থাকে এবং তৃতীয়ত তার ভালোবাসার কেউ যখন জীবন হতে দুরে চলে যায়।
২। ছেলেদের দায়িত্ব বোধ শিখিয়ে দিতে হয় না - পরিস্থিতিই তাদের দায়িত্ববান বানিয়ে দেয়..!!🥀
৩। ছেলেদের কষ্ট হার মানে শত কষ্টের কাছে, শুধুমাত্র ফ্যামিলিকে ভালো রাখার জন্য 💔🥀
৪। মেয়ে তুমি কি বুঝবে ছেলেদের কষ্ট ...! আমরা ছেলেরা..! শত কষ্টের পরেও মুখে হাসি রাখি,🤐🙂
৫। মেয়েদের কষ্ট মায়ের কাছে বলে, আর ছেলেদের কষ্ট বলে না মা কষ্ট পাবে বলে।
৬। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি! কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি! গভীর রাতে সেই ভালোবাসাকে🌷༅༎ একা কাঁদতে দেখেছি!...💔
![]() |
ছেলেদের কষ্টের স্ট্যাটাস ছবি |
৭। আমার প্রতিটা দীর্ঘশ্বাস! কষ্টের এক একটি আর্তনাদ।
৮। আমার ভালোবাসার༎ ১টি༎ শব্দও༎ তুমি পড়তে༎ পারোনি, আর প্রত্যেকদিন আমি༎ তোমার দেওয়া༅༎ বেদনার༅༎ বই༅༎ পড়তে পড়তে༅༎ ঘুমিয়ে༅༎ যাই༅༎।
৯। কোন অপরাধ করেছিলাম আমি, দিয়েছো এত ব্যথা, এখন আমি সব হারিয়ে হয়ে গেছি একা…!
১০। কখনও কখনও কাছের মানুষগুলো থেকে এমন ব্যথা পাই, কান্না পায় তবুও কাঁদি না।
১১। ❥═◯নিস্তব্ধ এই রাতে, আমি জেগে আছি ঐ ছাড়পোকার সাথেლ࿐। দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ, একইভাবে কেটে যায়ლ࿐ আমার দুঃখ ভরা রাত 💔
১২। ছেলে মানুষের সবথেকে বড় গুন হল - শত কষ্ট লুকিয়ে খুব 😅 সবসময় হাসতে পারে।🙂
১৩। প্রেমের ক্ষেত্রে ছেলেরা অত্যন্ত আবেগী হয়ে থাকে ,,,, যার ফলে ছেলেদের ভীষন দুঃখ পেতে হয়।
![]() |
Cheleder Koster Status |
১৪। যদিও পাহাড় সমান কষ্ট পাই তবুও আমাদের ছেলেদের কখনো কাঁদতে নাই..!💔
১৫। ლদুনিয়ার সব কিছু মিথ্যা💔 হলেও࿐, ছেলে মানুষের চোখের অশ্রু কোনদিন মিথ্যে হয় না। কারন ছেলেরা খুব কষ্টে না থাকলে, কথনো তাদের চোখ দিয়ে দামি অশ্রু ঝরায় না।😢
আরও দেখুন - ছেলেদের পিক তোলার স্টাইল ছবি
ইমোশনাল ছেলেদের কষ্টের স্ট্যাটাস
১৬। মেয়েদের হাঁসি খুব সুন্দর...! কারণ তারা ভেতর থেকে খুশি না হলে হাঁসি দেয় না! আর ছেলেদের কান্না অত্যন্ত দুঃখজনক। 💔কারণ তারা ভীষন কষ্ট না পেলে চোখে পানি আসে না।😢
