এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
প্রিয় শিক্ষর্থীরা, এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ পোস্টে আপনাদের স্বাগতম। SSC result dekhar niyom. কিছুদিন আগে এসএসসি রেজাল্ট ২০২৩ পরীক্ষা শেষ হয়েছে। তাই সকলেই অধীর আগ্রহে আপেক্ষা করছে এসএসসি রেজাল্টের জন্য।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল মার্কশীট ও নাম্বার সহ দেখার নিয়ম অনেকেই জানতে চায়। সাধারণত রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই এসএসসি রেজাল্ট বের করার নিয়ম জানা থাকলে রেজাল্ট দেখতে পারবেন।

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে সর্বমোট ১১ টি শিক্ষাবোর্ড তাদের নিজস্ব ওফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট তারিখে পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩০ এপ্রিল এবং শেষ হয় ২৩ মে ২০২৩ তারিখে। SSC result 2023 প্রকাশিত হবে সম্ভাব্য ২৫-৩১ জুলাই এর মধ্যে।

এই পোস্টে যা যা থাকছেঃ

এসএসসি রেজাল্ট ২০২৩

সারাদেশে ২৫ জুলাই থেকে ৩১ জুলাই এর মধ্যে এস এস সি রেজাল্ট ২০২৩ প্রকাশিত হবে।এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩, কিভাবে ssc রেজাল্ট দেখবো, ও এসএসসি রেজাল্ট কবে প্রকাশিত হবে জানতে বিস্তারিত পোস্টটি পড়ুন।

পরীক্ষার রেজাল্ট দেখার ২ টি উপায় রয়েছে। একটি হলো শিক্ষা বোর্ডের ওফিসিয়াল সাইট থেকে এবং অপরটি হলো এসএমএসের মাধ্যমে। এবারের এসএসসি / দাখিল পরীক্ষার রেজাল্ট ও সমমান ফলাফল বরাবরের মত পাওয়া যাবে, পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল দেখতে পারবে। এবার আসুন আমরা জেনে নিই এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম।

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

অনলাইনে SSC result দেখার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশান থাকতে হবে। রেজাল্ট দেখার ওয়েবসাইট থেকে মার্কশীটসহ এসএসসি রেজাল্ট ২০২৩ চেক করার নিয়মঃ

প্রথমে শিক্ষা বোর্ডের অফিসিয়ার ওয়েবসাইট https://eboardresults.com/v2/home ব্রাজউ করবেন। তারপর নিচের চিত্রের মাতো একটি পেইজ আসবে, সেখানে আপনার তথ্যগুলো দিয়ে ফলাফল দেখতে পারবেন।
অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
  • Examination: এই অপশনটিতে পরীক্ষার্থীর পরীক্ষার নাম সিলেক্ট করুন। SSC অথবা সমমানের রেজাল্ট পেতে SSC/Dakhil/Equivalent অপশনটি সিলেক্ট করুন।
  • Year: পরীক্ষার বছর সিলেক্ট করুন। 2023 সালের SSC result পেতে ২০২৩ সাল সিলেক্ট করুন।
  • Board: পরীক্ষার্থী যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে সেই বোর্ড সিলেক্ট করুন। ডান পাশের সিলেক্ট বক্সে ৯ টি সাধারণ শিক্ষা বোর্ড সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এর দেওয়া নাম আছে। সেখান থেকে সঠিক বোর্ডটিকে সিলেক্ট করুন।
  • Result Type: এটা একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। ডান পাশের সিলেক্ট বক্সে অনেকগুলো অপশন রয়েছে। পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট পেতে চাইলে Individual Result অপশনটি সিলেক্ট করুন। এই অপশনটি সিলেক্ট করলে Roll ও Registration লেখা দুটি নতুন অপশন দেখা যাবে। আর Institution Result সিলেক্ট করলে গোটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট পাওয়া যাবে।
  • Roll: এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজীতে টাইপ করুন|।
  • Registration: পরীক্ষার্থীর রেজিস্টেশন নাম্বার টাইপ করবেন।
  • Security Key: এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটু জটিল। এখানে কতগুলো আঁকাবাঁকা ইংরেজী অক্ষর দেখা যাবে। অক্ষরগুলো ভালোভাবে দেখে ও বুঝে হুবহু ডান পাশের বক্সে টাইপ করতে হবে। যদি অক্ষরগুলো সঠিক না দিয়ে থাকেন, তবে Error ম্যাসেজ আসবে। আর কোন কারণে যদি অক্ষর গুলো বুঝতে সমস্যা হয়, তাহলে Reload বাটনে ক্লিক করে নতুন অক্ষর লোড করে নিতে পারবেন।
  • Get Result: মার্কশীট সহ রেজাল্ট পেতে সবশেষে এই বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পূর্বে উপরের তথ্যগুলো সঠিকভাবে সিলেক্ট বা লিখেছেন কিনা তা পরীক্ষা করে নিন। সকল তথ্য সঠিক হলে বাটনটিতে ক্লিক করার কিছুক্ষণ পর, উক্ত পরীক্ষর্থীর রেজাল্ট দেখতে পাওয়া যাবে।
আরও গুরুত্বপূর্ণ পোস্ট - এস এস সি রেজাল্ট বের করার নিয়ম

