গ্রালফ্রেন্ডকে পাঠানোর জন্য শুভ জন্মদিন এসএমএস। Suvo jonmodin SMS পোষ্টে জন্মদিনের শুভেচ্ছা কিছু মেসেজ বা এস এম এস রয়েছে।
গ্রালফ্রেন্ডকে পাঠানোর জন্য শুভ জন্মদিন এসএমএস। Suvo jonmodin SMS
![]() |
শুভ জন্মদিন এসএমএস |
শুভ জন্মদিন এসএমএস: গ্রালফ্রেন্ডকে পাঠানোর জন্য শুভ জন্মদিন এসএমএস পোষ্টে আপনাকে স্বাগত্বম। নিশ্চই আপনি শুভ জন্মদিনের এস এম এস বা জন্মদিনের মেসেজ বা বান্ধবীকে পাঠানোর শুভ জন্মদিনের এস এমএস লিখে সার্চ করে আমাদের এই ওয়েপসাইটে এসেছেন। আসলে তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আজকের এই আর্টিকেলটি বাংলা এস এম এস রিলেটেড। গ্রাল ফেন্ডকে খুশি করার জন্যে Suvo jonmodin SMS বা Happy birthday sms দেওয়া আজকের এই পেইজে দেওয়া হবে।
গ্রালফ্রেন্ডকে পাঠানোর জন্য শুভ জন্মদিন এসএমএস নিয়ে আজকের লেখাটি পোষ্ট করা হয়েছে । আমাদের লেখাতে অনেক সুন্দর সুন্দর বাংলা জন্মদিনের এসএমএস বা হেপি বার্থডে এসএমএস পাবেন । এই রোমান্টিক জন্মদিনের মেসেজ গুলো আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমাদের এই সাইটটি একটি টেকনোলোজিক্যাল ব্লগ সাইট। এই সাইটে আমরা লাভ এসএমএস, সিমের অফার, অনলাইন থেকে আয়, স্বাস্থ্য টিপস এবং চাকরির খবর আপডেট করে থাকি। পরবতীর্তে আমাদের এই সাইটে আরও নতুন নতুন সকল আপডেট পেতে এই সাইটটিকে বুকমার্ক হিসাবে সেভ করে রাখুন।
শুভ জন্মদিন এসএমএস
এই পোষ্টটি আপনার গ্রালফেন্ডকে পাঠানোর জন্য কিছু সুন্দর সুন্দর শুভ জন্মদিন এর শুভেচ্ছা জানানোর জন্য এস এম এস, মেসেজ এবং স্ট্যাটাস নিয়ে পোষ্টটি সাজানো হয়েছে।প্রেমিকা / গ্রালফ্রেন্ডের জন্য জন্মদিনের এস এম এস
আপনার পেমিকার জন্মদিনে এই SMS গুলো পাঠালে নিশ্চই আপনার প্রেমিকা Impress হয়ে যাবে।
আরও পড়ুন- বাংলা কষ্টের এসএমএস
আমি সবথেকে ভাগ্যবান ব্যক্তি কারণ আমার জীবনে তোমার মতো একজন সুন্দর মনের মানুষ রয়েছে। শুভ কামনা তোমার এই জন্মদিনে। Suvo jonmodin janpaki।
তোমার এই জন্মদিনে আমার অনুভূতি প্রকাশ করার মতো কোন শব্দ আজ আমার কাছে নেই। হেপি বার্থ ডে মাই লাভ। দোয়া করব এই পৃথিবীর সব সুখ তোমার জীবনে পূর্ণ হয়ে যাক।
হেপি বার্থডে আমার প্রিয় বন্ধু ও আমার জীবনের ভালোবাসাকে। তোমাকে কোটি কোটি ধন্যবাদ আমার জীবনে এত আনন্দ ভরিয়ে দেওয়ার জন্য। আমি তোমাকে প্রচন্ড লাভ করি এবং তোমার প্রতি আমার ভালোবাসা প্রতিদিন আরও শক্তিশালী হবে। হেপি বার্থডে।
আজকের এই দিনে হয়ে উঠো নবীন। তোমাকে আমার অন্তর থেকে জানাই শুভ জন্মদিন। তোমার জীবন হাসিখোশিতে ভরে উঠোক।
এই দুনিয়ার মিষ্টি কেকের থেকেও মিস্টি তোমার মুখের হাসি। আমার মিষ্টি প্রেমিকার জন্য তার জন্মদিনের এই বিশেষ দিনটিতে অনেক ভালোবাসা ও পূর্ণ শুভেচ্ছা রইল। শুভ হোক তোমর বাকি জীবন।
