JSC rescrutiny process 2020 সমস্ত শিক্ষা বোর্ড- ajkerfact

JSC rescrutiny process 2020 সমস্ত শিক্ষা বোর্ড

JSC Result Rescrutiny 2020

JSC rescrutiny process 2020: আপনি কি JSC rescrutiny process সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনার জেএসসি ফলাফল আশানুরুপ হয়নি? আপনি যদি জেএসসি ফলাফল রিচেক বা রিসিকিউরিটি করতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন।

JSC Rescrutiny Process 2020

2020 সালের JSCJDC Result 31 December publish হয়েছে। এ JSC, JDC পরীক্ষায় যারা আশানুরূপ ফল পাইনি আমার আজকের এই পোস্ট তাদের জন্য। এই পোস্টে আমি আজ জানাবো কিভাবে JSC ও JDC board challenge পুনঃনিরীক্ষণ করতে হয়। প্রথমেই জেনে নেওয়া যাক Result rescrutiny কি?

প্রতিটি Public পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ / jsc board challenge প্রক্রিয়া থাকে। জেএসসি  Rescrutiny Process 2020 এর অর্থ আবার পরীক্ষার কাগজপত্র চিহ্নিতকরণ নয়। এটি কেবল নম্বরটি পরীক্ষা করে দেখা। যখন কোনও শিক্ষার্থী Rescrutiny Process এর জন্য আবেদন করে তখন সমস্ত Ans number আবার গণনা করা হয়। jsc board challenge 2020
  • JSC result rescrutiny started- 01-01-2021
  • JSC result rescrutiny ending date- 07-01-2021
  • JSC result rescrutiny Fess- 125 tk per subject.

JSC Result Rescrutiny কিঃ

SSC কিংবা HSC এর মত জেএসসিতেও পরীক্ষার Result প্রকাশের পর দিন থেকে বাংলাদেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো আশানুরুপ না হওয়াতে যে সকল শিক্ষার্থীদের মনে অনিশ্চয়তা থাকে তাদের জন্যে খাতা Rescrutiny এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “Board challange”, “jsc board challenge 2020” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় Education board থেকে যা করা হয় তা হল, নম্বর গণনা কিংবা কোথাও And number প্রদানে ভুল ভ্রান্তি ভ্রান্তি হয়েছে কিনা সেসব মিলিয়ে দেখা হয়।

কিভাবে JSC Result Rescrutiny / recheck করবেন

JSC result rescrutiny
ফলাফল পুনঃমূল্যায়ন করতে Education borad এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে Mobile থেকেই Result Rescrutiny এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ

Teletalk সংযোগ সহ একটি Mobile phone । (শুধুমাত্র Teletalk আপারেটর থেকেই JSC result 2019 পুনঃমূল্যায়ন সম্ভব কিন্তু যাদের টেলিটক SIM নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যবহার করে অথবা  খাতা পুননিরিক্ষন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)

মোবাইলে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ টাকা বা Balance( প্রতিটি Subject আবেদনের জন্যে Mobile থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ Bangla এবং English সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি ‍সাবজেক্ট  কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে 250 tk )

আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত Mobile number (বাংলাদেশের যে কোন সিম এর মোবাইল Number দিতে পারবেন)

JSC Result Rescrutiny আবেদন করতে SMS করবেন যেভাবেঃ

Mobhile এর ম্যাসেজ Option এ গিয়ে লিখবেন-

RSC<Space>আপনার Board এর নামের প্রথম ৩ অক্ষর<space>Roll no<স্পেস>বিষয় কোড

উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর Roll যদি হয় 22349663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<Space>JES<Space>22349663<Space>101

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য আপনি একটি SMS এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন Bangla ও English দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ

RSC<Space>JES<Space>22349663<Space>101,107

এক্ষেত্রে প্রতিটি Subject এবং প্রতিটি পত্রের জন্যে 125 tk করে Charge করা হবে।jsc board challenge 2020

ফিরতি SMS এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি Pin number দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

RSC<Space>YES<Space>Pin number<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি Number (যে কোন operator এর)

উদাহরনঃ ধরুন ফিরতি SMS এ প্রদত্ত আপনার Pin number হল ১২৩৪৫৬৭ এবং Mobile number-  ০১৭৫১XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ

RSC<Space>YES<space>১২৩৪৫৬৭<space>০১৭৫১XXXXXX

উপরুক্ত process গুলো যদি আপনি সঠিক ভাবে Follow করে থাকেন তাহলে সফলভাবে আপনার Result Rescrutiny প্রক্রিয়া Complate হয়েছে।

JSC Result Rescrutiny আবেদনের সময়সীমাঃ

এই রেজাল্ট রিচেক প্রক্রিয়া সাধারণত পরীক্ষার Result publish হওয়ার পরদিন থেকে সপ্তাহব্যাপী চলে থাকে। ২০২০ সালের JSC ও JDC এর ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া ০১-০১–২০২১ তারিখ থেকে ০৭-০১-২০২১ তারিখ রাত 11 টা 59 Minute পর্যন্ত চলবে। তাই দেরি না করে আজই আবেদন করে ফেলুন আর দূর করে ফেলুন Result নিয়ে আপনার মনের সকল অনিশ্চয়তা!

People Search this keyword: JSC Board challenge, JSC re-scrutiny Process, JSC exam 2020, JSC Board Recheck process 2019, J s c re-scrutiny system 2020, JSC khata recheck, JSC exam paper recheck system 2020, JSC recheck result 2020, When will publish JSC Re scrutiny result, JSC board challenge result 2019, Rescrutiny result of JSC, JSC Board Challenge result 2020.
No Comment
Add Comment

দয়া করে কমেন্ট নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url