১৭। ছেলে মানে..... হাজারও দুঃখের মুখোমুখি হয়েও মুখে হাসি নিয়ে বলা “হ্যা আমি অনেক ভালো আছি”।
১৮। আমি এখন আর একা নই! তুমি দুরে সরে গেছো তাতে কি হয়েছে? তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার নিদ্রাহীন রাতের সঙ্গী।
১৯। আমি তোমাকে হারাইনি, আমি নিজেকে হারিয়েছি। কাউকে বুঝিয়ে বলিনি, নিজেকে বুঝিয়েছি। ইমোশনাল স্ট্যাটাস।
২০। ঝরে পড়া পাতা জানে🌷। স্মৃতি নিয়ে বাঁচে থাকার মানে࿐। আমিও হয়তাে ঝরে পড়বো সময়ের ব্যবধানে, তােমার মন থেকে।💔
২১। তোর࿐ মন࿐ খারাপের࿐ রাতে࿐ যখন࿐ একলা࿐ আকাশ࿐ দেখিস। খুব কাছেই আমি আছি, মন চাইলে ডাকিস।💔
২২। তাকিয়ে দেকো চাঁদের দিকে, কতো ব্যথা তার বুকে। 😢 কখনো মেঘে হারিয়ে যায়, আবার কখনো আঁধারে হারায়, তবুও সবকিছু ভুলে হাসে🤗🤗। কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে।
২৩। মরে গেলে বিদায় দিও হাসি মাখা মুখে,😅 আমার জন্য ১ বিন্দু জল ফেলোনা তোমার ঐ চোখে।💔
২৪। ইচ্ছে করে কেউ বদলায় না, খোঁজ নিয়ে দেখো অনেক কষ্ট, লুকাতে লুকাতে মানুষটা বদলায়।💔🥀
২৫। সম্পর্কটা যাই হোক না কেনো, কষ্টের সময় যে আমার পাশে থাকে, তাকেই সবথেকে প্রিয় মানুষ মনে হয়।
মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস
২৬। ডিপ্রেশনে থেকেও..😢 ভালো থাকার মিথ্যে অভিনয়ে মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই সেরা!💔🥀
২৭। মধ্যবিত্তლ࿐ ছেলেদের ১ চোখে ক্যারিয়ার,,, অপর চোখে তার ლপরিবার। ৩য় কোন চোখ নেই যে, নিজেকে দেখবে।🌺
২৮। মধ্যবিত্ত ছেলেদের স্বপ্নগুলো কল্পনাতেই আবদ্ধ। কষ্টের কবিতা গুলো পড়তে পারেন।
২৯। স্বপ্নগুলো আকাশ ছোঁয় !💔 -ইচ্ছে গুলো দামি !💔😔মনটা বলে কাঁদিস না রে মধ্যবিত্ত আমি! 😔
৩০। মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারি কিন্তু সপ্ন আমার অনেক বড় । সপ্ন একদিন পূরণ করব ইনশাআল্লাহ।
৩১। মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট ভর্তি টাকা থাকেনা! মাথা ভর্তি টেনশন থাকে !
৩২। ইফতার করছিলাম। বাবা পাশে থেকে বলছিলো আর কত বেকার বসে বসে খাবি,,, এবার তো নিজে কিছু একটা কর!😔আমি মধ্যবিত্ত!
