৫০+ ইসলামিক পোস্ট ও ছবি - AjkerFact

ইসলামিক পোস্ট: আসসালামু আলাইকুম, ৫০+ ইসলামিক পোস্ট ও ছবি পাতায় আপনাদের স্বাগতম। বাংলা ইসলামিক পোস্ট ছবি সহ ডাউনলোড করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য বিভিন্ন এপ বা ওয়েবসাইটে অনেকেই খুজাখুজি করে থাকেন। আজকের পোষ্টে islamic post bangla pic শেয়ার করবো।

৫০+ ইসলামিক পোস্ট ও ছবি
ইসলামিক পোস্ট ও ছবি
ইসলামিক পোস্ট । নতুন ইসলামিক পোস্ট । ফেসবুক ইসলামিক পোস্ট । ইমলামিক পোষ্ট পিকচার । ইসলামিক ছোট বাংলা স্ট্যাটাস । ইসলামিক পোস্ট লেখা । ইসলামিক ফেসবুক পোষ্ট ও ছবি । ইসলামিক পোষ্ট এবং হদিস নিয়ে আজকের পাতাটি সাজানো হয়েছে।

আমাদের মধ্যে অনেকেই আছেন ইসলামিক কথাবার্তা শুনতে অনেক ভালোবাসেন। আবার অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিতে পছন্দ করেন। আপনি যদি ইসলামিক ক্যাপশন বা Islamic Post খুজে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।

ইসলামিক পোস্ট

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক পোস্ট দিতে ভালোবাসেন। আপনারা চাইলে এই পাতা থেকে ইসলামিক বাংলা পোস্ট গুলো শেয়ার করতে পারেন। ৫০ টি নতুন ইসলামিক পোস্ট ।

বাংলা ইসলামিক পোস্ট

বাংলা ইসলামিক পোস্ট
বাংলা ইসলামিক পোস্ট
তুমি ভরসা করো আল্লাহর উপর কর্ম সম্পাদনে আল্লাহ`ই যথেষ্ট। -সূরা আল-আহযাব, আয়াতঃ ০৩

সব নিয়ামত শেষ পর্যন্ত আর্শীবাদ হয়না, সব দুঃখ-কষ্ট মানেই আজাব না। -ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)

অসৎ লোক কাউকে সৎ ভাবতে পারেনা, সকলকেই সে নিজের মত ভাবে! -হযরত আলী রাঃ

সেই কান্নার চাইতে সুন্দর আর কোনোকিছু নেই, যে কান্না আনন্দ এবং সবর থেকে আসে। -আরিফ আজাদ

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? -সূরা ইনফিতার, আয়াতঃ ০৬
ইসলামিক পোস্ট বাংলা
ইসলামিক পোস্ট বাংলা

রাসূল সাঃ বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দ্বারপ্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি, যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না। -সুনানে আবু দাউদ, ৪৮০২

যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের জন্য কষ্টকর সকল কাজগুলোই সহজ হয়ে যায় যখন তারা জানেন যে আল্লাহ তাদেরকে শুনছেন। -ইমাম ইবনুল কাইয়্যিম আয-জাওযিয়্যাহ [আল-ফাওয়াঈদ, পৃষ্ঠাঃ ১১৯]

১ দিন হযরত মুহাম্মদ (সাঃ) সাহাবিদের সামনে বললেন, নিঃসঙ্গ একাকী মানুষগুলো এগিয়ে গেলো। সাহাবিগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাঃ! একাকী মানুষ কারা? তিনি বলেন, আল্লাহর বেশি বেশি যিকরকারীগণ। (মুসলিম, আস-সহিহঃ ৪/২০৬২)

আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দু`টি জান্নাত! -সূরা আর রহমান, আয়াতঃ ৪৬

একাকিত্ব বোধ তখনই ছেড়ে চলে গিয়েছে, যখন অনুভব করেছি রব`ই আমার আপন সঙ্গী। আলহামদুলিল্লাহ। -ফুরকানা নূর

