রমজানের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছন্দ | রমজান নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছন্দ | রমজান নিয়ে উক্তি পোস্টে আপনাদের স্বাগতম। আবারও বছর ঘুরে প্রবিত্র রমজান মাস চলে এসেছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনি যদি রমজান নিয়ে স্ট্যাটাস বা রমজানের উক্তি খুজে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।

রমজানের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছন্দ | রমজান নিয়ে উক্তি

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র অল্প সময় বাকি। রমজান মাস মুসলমানদের জন্য খুবই পবিত্র এবং ফজিলতের একটি মাস। এ মাসে মুসলিম মানুষরা পুরু এক মাস রোজা রাখে। Ramzan shubhechha। সারা পৃথিবীর ইসলাম ধর্মের মানুষ এই পবিত্র রামাদান মাসের জন্য অপেক্ষা করে থাকে। রমজান মাস আসার আগে থেকেই ১জন আরেক জনকে রমজানের ছন্দ দিয়ে অথবা রমজানের শুভেচ্ছা বার্তা দিয়ে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে থাকে।

রোজা বা সিয়াম হচ্ছে ইসলামের ৫ টি ফরজের মধ্যে ৩ নম্বর ফরজ। মহান আল্লাহ তাআলা সকল মুসলমান ব্যক্তির জন্য রোজা ফরজ করেছেন। মুসলিমদের জন্য রমজান মাস আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত। যা লিখে বুঝানো সম্ভব নয়। আল্লাহ তাআলা বান্দার গুনাহ্ মাফ করার জন্য বিশেষ একটি মাস এই রমজান। রোজার স্ট্যাটাস অনেকেই পছন্দ করেন। আপনাদের জন্য কিছু রমজান মোবারক স্ট্যাটাস, এসএমএস, মেসেজ, উক্তি এবং ছন্দ এবং শুভেচ্ছা বার্তা শেয়ার করা হয়েছে।

রমজানের পিক ও ছবি
রমজানের পিক ও ছবি

রমজান নিয়ে স্ট্যাটাস । রমজানের স্ট্যাটাস

রমজান মাসে রোজার স্ট্যাটাস। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন, রমজানের ফেসবুক স্ট্যাটাস পেতে চান। তাদের জন্য মাহে রমজানের সুন্দর শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করা হয়েছে।

হে আল্লাহ,,,! রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা।

সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ। এসো নিয়ত করি, আজ থেকে সবাই ৫ ওয়াক্ত নামাজ পরি,,,,,। 

বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা, পাপ পূণ্যের হিসেব করে, চলবো সঠিক সোজা। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অভিনন্দন।

রমাজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না,,, কারণ রমজান আসেই পরিবর্তন এর জন্য। **শুভ রমজান**

হে রাব্বুল আলামি,,, রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে সুদীর্ঘ করে দিন।।

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে,,, রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।

বছর ঘুরে আবার এলো,, পবিত্র মাহে রমজান, মুসলমানদের সিয়াম এলো, যাতে করে দম পান। শুভ রমজান।

আসলো আবার রোজা,, তাইতো আমার নতুন করে,,, সোজা পথটি খোঁজা। সবাইকে প্রবিত্র রমজানের শুভেচ্ছা।

হাজার মাসের সেরা মাহে রমজান, এ মাসে আল্লাহর দয়া অফুরান। **রমজানুল মোবারক**

নতুন চাঁদের পবিত্র মাস,,, Wellcome to রমাজন মাস রোজা রাখবেন 30 দিন ভালো কাজে মন দিন খারাr কাজ ছেড়ে দিন,,, নামাজ পড়ুন প্রতিদিন **শুভ রমজান**

বিধান মেনে পালন করুন,, পবিত্র মাহে রমজান,,,,! গুনাহ থেকে মুক্তি পাবেন, আখিরাতে সম্মান। হ্যাপি রমজান।

꧂সাওম বান্দা ও আল্লাহর মাঝে নিতান্ত গোপন ইবাদত, তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।। 🕋 প্রবিত্র রমজানের শুভেচ্ছা 🕋

আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।

রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়,, দোযখের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। **সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা**


রমজানের শুভেচ্ছা বার্তা, এসএমএস, মেসেজ । রমজানের ছন্দ:

সারা বিশ্বের মুসলমানরা রমজানে সারাদিন রোজা রাখে। এই মাসটি আপনার ইচ্ছাকে সংযত করার সময়। এই রমজানে, আপনি যাদের চেনেন তাদের কাছে রমজানের ছন্দ, SMS, কবিতা এবং রমজান মোবারক শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন।

সিয়ামের মাস এলো, আল্লাহকে বলি চলো,,, সকল গোনাহ ক্ষমা করো, রহমান তুমি বড়।

শান্তি পাবে সবাই তবে যদি রাখো 30 দিনের সিয়াম, কুরআন হাসিস পড়ে সকলে,, করো নামাজ কায়েম।

