স্বাধীনতা দিবসের স্ট্যাটাস, উক্তি, কবিতা ও ছন্দ

মহান স্বাধীনতা দিবসের স্ট্যাটাস, উক্তি, কবিতা ও ছন্দ পোস্টে আপনাদের স্বাগতম। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ঘোষনা করা হয়। আপনি যদি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, ছন্দ এবং উক্তি খুজে থাকেন তাহলে এই shadhinota dibosh status পোস্টটি আপনার জন্য।

স্বাধীনতা দিবসের স্ট্যাটাস, উক্তি, কবিতা ও ছন্দ
স্বাধীনতা দিবসের স্ট্যাটাস, উক্তি, কবিতা ও ছন্দ

আজ ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। আমাদের দেশের স্বাধীনতা দিবস ১টি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতার সূর্য। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এর মধ্য দিয়ে। ১৯৭১ সালের ২৬শে মার্চ ১ম প্রহরে জাতির জনক শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘােষণা করেন। আমাদের দেশের প্রতিটি মানুষের জীবনে এ দিবসটির গুরুত্ব অপরিসীম। এই দিনটি নব প্রত্যয় ও শপথ গ্রহণের দিন। স্বাধীনতা দিবসের দিনে আমাদের দেশে উৎযাপিত হয় নানা রকম অনুষ্ঠান। সামজিক যোগাযোগ মাধ্যমে চলে স্বাধীনতা দিবসের ফেসবুক স্ট্যাটাস

আমাদের দেশের মানুষ স্বাধীনতা অর্জনে সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই এই দিবসটিকে ঘিরে নানা আয়োজন। ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস জানানোর জন্য স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা এবং শুভেচ্ছা বার্তা নিয়ে আজকের বিস্তারিত পোস্টটি সাজানো হয়েছে।

স্বাধীনতা দিবসের স্ট্যাটাস বাংলা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকে ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতা দিবসের স্ট্যাটাস খুজে থাকে। আপনাদের জন্য এখানে কিছু স্বাধীনতা দিবস নিয়ে স্ট্যাটাস শেয়ার করা হয়েছে। 
স্বাধীনতা দিবসের ছবি
স্বাধীনতা দিবসের ছবি

স্বাধীনতা দিবসের স্ট্যাটাস । স্বাধীনতা দিবস স্ট্যাটাস

 স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে স্বাধীনতা দিবস। **সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা**

আজ মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার চেতনা আমাদের সকলকে জীবনে সাফল্য এবং গৌরব অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাক। শুভ স্বাধীনতা দিবস!

অনেক শহীদের রক্ত রাঙ্গা আমাদের এই স্বাধীনতা. তাই এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। নিজেরাই আমাদের বাংলাদেশকে তুল্যরুপে প্রথম স্থানে নিয়ে যেতে পারি। আজ হতেই হোক তার শুরু। **শুভ স্বাধীনতা দিবস**

আমাদের স্বাধীনতার স্বাদ দিতে,,,, লাখ লাখ মানুষ তাঁদের জীবনের পরুয়া করেননি। তাদের সেই অবদান কখনও ভোলার নয়। সব দেশবাসীকে আমার পক্ষ থেকে স্বাধীনতা দিবসের অভিনন্দন,,,,,,।

এমন ১ সুন্দর ঐক্যবদ্ধ দেশে জন্মগ্রহন করতে পেরে আমরা গর্বিত! যাদের আত্নত্যাগের কারনে আমারা স্বাধীনতা লাখ করেছি তাদের ঋণ কখনও ভুলার নয়। বাংলাদেশের এই স্পেশাল দিবসে পত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিন্দন।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস

স্বাধীনতা দিবসে এটা জানার সবথেকে সঠিক সময় যে, আমরা কে এবং আমাদের অস্তিত্ব কতখানি মূল্যবান,,,,,,,,,, সবাইকে স্বাধীনতা দিবসের প্রাণডালা অভিনন্দন।

সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনে ক শুভেচ্ছা। আসুন আজকের এই দিবসটি উদযাপন করি তাদের জন্য, যারা আজ আমাদের দেশের স্বাধীনতা অর্জনের জন্য তাদের রক্ত দিয়েছে। তারাই দেশের গৌরব অর্জনের যোগ্য।।

