ভাই বোনের স্ট্যাটাস, ক্যাপশন |
পৃথিবীর যত মধুর সম্পর্ক রয়েছে, তার মধ্যে ভাই-বোনের সম্পর্ক হচ্ছে সবচেয়ে মধুর। পিঠাপিঠি ভাই-বোন হলে তো প্রশ্নই আসে না। সারাটা দিন কেটে যায় খুঁনসুটিতে। তুচ্ছ কারণে ঝগড়া ও মারামারি করা কিন্তু এই ঝগড়ার পেছনে রয়েছে গভীর ভালোবাসা। অনেক সময় ভাই বোনের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি এবং ভাই বোন ছন্দ ও কবিতা ফেসবুকে শেয়ার করতে ইচ্ছে হয়।
রক্তসম্পর্কীয় আত্মীয়দের মধ্যে ভাই আর বোন হলো সবথেকে ঘনিষ্ঠ। এই দুনিয়াতে সৃষ্টিকর্তা অনেক সম্পর্কই সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম একটি সম্পর্কের নাম হলো ভাই-বোনের সম্পর্ক। আপনি যদি ভাই বোন নিয়ে স্ট্যাটাস খুজে থাকেন, তাহলে এই নিবন্ধটি আপনার জন্য।
এখানে ৩০ টি ভাই বোনের স্ট্যাটাস, ভাই বোন নিয়ে ক্যাপশন, বোন ও ভাই নিয়ে উক্তি প্রকাশ করাে হয়েছে।
ভাই বোন নিয়ে স্ট্যাটাস
১। ভাই বোনের সম্পর্কটা ভালোবাসার এমন এক অধ্যায়, যেখানে ভালেবাাসর শুরু আছে কিন্তু শেষ নেই।
২। ভাই-বোনের সম্পর্ক মানেই,,, হাজারও রাগ আর অভিমান হওয়ার পরেও কথা না বলে থাকতে না পারা।
৩। ভাই-বোন মানেই,,,, দূরে গেলে মিস করা আর কাছে থাকলেই ঝগড়া করা।
৪। ভাই বোন মানে,,, এমন এক সম্পর্ক যা শত ঝগড়ার পরেও কখনও ভালোবাসা কমে না।
৫। ভাই বোনের সম্পর্ক হলো Tom আর Jerry ওরা মারামারি করবে, ঝগড়া করবে , কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারবে না ।
৬। আনলিমিটেড ঝগড়া + আনলিমিটেড কেয়ারিং+ আনলিমিটেড ভালোবাসা = ভাইবোন।
৭। ভাই + বোন= ফাজলামি। বোন + বোন= বিউটি পার্লার। ভাই + ভাই = রেসলিং ম্যাচ।
৮। পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হল ভাই, বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না।
৯। ছোট্ট সুতোয় বাঁধা রাখি বাঁধা আছে দুটো মন ছায়ার মত থাকে দুজন লোকে বলে ভাই বোন।
১০। সব থেকে কিউট সম্পর্ক কোনটা জানতে চান? সেটা হলো, ভাই-বোনের সম্পর্ক।
আরও পড়ুন - মা বাবাকে নিয়ে স্ট্যাটাস
ভাই বোন নিয়ে ক্যাপশন
১১। ভাই-বোনেরা হাত ও পায়ের মতোই কাছের।
১২। সৌভাগ্যবান সেই যার একটা বড় ভাই এবং বড় বোন আছে।
১৩। ভাই-বোন মানে সারাদিন মারপিট! তারপর মায়ের কাছে বকা খাওয়া।
১৪। ভাই বোন মানে সারাদিন মারামারি করা আর কিছুক্ষন পর আবার মিলে যাওয়া।
১৫। ম্যানশন করুন সেই ভাই-বোনকে। যারা রক্তের চেয়েও দামি।
১৬। ভাই আর বোন কত আদরের এ বাধঁন।
১৭। ভাই বোনের ভালবাসার সাথে অন্য কারো ভালোবাসা তুলনা হয় না।
১৮। ভাই-বোনের সম্পর্ক হাজার ভালোবাসর সম্পর্কের উর্ধে।
১৯। যার ভাই বা বোন মারা গেছে শুধু তারাই জানে ভাই-বোন হারানোর যন্ত্রনা কতটা।
২০। ভাই ছোট হোক কিংবা বড়, প্রতিটি ভাই তার বোনের জন্য ছায়া।
ভাই বোন নিয়ে উক্তি
২১। ভাইবোন: একই পিতামাতার সন্তান, যাদের প্রত্যেকে একসাথে না হওয়া পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক। - স্যাম লেভেনসন।
২২। ভাই-বোনেরা হলো জীবনের বাগানে ফুলের মতো। - অজানা।