রমজান এলে যায় গো চলে, সব ভেদাভেদ দ্বন্দ্ব,,, পুণ্য দিয়ে নেয় সাজিয়ে,,, পাপের দুয়ার বন্ধ। **রমজানের অভিনন্দন**

রমজান - বেহেস্তে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং,,, রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে বেহেস্তে প্রবেশের সুযোগ........ আল হাদিস।

এলো রে এলো-- মাহে রমজান, মুসলিমদের তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান, সওয়াবের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান, জং গুলো সব ঝরে গিয়ে, ঈমান করবে শাণ,,,,, রহমতেরই ডালি নিয়ে আসছে 🕌পবিত্র মাহে রমজান।

সামনে আসছে রোজার দিন, খারাপ কাজ ছেড়ে দিন , ভালো কাজে যোগ দিন, রোজা রাখবো ২৯/৩০ দিন , ইবাদত করব প্রতিটি দিন **মাহে রমজানের শুভেচ্ছা**

একটি একটি করে যাচ্ছে চলে পবিত্র মাস মাহে রমজান। কি করে দিবো আমি তার প্রতিদান, ক্ষমার আশায় আজও আমি তুলে দুই হাত । কবুল করো আল্লাহ তুমি,,  আমার মোনাজাত ।

রহমত বর্কত নাজাত পেতে চাইতে হবে দিনে রাতে। ঈমান তোমার করতে তাজা রাখতে হবে ত্রিশ রোযা। ** রমাজন মোবারাক**

🕋রমজান মাসে যদি কেউ তুলে দুটি হাত,,,, আল্লাহর দয়ায় পায় সে গুনার নাযাত। ꧁রমজান মোবারক꧁

অঙ্গিকার করলাম আজকে সবাই,,, রাখবো সকল রোজা,,, মিথ্যে কথা বলবো না আর,,, কমবে পাপের বোঝা।

꧁খারাপ কাজ ত্যাগ করতে, চায় সব রোজাদার, মাস শেষে পূণ্য ধরতে আছে যত বোঝা যার। **রমজানের শুভেচ্ছা**

আম্মুকে আজ বলছে খোকা রাখবে ত্রিশ রোজা, চাইবে ক্ষমা করতে জমা ভালো কাজের বোঝা। *** সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা***


রমজান নিয়ে উক্তি ও বানী:

রামাদান হলো মহান আল্লাহর ইবাদতের উৎসব। রমজান উপলক্ষে মুসলমানদের সাওম পালন করতে হয়। রমজান মাসে পুরো ৩০ দিন রোজা পালন করা হয় এবং অবশেষে ঈদুল ফিতর উৎযাপন করে , এটি পবিত্র মাসটিকে বিদায় জানানো হয়। আপনি যদি রমজানের উক্তি নিতে চান তাহলে এখানে চোখ রাখুন।

সাওম বান্দা ও আল্লাহর মাঝে নিতান্ত গোপন একটি ইবাদত। তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক খুবই দৃঢ় হয় **আল হাদিস।

বছর ঘুরে চলে এলো মুক্তির মাস, নাজতের মাস, কোনআন শরীফ নাজিলের মাস, পবিত্র মাহে রমজানের মাস। যে মাসে মহান আল্লাহ তা’য়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন।

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম** আল হাদিস। 

কিয়ামতের দিন সাওম মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে। **** আল হাদিস।

মানুষ সবসময় মৃত্যু থেকে বাচাঁর চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।

🕌দুনিয়াতে সব চাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা, আর সব চাইতে সহজ কাজ হলো অন্য কারও সমলোচনা করা...... (হযরত আলী রাঃ)

জগতে সেই সবচাইতে কৃপন, যে মুসলমান অন্য একজন মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে। - বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ)।

যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল, বাতিল, বতিল। - বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)

জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানিনা আমার ভালোবাসায় আছে কি ছুল, একবারও হলেও দেখা দাও হে প্রিয় রাসূল (সঃ)

কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়। ঠিক তেমনি আল্লহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। 

দুনিয়ার সবচাইতে জটিল অংকের নাম হলো Jibon। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। 

যদি রাখো রোজ,,, মন হবে তাজা। যদি পড় নামাজ,,, শক্ত হবে সমাজ। যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান।

সাওম হল আত্মসংযম, যা আমাদের সব খারাপ কাজ হতে বিরত রাখে - আল হাদীস

আরও কিছু ইসলামিক পোস্ট -
আশা করি, রমজানের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ছন্দ | রমজান নিয়ে উক্তি পোস্টের রোজার শুভেচ্ছা বার্তা সংগ্রহ করতে পেরেছেন। আল্লাহ যেন সবাইকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন।
Previous Post Next Post