২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ৯ মাসের রক্তয়ী যুদ্ধে, ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,,,,,, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,,। বাংলাদেশে জন্মগ্রহন করতে পেলে আমারা গর্বিত। সকলকে স্বাধীনতা দিবসের প্রাণডালা শুভেচ্ছা।

প্রত্যেক জাতিরই এমন কতকগুলো গৌরবোজ্জ্বল জাতীয় দিবস রয়েছে, যেগুলোকে জাতি অত্যন্ত মর্যাদার সাথে পালন করে থাকে। বাঙালি জাতির সে রকম একটি গৌরবোজ্জ্বল দিবস স্বাধীনতা দিবস।

স্বাধীনতা দিবস নিয়ে ফেসবুক স্ট্যাটাস

স্বাধীনতা হলো লিখতে পারি,,, বলতে পারি কথা,,,, স্বাধীনতা হলো লাল-সবুজের ১খানি পতাকা **শুভ স্বাধীনতা দিবস।

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস,, স্বাধীনতা দিবসে জানাই গর্বিত অভিনন্দন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Aj Ami Shadhin,,,, Shadhin Chinta, Shadhin Mullobud,, Amakai Aj kora Jatha Hoba Mayar Riner Shud....

২৬ শে মার্চ তুমি বাঙ্গালির অহংকার, তুমি কোটি জনতার, বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।। *স্বাধীনতা দিবসের শুভেচ্ছা*

তোমার সম্মান তখনই বাড়বে, যখন বিদেশে গিয়ে তুমি নিজের দেশের সম্মান বাড়াতে পারবে,,,,,, আর গর্বসহকারে বলতে পারবে ***আমি বাংলাদেশী>> শুভ স্বাধীনতা দিবস।

স্বাধীনতা দিবস ছোট কবিতা ও ছন্দ

আমাদের দেশে স্বাধীনতা দিবস উদযাপন করতে কবিতা, স্বাধীনতা দিবসের ছন্দ, মেসেজ, SMS অনেকেই খুঝে থাকে। ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে মানুষের আবেগ, অনুভুমি যুক্ত থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখানে কিছু স্বাধীনতা দিবসের কবিতা শেয়ার করা হয়েছে।

স্বাধীনতা (shadhinota) তুমি, অনেক বেশি দামী।। স্বাধীনতা তুমি ইচ্ছে মত নদীর কুলে ভেলায় ভাষা,,, স্বাধীনতা তুমি ধান-শালিকের মুক্ত সুরের কথা।। ** সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা **

স্বাধীনতা দিবসে মন,,,, খুশিতে উচ্ছ্বসিত। স্বাধীন দেশের জন্মলগ্নে চঞ্চল হয় চিত্ত।  সবাইকে স্বাধীনতা দিবসের প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন।

কত শত লোক খুশিতে পাগল,, উড়ায় জাতীয় পতাকা,,,,,,, স্বাধীন দেশের নাগরিকবোধে- হ্রদয়েতে খুশির রেখা ***সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

স্বাধীনতা তুমি দিয়েছ মোদের বাক স্বাধীনতার আদেশ। তুমি দিয়েছ মোদের এক শান্তির প্রদেশ।  শুভ স্বাধীনতা দিবস

হাজারও আগাত,,, হাজারও কষ্টে যারা দিয়েছিল প্রাণ.,, বিনম্র শ্রদ্ধাভারে তাদের জানাই সালাম। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।।।

স্বাধীনতা দিবস নিয়ে এসএমএস । স্বাধীনতা দিবসের মেসেজ

বিজয় মানেই স্বাধীনতা মুক্ত পাখির ডানা, নীল আকাশে উড়তে কভু থাকবে নাকো মানা শুভ স্বাধীনতা দিবস।

18 কোটি মানুষের দেশ আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের প্রতিটি মানুষ যদি দেশের জন্য নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলেই আমাদের দেশ নিজের ঐতিহ্য রক্ষা করতে পারবে।

হাজার বিপ্লবীর রক্তে রাঙ্গা আমাদের এই স্বাধীনতা দিবসের বাংলাদেশি যা আজ প্রতি মূহুর্তে আরো উন্নতি করে চলেছে।। তাদের কথা আমাদের কখনই ভোলা উচিত নয়,,, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আমরা গর্বিত বাংলাদেশি।। বাংলাদেশ আমার মায়ের সমান. জয় বাংলা,,,, শুভ স্বাধীনতা দিবস।

