ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখার নিয়ম

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখার নিয়ম
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখার নিয়ম

পলিটেকনিক রেজাল্টঃ আস্সালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখার নিয়ম পোষ্টে আপনাদের স্বাগতম। আপনি নিশ্চই কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখার নিয়ম জানতে এখানে এসেছেন? এই পোষ্টে কারিগরি রেজাল্ট (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং) রেজাল্ট দেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। 

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যাবতীয় কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর উপর ন্যাস্ত। পলিটেকনিক শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট BTEB এর ওয়েবসাইট www.bteb.gov.bd এ প্রকাশিত করার হয়। 

আমাদের দেশে প্রত্যেক বছর সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইস্টিটিউট থেকে হাজার হাজার বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী সেমষ্টার ফাইনাল পরীক্ষা দেয়। এইসব পলিটেকনিক প্রতিষ্ঠানের সকল শিক্ষা কার্য়ক্রম কারিগরি শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত হয়। 

BTEB তাদের ওয়েপসাইট www.bteb.gov.bd এ কারিগরি শিক্ষার যাবতীয় নোটিশ ও ফলাফল PDF প্রকাশ করে। রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন সকল শিক্ষার্থী ঐ ওয়েপসাইটে ভিজিট করার কারনে ঐ ওয়েপসাইট লোড হতে সময় লাগে। ঐ সমস্যা এড়াতে আমাদের দেওয়া লিংক থেকে খুব সহজে ফলাফল বের করতে পারবেন। 

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট


আজকের পোষ্টে পলিটেকনিক (polytechnic) বা ডিপ্লোমা রেজাল্ট (Diploma result) দেখার নিয়ম নিয়ে আলোচনা করবো।

ডিপ্লোমা রেজাল্ট কবে প্রকাশিত হবে?

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফলাফল কখন প্রকাশিত হবে তা কারিগরি শিক্ষা বোর্ডের উপার নির্ভর করে। প্রতিবছর পলিটেকনিকের রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার দেড় মাস পড়েই ফলাফল প্রকাশিত করা হয়। যেহেতু এবছর সকল সেমিস্টারের ফাইনাল ও রেফার্ড পরীক্ষা করোনা ভাইরাস এর কারনে অনেক দেরিতে শুরু হয়েছে, তাই কিছুদিন অপেক্ষা করার পরই আপনার কাঙ্কিত রেজাল্ট পেয়ে যাবেন।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংপরীক্ষার তথ্য
পরীক্ষার নাম- পর্ব সমাপনী পরীক্ষা
পরীক্ষার বছর-
পরীক্ষা শুরু-
পরীক্ষা শেষ-
ফলাফল প্রকাশের তারিখ-

ডিপ্লোমা রেজাল্ট দেখার নিয়ম:

কারিগরি শিক্ষা বোর্ডের পলিটেকনিক রেজাল্ট কিভাবে দেখবো? এ ডিপ্লোমা শিক্ষার্থদের মনে একটাই প্রশ্ন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখাতে প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপটির সাথে ইন্টারনেট কানেকশন যুক্ত করুন। তারপর নিচের ধাপগুলো ফলো করুন-

ধাপ - ১: আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এর ঠিকানা www.bteb.gov.bd লিখে Go অথবা Enter বাটনে ক্লিক করুন।

ধাপ - ২: কিছু সময়ের মধ্যেই আপনি পৌছে যাবেন  শিক্ষা বোর্ডের হোমপেজে। এবার ম্যানু থেকে রেজাল্ট তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ক্লিক করুন । নিচের চিত্রের মতো একটি পাতা চলে আসবে। 
ডিপ্লোমা রেজাল্ট দেখার নিয়ম
ডিপ্লোমা রেজাল্ট দেখার নিয়ম

ধাপ - ৩: এবার নিচের নিয়ম অনুসারে পরীক্ষার্থীর তথ্য দিতে হবে -
  1. Select Exam Type: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করুন।
  2. Select Exam Year: পরীক্ষার বছর নির্বাচন করুন।
  3. Type Roll No: আপনার বোর্ড রোল লিখুন।
  4. Type Reg No (Optional): রেজিস্টেশন নম্বর লিখুন। (যেহেতু অবশনাল তাই না লিখলেও চলবে)
ধাপ - ৪: View Result এ ক্লিক করার পর আপনার রেজাল্ট বের হয়ে যাবে। 


আশা করি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেখার নিয়ম পড়ার পর আপনার রেজাল্ট নিজেই মোবাইল দিয়ে দেখতে পারবেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ৩য় পর্ব, ৪র্থ পর্ব, ৫ম পর্ব, ৬ষ্ঠ পর্ব, ৭ম এবং ৮ম পর্বের রেজাল্ট  এই পদ্ধতিতে বের করতে পারবেন। 
No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url