২৩। একটি বোন হৃদয়ের একটি উপহার, আত্মার বন্ধু, জীবনের অর্থের জন্য একটি সোনার সুতো। - ইসাডোরা জেমস।
২৪। ভাই প্রকৃতির দেওয়া বন্ধু। - জিন ব্যাপটিস্ট লেগউভ।
২৫। ভাই এবং বোনেরা আত্মীয়ের চেয়ে বেশি; তারা ভালবাসার দুর্গ এবং থাকার জন্য নিরাপদ জায়গা। - এলিজাবেথ জর্জ।
২৬। ভাইবোন হল সেই সংজ্ঞা যা প্রেম, কলহ, প্রতিযোগিতা এবং চিরকালের বন্ধুদের নিয়ে গঠিত। - বায়রন পালসিফার।
২৭। ভাইবোন হল,,,,,,,, মানুষ যাদের আমরা পরিমাপ ছাড়াই ভালবাসতে শিখে। - অজানা।
২৮। মেয়েরা যতই দেখতে সুন্দর হোক না কেন...তার ভাইয়ার কাছে সে পেতনী হয়ে থাকে, আর এটাই বাস্তব।
২৯। বড় বোন, যে ছোটবেলা থেকেই নিজের সন্তানের মত করে ছোট ভাই-বোনদের বড় করে তোলে ।নিজের সব কিছু ভুলে শুধু তাদের মুখে হাসি ফোটাতে ব্যস্ত থাকে।
৩০। বোন মানে ছোট একটি শব্দ অনেক বড় পাওনা।
ভাই বোন নিয়ে ছন্দ, ভাই বোন কবিতা
ছন্দ
ভাই বোন
একটু দ্বন্দ্ব
কখনো কাঁদায় কখনো হাসায়
আবার কখনো দেয় আনন্দ
কখনো রাগ কখনো অনুরাগ
মুখ করে থাকে ভারি
মান অভিমান ভালোবাসার বন্ধন
ক্ষণস্থায়ী তাদের আড়ি।
লেখা আয়শা আক্তার নুপুর।
কবিতা -১
ভাই বোনের ভালোবাসা
- আলেয়া রহমান
--------------------------------
দুষ্টুমিতে সারাদিন মেতে উঠি
হৈ উল্লাস করি,
বল ভাই তোদের ছেড়ে
থাকবো আমি কেমন করি।
যতই করি মারামারি
তবু ভাই বোনের ভালবাসার নেই কোন জুড়ি।
আজকে আমায় একা ফেলে চলে গেলি
কেমনে বল থাকি,
ভেতরটা যে কষ্টে ভরা
কেমনে মন বাঁধিয়া রাখি।
পৃথিবীতে ভাই বোনের ভালোবাসার
নেইকো তুলনা,
সাক্ষী আছে কত ইতিহাসে
হয়ে আলপনা।
কবিতা - ২
ভাই ও বোন
- রাকিবুল হাসান
---------------------
ভাই বোনের ভালোবাসা
খুনসুটিতে ঠাসাঠাসা,
রক্তের ধন মনের বাঁধন
জীবনের চেয়ে বড় আপন।
বোনের মুখটি দেখলে পরে
জুরায় আমার হিয়া,
বোনের চেয়ে আপন কে গো
এই ভুবনের প্রিয়া।
কথা কাজে টম এন্ড জেরি
সম্পর্কটা বেশ,
তবু ভাই বোন দিতে রাজি
জীবনটারই শেষ।
নিজে গালি দিলে ভালো
অন্যে কেন দিবে,
কেউ বা ভুলে দিলে গালি
তার মাথাটা খাবে।
ভাই ও বোনের ভালোবাসা
ঝগড়া মারামারি,
টিভির সনে বসতে গেলেই
রিমোট কাড়াকাড়ি।
মা বলেছে খাবারটুকু
খেতে ভাগাভাগি,
সেই খাবার ওজন স্কেলে
করি মাপামাপি।
ভাই বোনের এই ভালোবাসা
জন্মের তরে আসা,
রক্তের জোড়ে মনের জোড়ে
ভালোবাসায় ঠাসা।
ভাইয়ের জন্য দোয়া মাগে
বোনটি নামাজ পরে,
ভাইয়ের অসুখ হলে করে
সেবা রাতটি ধরে।
বোনের দোয়া ভাই সে আমার
হোক না অনেক বড়,
বোন যে আমার সুখের সংসার
পাবে আরো বড়।
ভাই যে বোনের বটের ছায়া
বোন সে ভাইয়ের মায়া,
ভাই যে আমার পরান পাখি
বোন সে আমার আঁখি।
সম্পর্কিত নিবন্ধ - বন্ধুত্ব নিয়ে ক্যাপশন
আশা করি, ভাই বোনের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি । ভাই বোন ছন্দ ও কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। Vai Bon Niye Caption Bangla. এই ব্লগ সাইটে সব ধরনের স্ট্যাটাস নিয়ে আর্টিক্যাল রয়েছে। আপনি যে ধরনের স্ট্যাটাস পেতে চান তা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।