স্বাধীনতা তুমি,,,,,,,, সেই 1971 সালের 26শে মার্চ। স্বাধীনতা তুমি আমার মায়ের মুখের হাসির ছবিটা, স্বাধীনতা তুমি সাঝ বেলায় আমার প্রিয় কবিতা।। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

হে স্বাধীনতা দিবস,,,, বাঙালির সুদীর্ঘকালের শোষন বঞ্চনার ইতি হলো আজ তোমার হাত ধরে। শুভ স্বাধীনতা দিবস।

স্বাধীনতা টাকা দিয়ে কেনা যায় না। দেশ তখনই স্বাধীন হয়, যখন লক্ষ-লক্ষ মানুষ নিজেদের প্রাণ বলিদান দেন। আজকের এই দিনে সেই সব সাহসী যোদ্ধাদের স্মরণ করুন এবং দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

স্বাধীনতা দিবস নিয়ে উক্তি। বানী ও স্লোগন

বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন উজ্জ্বল নক্ষত্র। তার কিছু উক্তি ও বানী এখানে শেয়ার করবো। যারা স্যোসাল মিডিয়াতে স্বাধীনতা দিবেসের উক্তি শেয়ার করতে চান তাদের জন্য এই পোস্টটি।

এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে,,,,, যদি আমার এদেশের মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক ভাইয়েরা আছে তারা কাজ না পায় বা চাকরি না পায়। **শেখ মুজিবুর রহমান। 

যদি আমি এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে না পারি,,,,, আমি যদি দেখি এদেশের মানুষ দুঃখী,,,,, আর যদি দেখি এদেশের মানুষ পেট ভরে খায় নাই,,,, তাহলে আমি শান্তিতে মরতে পারব না,,,। **শেখ মুজিবুর রহমান**

সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন। **শেখ মুজিবুর রহমান।

গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। ****শেখ মুজিবুর রহমান। 

দেশের সাধারণ মানুষ, যারা আজও দুঃখী, যারা আজও নিরন্তর সংগ্রাম করে বেঁচে আছে, তাদের হাসি-কান্না, সুখ-দুঃখকে শিল্প-সাহিত্য-সংস্কৃতির উপজীব্য করার জন্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের প্রতি আহবান জানাচ্ছি। -শেখ মুজিবুর রহমান…

সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি ও মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ, শান্তি ও স্বপ্ন এবং আশা-আকাঙ্খাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্য-সংস্কৃতি। **শেখ মুজিবুর রহমান।

আমাদের স্বাধীনতার চেতনা ধারন করার জন্য ২৬ শে মার্চ আমাদের দেশের প্রতিটি মানষের জীবনের গুরুত্বপূর্ণ দিন।

আমি পাখি নই। আমি বাসা বানিয়ে নেবার ফাঁদেও পড়তে চাই না। আমি মুক্তচিন্তা এবং ইচ্ছার সাথে বেড়ে ওঠা একজন স্বাধীন মানুষ। **চার্লোট্টি ব্রোন্টি।

Shadhinotar jonno Lorai kora mittoboron kora, Pordinotay sarajobon Katanur thaka onek Vhalo **bob Marla**

স্বাধীনতা আমাকে পথ দেখিয়েছে,,,, দিয়েছে বাচাঁর আশ্বাস। আমি স্বাধীনতার গান গাই। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিন্দন।

Aberer Songram Shadhinotar Songram.... Aberer Songram Muktir Songram..... **Sheikh Mujibur Rahman**

Amra Jokon Mortha Shikachi, Tokon kaw Amader Dabatha Parbha Na. **Sheikh Mujibur Rahman**

স্বাধীনতা মানে একটা মানচিত্র,,, স্বাধীনতা মানে একটা লাল সবুজের পতাকা, স্বাধীনতা মানে একটা গর্বিত জাতি, স্বাধীনতা মানে অস্তিত্বে বাংলাদেশ। শুভ স্বাধীনতা দিবস।।

কারো দানে পাওয়া নয়, রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 


আরও কিছু পোস্ট - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছবি

আশা করি, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের স্ট্যাটাস, উক্তি, কবিতা ও ছন্দ পোস্টটি হতে বঙ্গবন্ধুর উক্তি ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা সংগ্রহ করেছেন। স্বাধীনতা দিবসের ছন্দ । স্বাধীনতা দিবস নিয়ে স্ট্যাটাস।
No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url