প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট দেখার নিয়ম।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট (
dpe result): আস্সালামু আলাইকুম। ”প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট দেখার নিয়ম” পোষ্টে আপনাদের স্বাগত্বম। আপনি নিশ্চই প্রাইমারি রেজাল্ট বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল জানতে এখানে এসেছেন। আজকে আমারা রেজাল্ট দেখার নিয়ম নিয়ে আলোচনা করাব। যাতে আপনারা সহজেই মোবাইল দিয়ে বা প্রাইমারি রেজাল্ট sms এর মাধ্যমে দেখেতে পারেন। 


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট - dpe result

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট বলতে পিএসসি রেজাল্ট বা প্রাইমারি রেজাল্ট কে বুঝায় যাকে বলা হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্ট। কিভাবে মোবাইল দিয়ে বা এসএমএস এর মাধ্যমে সবার আগে রেজল্ট দেখব এটা প্রত্যেকের একটি কমন প্রশ্ন। আমরা হয়তো জানি না, পিএসসি রেজাল্ট বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দ্বারা বের করতে পারি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট হলো- http://www.dpe.gov.bd। আজ আমারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট বের করার নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়লে প্রাইমারি রেজাল্ট বা পিএসসি রেজাল্ট সহকেই ঘরে বসে বের করতে পারবেন। 

রেজাল্ট বের করার কয়টি পদ্ধতি রয়েছে?

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট সাধারণত দুই ভাবে বের করতে পারবেন। রেজল্ট দেখার পদ্ধতিগুলো হলো - 
  • ওয়েবসাইট বেস রেজাল্ট। 
  • মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট। 

রেজাল্ট দেখাতে কি কি লাগবে?

প্রাথমিক শিক্ষার রেজাল্ট দেখতে আপনার একটি মোবাইল ফোন বা ল্যাপটপ থাকতে হবে। আপনি যদি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে চান তাহলে প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশান। আর যাদি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট বের করতে চান তাহলে ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে না। নিচে বিস্তারিত আলোচনা করা হলো -

প্রাইমারি রেজাল্ট দেখার নিয়ম

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্ট বা প্রাইমারি রেজাল্ট ২ ভাবে বের করতে পারবেন। একটি হলো ওয়েববেস রেজাল্ট এবং অপরটি হলো মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট। তাহলে চলুন রেজাল্ট দেখার নিয়ম ২০২১ নিয়ে আলোচানা করা যাক।

ওয়েববেস রেজাল্ট (Web based Result): 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট আনুষ্ঠানিকভাবে দুটি ওয়েবসাইটে প্রকাশিত হয়। এগুলি হলো dpe.gov.bd এবং dperesult.teletalk.com.bd। পিএসসির রেজাল্ট যখনই ইন্টারনেটে প্রকাশিত হবে তখনেই আমাদের ওয়েবসইটে আপডেট পেয়ে যাবেন। ইবতেদায়ি Result এই ২টি ওয়েবসাইটই প্রকাশিত হবে। প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার ফলাফল আমাদের ওয়েবসাইটেও পাবলিশ করা হবে যা https://www.ajkerfact.com।

১। সহজে প্রাইমারি রেজাল্ট বের করার জন্য প্রথমে চলে যান http://dperesult.teletalk.com.bd/dpe.php প্রাথমিক শিক্ষা বার্ডের রেজাল্ট বের করার ওয়েবসাইটে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট
২। তারপর Passing Year এর জায়গায় আপনার পরীক্ষার বছর এবং Student ID এর বক্সে আপনার Student ID  বা রোল নাম্বার বসিয়ে Submit বাটনে ক্লিক করে দেবেন। 
৩। ‍Submit বাটনে ক্লিক করার পরে কিছুক্ষন লোড নিবে তারপর আপনার বের হয়ে যাবে। 

আশা করি আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েববেস রেজাল্ট দেখার নিয়ম জানতে পেরেছেন। এখন আলোচনা করব sms এর মাধ্যমে dpe রেজাল্ট দেখার নিয়ম পদ্ধতি নিয়ে। 

sms এর মাধ্যমে প্রাইমারি রেজাল্ট দেখার নিয়ম:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট (dpe result) বা প্রাইমারি রেজাল্ট বের করার দ্বিতীয় পদ্ধতি হলো sms মাধ্যম। প্রতি এমএমএস এর জন্য 2.44 টাকা চার্জ করা হবে। নিচের নিয়ম অনুসারে এসএমএস টাইপ করবেন - 

DPE<স্পেস>Upazila/Thana Code Number<স্পেস>রোল নাম্বার। তারপর 16222 নাম্বারে সেন্ড করুন। 

উদাহরন: DPE 24  and 2372... পাঠিয়ে দিন 16222 নাম্বারে। 

শেষকথা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট দেখার নিয়ম (dpe result) পোষ্টটির মাধ্যমে আপনারা প্রাইমারি রেজাল্ট বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্ট বের করার নিয়ম জানতে পেরেছেন। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। শিক্ষা বিষয় আরও তথ্য পেতে আমাদের ব্লগ সাইটটি বুকমার্ক করে রাখুন।
No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url