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস কষ্টের। চাপা কষ্টের স্ট্যাটাস
৩৩। ক্লান্ত দুপুরে বটবৃক্ষের ছায়ায়, খুজে নিও আমায়। শিশির বিন্দু ঝরা সবুজ পাতায়, খুজে নিও আমায়। বসন্তের কোনো এক মিষ্টি ছোয়ায়, খুজে নিও আমায়।
৩৪। ভেবেছিলাম তুমি আমার সবচেয়ে আপন !! আশা করেছিলাম থাকবে পাশে সারা জীবন !! কেন তুমি ভাঙলে আমার মন? ভাবিনি করবে কোনদিন এমন ….. তারপরও তুমি হলে আমার জীবন।
৩৫। 💔কষ্ট সবার ভিতরেই থাকে, তবে সবাই কি তাლ࿐ সইতে পারে? কেউ সয় নিরবে, আবার কেউ ভেতরে রাখে হাসির সুরে, কেউবা সইতে না পেরে চলে যায় ლ࿐ চিরতরে!😢
৩৬। পৃথিবীতে সবচেয়ে আপন হল চোখের জল! ভালো সময়ে না পেলেও,, দুঃখের সময়ে ঠিকই কাছে পাবেন।😭
৩৭। স্বার্থপর ব্যক্তি গুলো কোনদিনই কষ্ট পায় না..! কারণ তারা নিজেকে ভালো রাখার জন্য অন্যকে দুঃখ দিতে একবারও ভাবে না!!😪💔🥀
৩৮। তাকে চেয়েছিলাম হাজারো মানুষের ভিড়ে! কিন্তু সে হারিয়ে গেছে আমার থেকে অনেক দুরে।😪💔🥀
৩৯। লাইফটা হলো জলের নৌকা!!!!! কখনো সুখের পাল তোলে, কখনো দুঃখের স্রোতে ভাসে। কখনোও ছুটে যায় মায়ার টানে, কখনোও থেমে থাকে অজানা কোন অভিমানে।
৪০। জীবনটা বাংলা ছায়াছবির বাপ্পারাজের মতো হয়ে গেছে। খালি দুঃখ আর দুঃখ।😪💔🥀
ছেলেদের কষ্টের ক্যাপশন স্ট্যাটাস
৪১। হাজারো রং এর প্রয়োজন কিন্তু, সেই মনের আকাশে কালো মেঘ জমানোর জন্য একটি ছোট দুঃখই যথেষ্ট.😪💔🥀
৪২। সবসময় হাসিখুশি থাকা মানুষদের একটা বড় প্রভ্লেম হচ্ছে ‘তাদের মন খারাপ থাকলে কেউ বুজতে চায়না!🙂
৪৩। প্রতিরাতে একটা তুমি এসে লণ্ডভণ্ড করে দেয় ভেতরটা, প্রতি রাতে একটা আমি অনাকাঙ্খিত মরে যাই কেউ জানেনা খবরটা ;
৪৪। ლ১ সাগর ভালোবাসা নিয়ে যাকে ভালোবাসবেন, সে আপনাকে ლ১ সাগর পানির মাঝে ডুবিয়ে মারবে।😢
৪৫। 💔 ডিয়ার মৃত্যু,, তুমি আমাকে এসে এই পৃথিবী থেকে নিয়ে যাও, আমি আর কারোর বিরক্তির কারণ হতে চাই না।
৪৬। সময়ের পরিবর্তনে রাগ, অভিমান কমে যায়, কিন্তু কারো দেয়া আঘাতের দাগ গুলা থেকে যায়।
৪৭। কোন কোন ভালোবাসার সর্বশেষ পরিণতি হল মানসিকভাবে মৃত্যুদন্ড।
৪৮। ক্ষমা করে দিও…! 😅 পর হয়েও বার বার আপন হওয়ার জন্য ডিস্ট্রাব করেছি🥀
৪৯। সময় জুড়ে শূন্যতা ছুঁয়ে যাচ্ছে নীরবে, কিন্তু কখনো ভাবিনি তোমায় হারাবো এভাবে।
৫০। মানুষ জীবনে ৬ বার হেরে যায়।
- টাকার কাছে।
- ভালবাসার কাছে।
- সময়ের কাছে।
- বিবেকের কাছে।
- বন্ধুত্বের কাছে।
- অবশেষে মরণের কাছে।
৫১। আমার কষ্টটা আমারি থাক! কি আর বলবো। তোমাকে তো আমি হাসাতে শিখিয়েছিলাম আর তুমি আমাকে কাঁদতে শিখিয়ে চলে গেলি।💔🥀
৫২। আমরা ২জনই অভিনয় খুব ভালো করে পারি! তুমি ভালবাসার আর আমি ভালো থাকার।💔🥀
আশা করি, ছেলেদের কষ্টের স্ট্যাটাস গুলো আপনাদের ভালো লেগেছে। আপনি কোনকিছু নিয়ে কষ্টে থাকলে কখনও তা চেপে রাখবেন না। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে হলেও কষ্টগুলো শেয়ার করবেন।
সম্পর্কিত নিবন্ধ - কষ্টের স্ট্যাটাস পিকচার । Koster status pic