হাদিস ইসলামিক পোস্ট

হাদিসের ইসলামিক পোস্ট
হাদিসের ইসলামিক পোস্ট

হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, কেউ তোমাদের ফুল দিলে তা যেনো প্রত্যাখ্যান না করো, কেননা তা বহনে হালকা ও ঘ্রাণে উত্তম। -মুসলিম (হাদীসঃ৫৬৮৭)

যে হৃদয় পুড়ে গেছে পাপের রোদে তাওবার বৃষ্টি সেখানে ফের জাগিয়ে তোলে প্রাণের স্পন্দন। বইঃ আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। -সূরা আরাফ, আয়াতঃ ১৫৬

মানুষ হচ্ছে সময়ের সমষ্টি, জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া। -ইমাম শাফেয়ী (রাহিঃ)

মানুষ কি মনে করে যে, তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে? -সূরা কিয়ামাহ, আয়াতঃ ৩৬
ইসলামিক পোস্ট হাদিসের
ইসলামিক পোস্ট হাদিসের

শুধু ধৈর্যশীলদেরই,, তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোন হিসাব ছাড়াই। -(সূরা আয-যুমার, আয়াতঃ ১০)

দোয়া কবুল হওয়া থেকে সুদূরে অবস্থান করে গুনাহগার ব্যক্তি। তাই কবুলের পথটুকু গুনাহর আবর্জনা থেকে পবিত্র করে ফেলুন। -ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)

অনেক মানুষ দেখেছি যাদের জড়িয়ে রাখার মতোন কোন কাপড় ছিলনা, অনেক কাপড় দেখেছি, যা জড়িয়ে রাখা ব্যাক্তিরা মানুষ ছিলনা। -জালালুদ্দিন রুমি (রাহিঃ)

জেনে রেখো, আল্লাহর স্বরণেই অন্তর সমূহ প্রশান্তি লাভ করে। -সূরা আর-রা`দ, আয়াতঃ ২৮

হে আদম সন্তান! তুমি কয়েকটি দিনের সমষ্টি মাত্র। একটা দিন চলে যাওয়া মানে তোমার কিছু অংশ শেষ হয়ে যাওয়া। -ইমাম হাসান আল-বাসরি, [আয যুহদ, পৃষ্ঠা ২২৫]

ইসলামিক পোস্ট স্ট্যাটাস । ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

ইসলামিক পোস্ট স্ট্যাটাস
ইসলামিক পোস্ট স্ট্যাটাস

তাঁরা তাকওয়া নিয়ে কাঁদতেন। আর তোমরা গোনাহ নিয়ে হাসো? -ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ।

তোমাদের আপন সত্ত্বার মধ্যেও রয়েছে অনেক নিদর্শন। তোমরা কি তা দেখ না? -সূরা আয-যারিয়াত, আয়াতঃ ২১

জাহান্নাম ও জান্নাতবাসীরা সমান নয়, জান্নাতবাসীরাই সফলকাম। -সূরা হাশর, আয়াতঃ ২০

আমার ভয় হয় খ্যাতির কারণে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের কোন ভালো আমলই থাকবে না। -আইয়্যুব আস-সাখতিয়ান রাহিমাহুল্লাহ

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ কর। কারণ আমার উম্মতের দরুন জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। -সহি আত-তারগিব ১৬৭৩

যখন কোন বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্য হাতে ফিরিয়ে দেন না। -তিরমিজিঃ ৫/৫২০

ফেসবুকে ইসলামিক পোস্ট

ফেসবুক ইসলামিক পোস্ট
ফেসবুক ইসলামিক পোস্ট

প্রিয় জিনিসটা পা-ও নিই? আল্লাহ বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। -সূরা বাকারাঃ ২১৬

হে আল্লাহ! আমি না চাইতে আপনি আমাকে ইসলামের নিয়ামত দিয়েছেন। এখন আমি জান্নাত চাচ্ছি আমাকে জান্নাত দান করুন। -ইমাম শাফিঈ (রঃ)

রমযাম মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়ত স্বরুপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরুপে। -সূরা আল-বাকারা, আয়াতঃ ১৮৫

সৌন্দর্য নামাজে প্রকাশ পায়, নিজেকে সুন্দর করার জন্য কতোই না সময় ব্যায় করি, অথচ নামাজের জন্য সময় হয়না। -মাহফুজ আনাম