ফলাফল প্রকাশিত হলে বাংলাদেশ শিক্ষা বোর্ডের সকল ওয়েবসাইট অতিরিক্ত ভিজিটরের কারণে সার্ভার ডাউন হয়ে যায় হয়ে যায়। তাই এর বিকল্প হিসাবে রয়েছে মোবাইল এসএমএস পদ্ধতি। এবার আনুস জেনে নিই এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ এসএমএস পদ্ধতি।

এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি রেজাল্ট মোবাইল ফোন ব্যবহার করে SMS এর মাধ্যমে খুব সহজে জানা যাবে। এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছাড়াই যেকোনো রেজাল্ট দেখা যায়। কিন্তু সেক্ষেত্রে টেলিটক সিম হতে ফলাফল দেখলে আপনি বাড়তি সুবিধা পাবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, টেলিটক সিম দ্বারা খুব দ্রুত রেজাল্ট চেক করা যায় ।


SSC Result এসএমএস এর মাধ্যমে অন্য সিম অপারেটর এর থেকেও দেখা যায়। কিন্তু ফিরতি এসএমএস পেতে  কিছুটা দেরী হতে পারে।
  • [message]
    • এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
      • SSC <স্পেস> JES <স্পেস> Roll <স্পেস> 2023 টাইপ করে পাঠাবেন 16222 নাম্বারে।
উদাহরন: SSC JES 344354 ২০২৩ লিখে পাঠাবেন 16222 নাম্বারে।

সকল বোর্ড নামের প্রথম ৩ টি অক্ষরঃ

ক্রমিক নংবোর্ডের নামপ্রথম ৩টি অক্ষর
ঢাকা বোর্ডDHA
কুমিল্লা বোর্ডCOM
দিনাজপুর বোর্ডDIN
চট্টগ্রাম বোর্ডCHI
বরিশাল বোর্ডBAR
সিলেট বোর্ডSYL
রাজশাহী বোর্ডRAJ
যশোর বোর্ডJES
ময়মনসিংহ বোর্ডMYM

আরও কিছু পোস্ট -
আশা করি, এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ (SSC result dekhar niyom) পোস্টটি পড়ে শিখেছেন এস এস সি রেজাল্ট ২০২৩ দেখার পদ্ধতি সম্পর্কে, এখন আপনি নিজেই রেজাল্ট দেখতে পারবেন। যদি আপনার রেজাল্ট চেক করতে না পারেন তাহলে আমাদের ফেসবুক পেইজে আপনার রোল নম্বর ও বোর্ডের নাম দিন। আমরা আপনার রেজাল্ট বের করে দিব।
No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url