তুমি আমার জীবনের সবথেকে বড় উপহার। আর আজকের এই শুভ দিনে আমি আমার সব খুশি এবং ভালোবাসা তোমাকে উপহার দিতে চাই। আজকের দিনটা অনেক হাসিখুশি এবং ভালোবাসায় ভরে উঠুক। শুভ জন্মদিন জানু।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমার অনেক ভালোবাসা রইল তোমার এই জন্ম দিনে। আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করব। হ্যাপি বার্থ ডে কলিজার টুকরা।
তুমি আমার শুন্য জীবনটাকে পূর্ণ করে দিছ এবং আমার মুখে হাসি ফুটিয়েছ। তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু।। হ্যাপি বার্থ ডে মাই লাভ। লাভ ইউ।
তুমি আমার জীবনকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার খুশির জন্য আমি সবকিছু করব। শুভ জন্মদিন আমার কলিজার টুকরা।
সুন্দর এই দুনিয়াতে সুন্দরতম হোক তোমার জীবন, পূরণ হোক তোমার প্রতিটি স্বপ্ন, আশা এবং বেঁচে থাকো হাজার বছর। লাভ ইউ জান পাখি।
জন্মদিনের কোটি কোটি অভিনন্দন জানাই আমার প্রিয় মানুষটিকে, তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে, অনেক শুভ কামনা রইলো তোমার জন্য। শুভ জন্মদিন ময়না।আরও পড়ুন - ঈদ এস এম এস
প্রিয় বন্ধুর জন্মদিনের স্ট্যাটাস / কবিতা / ছন্দ
আজ রাত বারোটায় একটু খানি, কাটিয়ে ঘুমের রেষ,
চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর হয়ে গেল শেষ । শুভ জন্মদিন।
সাগরের ঢেউ, ফুলের সুঘন্ধ, রাতের তারারা,
সবাই জড় হয়েছে তোমাকে একসাথে বলার জন্য ------ শুভ জন্মদিন।
জন্মদিনে কী আর দিব তোমায় উপহার?
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার। শুভ জন্মদিন কলিজার টুকরা।
সবাই তোমাকে ফুল দিয়ে উইশ করবে,
আমি না হয় হৃদয় দিয়ে তোমাকে উইশ করবো।
কেউ মুখে বলবে আবার কেউ উপহার দিবে,
আমি না হয় ম্যাসেজ করলাম। হেপি বার্থডে মাই লাভ।
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন।
মুখে তোমার মিস্টি হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। শুভ জন্মদিন।
আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই,,,,,,,,আছে শুধু আমার হ্রদয়ের শুভেচ্ছা ,,,,,, এই মেসেজটা তোমার মতই মিষ্টি ..জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা। লাভ ইউ জান।
তর জন্য আমার ভালোবাসা , লক্ষ গোলাপ জুঁই,,,,
হাজার মানুষের ভীরে আমার, থাকবি হৃদয়ে তুই । হেপি বার্থডে কলিজার টুকরা।
আরও পড়ুন - শুভ সকাল এসএমএস
গ্রালফ্রেন্ডকে পাঠানোর জন্য শুভ জন্মদিন এসএমএস এবং জন্মদিনের কবিতা, ছন্দগুলো ভালো লাগল কিনা তা আপনার অবশ্যই জানাবেন।
COMMENTS