ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় - ajkerfact

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায়
Laptop battery care: আসসালামু আলাইকুম, ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় পোষ্টে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে ল্যাপটপের ব্যাটারি চার্জের নিয়ম এবং ল্যাপটপের ব্যাটারি সমস্যা গুলো নিয়ে আলোচনা করব।

ল্যাপটপ বর্তমানে বেশিরভাগ কাজেই ব্যবহার করা হচ্ছে। ল্যাপটপ যে কোনও জায়গায় সহজেই বহন করা যায় এবং বিদ্যুত না থাকলেই এটি ব্যবহার করা যায়। তবে নিশ্চিত করতে হয় যে এটি কতক্ষন চার্জ থাকবে। যদি ল্যাপটপে চার্জ বেশিক্ষন না থাকে তবে এর সাথে চার্জারটি যুক্ত করে ব্যবহার করতে হয়। তাই বলা যায় ল্যাপটপ ব্যবহার কারিদের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ন বিষয়। আজ আমরা আপনার সাথে ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি। যার সাহায্যে আপনি ল্যাপটপ ব্যাটারি লাইফ বাড়িয়ে তুলতে সক্ষম হবেন।

আরও জানুন - 

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায়

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখতে হলে আপনাকে সর্বপ্রথম ল্যাপটপের ব্যাটারি চার্জের নিয়ম সর্ম্পকে জানতে হবে। ব্যাটারি নষ্ট হওয়ার প্রধান কারন হচ্ছে সঠিকভাবে চার্জ না করা।  তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ল্যাপটপের ব্যাটারি ভালো রাখবেন। 

ল্যাপটপের ব্যাটারি সঠিকভাবে চার্জ করুনঃ

ব্যাটারির আয়ু কমে যাওয়ার প্রধান কারন হচ্ছে আমরা সঠিকভাবে ল্যাপটপের ব্যাটারি চার্জের নিয়ম সর্ম্পকে জানি না। ল্যাপটপের লিথিয়াম বা পলিমার ব্যাটারিতে ১০০% চার্জ হয়ে যাওয়ার সাথে সাথেই এডাপ্টার বা চার্জার খুলে ফেলতে হবে। তাছাড়া চার্জ ১০০% হওয়ার আগেই চার্জ বন্ধ করা উচিত। ব্যাটারিতে সর্বোচ্চ ৮০ % চার্জ করা করাটাই উত্তম। ৪০ % ব্যাটারি খরচ করে আবার চার্জ এ বসালে ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে। 

অরিজিনাল চার্জার ব্যবহার করুনঃ

ল্যাপটপের ব্যাটারির সমস্যা গুলো সাধারনত সঠিকভাবে চার্জ না করার কারনে হয়ে থাকে। অনেক সময় আমরা অন্য চার্জারের সাহায্যে ল্যাপটপটি চার্জ করি যা ব্যাটারিকেও প্রভাবিত করে। প্রতিটি ল্যাপটপের আলাদা কনফিগারেশন রয়েছে। উচ্চ পাওয়ার চার্জার সহ ল্যাপটপটি চার্জ করা ব্যাটারির তাপ বাড়ায় এবং ব্যাটারিটি ক্ষতির কারণ হয়। লো পাওয়ার চার্জারটি চার্জ করলে ব্যাটারির পাওয়ার পারফরম্যান্স হ্রাস পায়।

ল্যাপটপ চার্জে লাগিয়ে চালাবেন নাঃ

ল্যাপটপ চার্জে লাগিয়ে ব্যবহার করলে যেমন ল্যাপটপের ক্ষতি হয় তেমনি ব্যাটারির আয়ু নষ্ট করে দেয়। চার্জে লাগিয়ে ল্যপটপ চালালে ব্যাটারির কোষগুলো ফুলে যায় অথবা ল্যাপটপের চার্জার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে চান তাহলে চর্জে লাগিয়ে ব্যবহার করা বন্ধ করুন। 

অপ্রয়োজনীয় সফটওয়্যার বন্ধ করুনঃ

ল্যাপটপে অনেকগুলি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রয়েছে যা খুবে প্রয়োজন নয়। তবে এই সফটওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যেগুলো আপনার ল্যাপটপের চার্জ তাড়াতাড়ি শেষ করে দেয় আর তার সাথে ল্যাপটপকে স্লো এবং গরম করে তুলে। আপনি যদি এই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো বন্ধ করে দেন তাহলে ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে। 

ব্যাটারির সের্টিংস ঠিক করুনঃ

আপনার ল্যাপটপের ব্যাটারি খরচ হ্রাস করার সর্বোত্তম উপায় হ'ল পাওয়ার সেটিংস ঠিক করা। আপনার ল্যাপটপের ব্যাটারির সেটিংস ঠিক থাকলে ব্যাটারি ভালো থাকবে। ডিসপ্লের ব্রাইটনেস ০% অথবা ২৫% রাখবেন। তাহলে ল্যাপটপের সাথে ব্যাটারিও ভালো থাকবে। 

সফটওয়্যার অটো আপডেট বন্ধ করুনঃ

ল্যাপটপে ইনস্টল হওয়া অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো ইন্টারনেট কানেকশান দেওয়া মাত্রই অটো আপডেট হতে শুরু করে। এতে করে ল্যাপটপের প্রসেসরে অনেক প্রেসার পড়ে। যার কারনে ব্যাটারির আয়ু দীরে দীরে কমে যায়। 

ল্যাপটপের ব্যাটারির সমস্যা গুলো সাধারনত সঠিকভাবে চার্জ না করানোর ফলেই হয়ে থাকে। তবে ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রেও কিছু টিপস মানতে হয়। আশা করি এই পোষ্ট হতে ল্যাপটপের ব্যাটারি চার্জের নিয়ম এবং ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায় সর্ম্পকে জানতে পেরেছেন। 

No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url