মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম।

আস্সালামু আলাইকুম। মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম পোষ্টে আপনাদের স্বাগত্বম। কভিড-১৯ সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের কিছু বিধিনিষেধ থাকছে। 21 এপ্রিল নাগাদ জরুরি সেবার দরকারে যাতায়ত বা চলাফেরার জন্য লাগবে movement pass। মুভমেন্ট পাস- দিতে সর্বমোট ১৪ ‍টি শ্রেণিতে বাংলাদেশ পুলিশ একটি বিশেষ অ্যাপ চালু করেছে ।

মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম
মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম


কাচাঁবাজারে ও মুধির দোখানে, হাসপাতাল ও ফার্মেসিতে, কৃষিকাজ, যাতায়ত ও চলাফেরা, পন্যদ্রব্য পরিবহনে, ত্রাণ বিতরণ, মৃতদেহ সৎকার ও ব্যবসার ক্ষেত্রে মুভমেন্ট পাস দেওয়া হবে।

এই লকডাউনে বাড়ি থেকে নিতান্ত দরকারে কেউ বের হতে চাইলে মুভমেন্ট পাসের জন্য নিচের নিয়ম অনুসারে মুভমেন্ট পাসের আবেদন করতে হবে।

মুভমেন্ট পাসের আবেদন

আজকের পোষ্টে পুলিশের মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিত পোষ্টটি লেখা হয়েছে। movement pass আবেদন করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। নিচে মুভমেন্ট পাস ওয়েপসাইট এবং আবেদন করার নিয়ম বিস্তারিত লেখা হয়েছে। 

নিচের ধাপগুলো অনুসরন করে আপনি মোবাইল দিয়ে বা কম্পিউটারে movement pass আবেদন করে নিন।

১। আবেদন করার ওয়েপসাইট হলো - https://movementpass.police.gov.bd/। এই লিংকে ক্লিক নিচের  চিত্রের মতো একটি পাতা প্রদর্শিত হবে। 
মুভমেন্ট পাস আবেদন

২। উপরেরে ছবিটির অনুরুপ, মুভমেন্ট পাসের আবেদন একটি বাটন থাকবে সেখানে ক্লিক করবেন। এবার আপনার মোবাইল নাম্বার টাইপ করতে হবে এবং আপনার জন্ম তারিখ লিখে সাবমিট করতে হবে। তারপর নিচের ছবিটির মতো একটি পাতা চলে আসবে।
 
মুভমেন্ট পাস

৩। এবার আবেদনকারীর যাবতীয় তথ্য দিতে হবে। প্রথমে আবেদনকারী কোন জায়গা হতে কোন জায়গায় যাবে সে জায়গা লিখতে হবে। আবেদনকরী পুরুষ না মহিলা তা নির্বাচন করতে হবে। কি জন্য পাসের প্রয়োজন এবং পাস ব্যবহারের তারিখ লিখে সাবমিট করতে হবে।
movement pass

৪। সবকিছু সাবমিট করার পর আবেদনকরীকে মুভমেন্ট পাস দেওয়া হবে। সেটি প্রিন্ট করতে রাখতে হবে।

মুভমেন্ট পাস আবেদন করার পর পুলিশ যাচাই করে অনলাইনে কিউআর কোড স্ক্যানারসহ পাস দিওয়া হবে। পুলিশ ঐ পাস কোড স্ক্যান করে আবেদনকারীর যাততীয় ইনফরমেশন পরীক্ষা করে অনুমতি দিবে।

যাদের স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবস্থা ব্যবহার করেন তারা নিচের কমেন্ট বক্সে তাদের যাবতীয় তথ্য দিলে আমরা আপনাদের মুভমেন্ট পাস আবেদন করে দিবো একদম বিনামুল্যে।
No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url