প্রত্যেক ব্যক্তির দো`আ কবুল হয়ে থাকে, যদি সে তাড়াহুড়া না করে। -সহীহ বুখারীঃ ৬৩৪০
ইসলামিক পোস্ট ফেসবুক
ইসলামিক পোস্ট ফেসবুক

রমাদান, এই মাসটা নিজেকে পরিবর্তনের মাস! তাই কেউ নিজের মধ্যে পরিবর্তন আনলে তাকে টিটকারি দিবেন না।

আল্লাহর দেয়া সৌন্দর্যের পরিবর্তনে সময় ব্যয় না করে রবের ইবাদাতে এবং শুকরিয়া আদায়ের সময় তৈরি করেন। -মাহফুজ আনাম

তোমরা তাদের অনুসরণ কর যারা তোমাদের কাছে কোন প্রতিদান চায়না আর তারা সৎপথ প্রাপ্ত। -সূরা ইয়াসিন, আয়াতঃ ২১

অতএব (হে জ্বীন ও মানুষ) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে? -সূরা আর-রহমান, আয়াতঃ ১৮

ইসলামিক পোস্ট লেখা

ইসলামিক পোস্ট লেখা
ইসলামিক পোস্ট লেখা

মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। -ইবনে মাজাহঃ ১০৯৮

জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন শুধু সাওম পালনকারীরাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। -সহীহ বুখারীঃ ১৮৯৬

সময় হচ্ছে তরবারীর মত, আপনি যদি সেটা দিয়ে না কাটেন সেটা আপনাকেই কেটে দিবে। -ইমাম শাফইয়ি

যে আল্লাহর কাছে চায়না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন।  -ইবনে মাজাহঃ ৩৮২৭

রাসুলুল্লাহ সাঃ বলেন- আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও, কেননা নিশ্চয়ই কবরের আজাব সত্য। -মুসনাদে আহমদ ২৪৫২০

ইসলামিক পোষ্ট ছবি ও পিকচার

এবার আমারা ইসলামিক পোস্ট এর ছবি বা পিকচার শেয়ার করবো। যেগুলো সহজেই ডাউনলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে পারবেন। Islamic post.
ইসলামিক পোস্ট ছবি
ইসলামিক পোস্ট ছবি

ইসলামিক পোস্ট পিকচার
ইসলামিক পোস্ট পিকচার

ইসলামিক পোস্ট ও ছবি
ইসলামিক পোস্ট ও ছবি

ইসলামিক পোস্ট পিক
ইসলামিক পোস্ট পিক

মেয়েদের নিয়ে ইসলামিক নতুন পোস্ট
মেয়েদের নিয়ে ইসলামিক নতুন পোস্ট

প্রশ্নঃ ইসলামিক লেখা কি ফেসবুকে পোস্ট করতে পারবো?
উত্তরঃ হ্যা, অবশ্যই। ইসলামিক লেখাগুলো আপনার যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারবেন।

প্রশ্নঃ ইসলামিক পোস্ট ফেসবুকে শেয়ার করলে গুনাহ হবে কি?
উত্তরঃ মহান আল্লাহ তায়ালাকে খুশি করার জন্য ইসলাম প্রচার-প্রসারের জন্য ইসলামিক পোস্ট করা হয় তাহলে সেটা নিশ্বন্দেহে অনেক ভালো। তবে যদি আপনি লাইক, কমেন্ট, অথবা পোস্টে রিচ বারানো জন্য শেয়ার করেন তাহলে তা নিসন্দেহে রিয়া (লোক দেখানো আমল) হিসেবে গণ্য করা হবে। আর রিয়া হল, ছোট শিরক।

আরও ডাউনলোড করুন - ইসলামিক পিকচার ও ছবি

আশা করি, ৫০+ ইসলামিক পোস্ট ও ছবি ভালো লেগেছে । এই পাতা থেকে বাংলা নতুন ইসলামিক পোস্ট, ইসলামিক পোস্ট স্ট্যাটাস, ইসলামিক পোস্ট ও পিকচার ডাউনলোড করতে পারবেন।
No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url